প্রযুক্তি ডেস্ক

হালআমলে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট না থাকলে চলেই না। মূলত ছবি শেয়ারের জন্যই সামাজিক যোগাযোগের এই মাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করা যাবে—
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন, এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবি বা ভিডিও ফাইল সামনে আসবে।
৩) সেখান থেকে সর্বোচ্চ ১০টি ছবি বা ভিডিও নির্বাচন করুন, তারপর স্ক্রিনের নিচে ডান দিকে থাকা অ্যারো বাটন ক্লিক করুন।
৪) সেখান থেকেই নির্বাচন করা ছবি বা ভিডিওগুলো নিজের ইচ্ছেমতো কাস্টমাইজড করতে পারবেন। ইচ্ছে করলে টেক্সট ও স্টিকার যুক্ত করতে পারবেন।
৫) এরপর স্টোরিতে এবং বন্ধুদের এই ছবিগুলো শেয়ার দেওয়ার জন্য স্ক্রিনে থাকা বৃত্তগুলো নির্বাচন করে শেয়ার বাটনে ক্লিক করুন।
যেভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে একই স্লাইডে একাধিক ছবি শেয়ার করতে পারবেন
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন, এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবি বা ভিডিও ফাইল সামনে আসবে।
৩) স্ক্রিনের ওপরে থাকা স্টিকার আইকন চাপুন। এরপর স্ক্রল করে ফটো স্টিকার অপশনে ক্লিক করুন।
৪) এরপর ছবি নির্বাচন করুন। একই পদ্ধতি অনুসরণ করে আপনার প্রয়োজনীয় পরিমাণ ছবি নির্বাচন করুন।
৫) এই ছবিগুলোয় ক্লিক করে নিজের পছন্দমতো ছবিগুলোর আকৃতি পরিবর্তন করতে পারবেন।
৬) পরে স্ক্রিনের নিচে থাকা অ্যারো বাটন ক্লিক করে আপনার স্টোরি ও বন্ধুজনের মধ্যে সেগুলো শেয়ার করতে পারবেন।
যেভাবে জোড়া লাগানো ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) স্ক্রিনের বাম দিকে লে-আউট আইকন চাপুন। এর পর চেঞ্জ গ্রিড আইকনে ক্লিক করে নিজের পছন্দমতো অপশন বাছাই করুন।
৩) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন। এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবির ফাইল চলে আসবে। সেখান থেকে ছবি নির্বাচন করে একসঙ্গে যোগ করতে পারবেন।
৪) এর পর স্ক্রিনের নিচে থাকা চেক বাটন ক্লিক করুন।
৫) যেকোনো টেক্সট ও স্টিকার যুক্ত করে স্টোরিতে এবং বন্ধুদের শেয়ার দিতে পারবেন।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

হালআমলে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট না থাকলে চলেই না। মূলত ছবি শেয়ারের জন্যই সামাজিক যোগাযোগের এই মাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করা যাবে—
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন, এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবি বা ভিডিও ফাইল সামনে আসবে।
৩) সেখান থেকে সর্বোচ্চ ১০টি ছবি বা ভিডিও নির্বাচন করুন, তারপর স্ক্রিনের নিচে ডান দিকে থাকা অ্যারো বাটন ক্লিক করুন।
৪) সেখান থেকেই নির্বাচন করা ছবি বা ভিডিওগুলো নিজের ইচ্ছেমতো কাস্টমাইজড করতে পারবেন। ইচ্ছে করলে টেক্সট ও স্টিকার যুক্ত করতে পারবেন।
৫) এরপর স্টোরিতে এবং বন্ধুদের এই ছবিগুলো শেয়ার দেওয়ার জন্য স্ক্রিনে থাকা বৃত্তগুলো নির্বাচন করে শেয়ার বাটনে ক্লিক করুন।
যেভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে একই স্লাইডে একাধিক ছবি শেয়ার করতে পারবেন
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন, এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবি বা ভিডিও ফাইল সামনে আসবে।
৩) স্ক্রিনের ওপরে থাকা স্টিকার আইকন চাপুন। এরপর স্ক্রল করে ফটো স্টিকার অপশনে ক্লিক করুন।
৪) এরপর ছবি নির্বাচন করুন। একই পদ্ধতি অনুসরণ করে আপনার প্রয়োজনীয় পরিমাণ ছবি নির্বাচন করুন।
৫) এই ছবিগুলোয় ক্লিক করে নিজের পছন্দমতো ছবিগুলোর আকৃতি পরিবর্তন করতে পারবেন।
৬) পরে স্ক্রিনের নিচে থাকা অ্যারো বাটন ক্লিক করে আপনার স্টোরি ও বন্ধুজনের মধ্যে সেগুলো শেয়ার করতে পারবেন।
যেভাবে জোড়া লাগানো ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে
১) ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। আপনার স্টোরির (+) বাটন চাপুন অথবা হোম স্ক্রিনের ডান দিকে সোয়াইপ করুন।
২) স্ক্রিনের বাম দিকে লে-আউট আইকন চাপুন। এর পর চেঞ্জ গ্রিড আইকনে ক্লিক করে নিজের পছন্দমতো অপশন বাছাই করুন।
৩) এরপর নিচের বাম দিকের ফটো আইকনে ক্লিক করুন। এতে আপনার মোবাইলে ক্যামেরায় তোলা ছবির ফাইল চলে আসবে। সেখান থেকে ছবি নির্বাচন করে একসঙ্গে যোগ করতে পারবেন।
৪) এর পর স্ক্রিনের নিচে থাকা চেক বাটন ক্লিক করুন।
৫) যেকোনো টেক্সট ও স্টিকার যুক্ত করে স্টোরিতে এবং বন্ধুদের শেয়ার দিতে পারবেন।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

দীপিকা পাড়ুকোনের এয়ারপোর্ট লুক দেখলে বোঝা যায়, তিনি ব্যক্তিজীবনে কতটা সাদামাটা থাকতে ভালোবাসেন। মুখে তেমন মেকআপ নেই বললেই চলে। চুলে মেসি বান, চোখে সানগ্লাস। ঠোঁটে ন্য়ুডরঙা কোনো লিপস্টিক; ব্যস—এই হলো তাঁর ফাইনাল লুক। স্ক্রিনেও কি তাঁকে জমকালো সাজে দেখা যায়? মোটেও না। চরিত্রের প্রয়োজনে ভারী গয়না...
৯ ঘণ্টা আগে
বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?...
১৩ ঘণ্টা আগে
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কোনো ভাজা খেতে কার না ইচ্ছা হয়? আলু তো সব সময় রান্নাঘরে থাকে। সঙ্গে সহজলভ্য আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে
সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
১৭ ঘণ্টা আগে