প্রযুক্তি ডেস্ক

ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ অর্থাৎ নির্বাচিত বন্ধুদের জন্য স্টোরি শেয়ারের সুবিধা চালু ছিল অনেক আগে থেকেই। এবার পোস্টের ক্ষেত্রেও এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।
সুবিধাটি কবে নাগাদ প্ল্যাটফর্মে আসতে পারে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে, ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এর আগে, গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ অর্থাৎ নির্বাচিত বন্ধুদের জন্য স্টোরি শেয়ারের সুবিধা চালু ছিল অনেক আগে থেকেই। এবার পোস্টের ক্ষেত্রেও এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।
সুবিধাটি কবে নাগাদ প্ল্যাটফর্মে আসতে পারে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে, ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এর আগে, গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১০ মিনিট আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
১ ঘণ্টা আগে
আজ আপনার জেদ বুর্জ খলিফার চেয়েও উঁচুতে থাকবে। পুরোনো কোনো চাচা বা খালু হুট করে এসে হাজির হতে পারেন। সাবধান, আজকের দিনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লোন বা টাকা নিয়ে কথা বলতে যাবেন না, ইজ্জত এবং মানিব্যাগ দুটোই পাংচার হতে পারে।
২ ঘণ্টা আগে
ভিয়েতনামের সংস্কৃতির প্রধান ভিত্তি তেত কিংবা চান্দ্র নববর্ষ। এটি শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং ভিয়েতনামের মানুষের আবেগ, ঐতিহ্য এবং পারিবারিক পুনর্মিলনের এক মহোৎসব। ভিয়েতনামের প্রতিটি প্রান্তে এ সময়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
২ ঘণ্টা আগে