প্রযুক্তি ডেস্ক

নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১০ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৭ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৯ ঘণ্টা আগে