প্রযুক্তি ডেস্ক

আবারও শীর্ষ ধনীর আসনে টুইটার, টেসলা, স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের মালিক বার্নার্ড আর্নল্ডকে টপকে আবারও বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন তিনি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ট্যালি অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১৯ হাজার ২০০ কোটি ডলার। অপর দিকে এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার।
চলতি বছরের শুরু থেকেই এই শীর্ষ আসন দখলের প্রতিযোগিতায় ছিলেন বার্নার্ড আর্নল্ড ও ইলন মাস্ক। সম্প্রতি টেসলার শেয়ারের বাজারমূল্যের পতন হওয়ায়, ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন মাস্ক। প্রথম স্থানে ছিলেন বার্নার্ড আর্নল্ড। তবে দিন কয়েক আগেই প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ পতন হওয়ায় আবারও শীর্ষ ধনীর জায়গা পেয়েছেন ইলন মাস্ক।
এদিকে, টুইটারের দাম কমেছে প্রায় ৩ হাজার কোটি ডলার। ইলন মাস্ক যে দামে টুইটার কিনেছিলেন, প্ল্যাটফর্মটির বর্তমান দাম তার প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে। টুইটার কিনতে মাস্ক খরচ করেছিলেন ৪ হাজার ৪০০ কোটি ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ফিডেলিটি জানিয়েছে, প্ল্যাটফর্মটির দাম এখন দেড় হাজার কোটি ডলার। টুইটারের দাম কমেছে প্রায় তিন হাজার কোটি ডলার।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক স্বীকার করেছেন, তিনি অতিরিক্ত দামে টুইটার কিনেছেন। গত মার্চে মাস্ক দুই হাজার কোটি বাজারমূল্যের ভিত্তিতে কর্মীদের টুইটারের স্টক পুরস্কারের প্রস্তাব করেছিলেন।
তবে ফিডেলিটি ঠিক কীভাবে টুইটারের দাম নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি টুইটারের কাছ থেকে কোনো গোপন নথি পেয়েছে কি না, তা-ও নিশ্চিত নয়। গত নভেম্বরে ফিডেলিটি টুইটারের শেয়ারের মূল্য ইলন মাস্কের ক্রয়মূল্যের ৪৪ শতাংশ দেখিয়েছিল। পরবর্তী সময় ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটির দাম আরও কমেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আবারও শীর্ষ ধনীর আসনে টুইটার, টেসলা, স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের মালিক বার্নার্ড আর্নল্ডকে টপকে আবারও বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন তিনি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ট্যালি অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১৯ হাজার ২০০ কোটি ডলার। অপর দিকে এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার।
চলতি বছরের শুরু থেকেই এই শীর্ষ আসন দখলের প্রতিযোগিতায় ছিলেন বার্নার্ড আর্নল্ড ও ইলন মাস্ক। সম্প্রতি টেসলার শেয়ারের বাজারমূল্যের পতন হওয়ায়, ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন মাস্ক। প্রথম স্থানে ছিলেন বার্নার্ড আর্নল্ড। তবে দিন কয়েক আগেই প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ পতন হওয়ায় আবারও শীর্ষ ধনীর জায়গা পেয়েছেন ইলন মাস্ক।
এদিকে, টুইটারের দাম কমেছে প্রায় ৩ হাজার কোটি ডলার। ইলন মাস্ক যে দামে টুইটার কিনেছিলেন, প্ল্যাটফর্মটির বর্তমান দাম তার প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে। টুইটার কিনতে মাস্ক খরচ করেছিলেন ৪ হাজার ৪০০ কোটি ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ফিডেলিটি জানিয়েছে, প্ল্যাটফর্মটির দাম এখন দেড় হাজার কোটি ডলার। টুইটারের দাম কমেছে প্রায় তিন হাজার কোটি ডলার।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক স্বীকার করেছেন, তিনি অতিরিক্ত দামে টুইটার কিনেছেন। গত মার্চে মাস্ক দুই হাজার কোটি বাজারমূল্যের ভিত্তিতে কর্মীদের টুইটারের স্টক পুরস্কারের প্রস্তাব করেছিলেন।
তবে ফিডেলিটি ঠিক কীভাবে টুইটারের দাম নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি টুইটারের কাছ থেকে কোনো গোপন নথি পেয়েছে কি না, তা-ও নিশ্চিত নয়। গত নভেম্বরে ফিডেলিটি টুইটারের শেয়ারের মূল্য ইলন মাস্কের ক্রয়মূল্যের ৪৪ শতাংশ দেখিয়েছিল। পরবর্তী সময় ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটির দাম আরও কমেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৩৪ মিনিট আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
২ ঘণ্টা আগে
আজ আপনার জেদ বুর্জ খলিফার চেয়েও উঁচুতে থাকবে। পুরোনো কোনো চাচা বা খালু হুট করে এসে হাজির হতে পারেন। সাবধান, আজকের দিনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লোন বা টাকা নিয়ে কথা বলতে যাবেন না, ইজ্জত এবং মানিব্যাগ দুটোই পাংচার হতে পারে।
২ ঘণ্টা আগে
ভিয়েতনামের সংস্কৃতির প্রধান ভিত্তি তেত কিংবা চান্দ্র নববর্ষ। এটি শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং ভিয়েতনামের মানুষের আবেগ, ঐতিহ্য এবং পারিবারিক পুনর্মিলনের এক মহোৎসব। ভিয়েতনামের প্রতিটি প্রান্তে এ সময়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
২ ঘণ্টা আগে