প্রযুক্তি ডেস্ক

অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

এই অতি ডিজিটাল যুগে এসেও নিজের নিভৃত ব্যক্তিগত জার্নাল বা ডায়েরি লেখার গুরুত্ব কি ফুরিয়ে গেছে? বিজ্ঞান এবং সফল মানুষদের জীবন বলছে, একদমই নয়। সোশ্যাল মিডিয়ার এই কোলাহলের যুগে নিজের জন্য অন্তত ১০ মিনিট সময় বের করে ডায়েরি লেখা আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে। নিজের দুর্বলতা ও শক্তিকে চেনা...
১ ঘণ্টা আগে
গত কয়েক বছরে ‘ওয়েলবিয়িং’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর সঙ্গে যোগব্যায়ামের সম্পর্ক কতটা গভীর? প্রশিক্ষকদের মতে, যোগব্যায়াম শুধু কিছু আসন নয়, এটি শরীর ও মনের ভারসাম্য রক্ষার একটি বিজ্ঞানও।
৯ ঘণ্টা আগে
পকেটে হাত দেওয়ার আগে তিনবার সঞ্চয়ের নাম জপুন। অফিসে আপনার এনার্জি দেখে বস ভয় পেয়ে যেতে পারেন। মনে হবে একাই পুরো কোম্পানি টেনে দেবেন, কিন্তু আদতে দুপুরের লাঞ্চের পর হাই তুলতে তুলতেই দিন কাবার হবে।
৯ ঘণ্টা আগে
একসময় রান্নাঘর শুধু রান্না করার সাধারণ জায়গা ছিল। কিন্তু বর্তমানে এটি বাড়ির সদস্যদের রুচি ও আভিজাত্য প্রকাশের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে। রান্নাঘরের সজ্জায় বেশি দৃশ্যমান অংশ হলো ক্যাবিনেট। তাই এর সঠিক রং নির্বাচন জরুরি। সময়ের সঙ্গে রুচিতেও বদল আসে।
১০ ঘণ্টা আগে