প্রশ্ন: আমি স্নাতকে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। অথচ আমার সেই প্রাণোচ্ছল বিষয়টা এখন আর নেই। ক্লাসের সবার সঙ্গে মন খুলে মিশতে পারি না। এমনটা নয় যে মিশতে চাই না। সবার সঙ্গে কথা বলি অথচ কোথাও একটা দূরত্ব থেকে যায়। সবাই যখন আনন্দে মেতে থাকে, তখন আমার ভেতরে সংকোচ তৈরি হয়। আমার আশপাশের অনেকেই কারও না কারও প্রিয় বন্ধু। সেই জায়গায় তেমন কাউকে পাইনি। আমার প্রিয় বন্ধুর নাম বলতে বললে অনেকক্ষণ ভাবতে হয়। প্রেমের সম্পর্কে আজ পর্যন্ত কখনো জড়াইনি। এটা নিয়ে খুব একটা মাথা ঘামানো হয়নি। আমি নিজের পড়াশোনা ও ক্যারিয়ারের চিন্তাতেই ছিলাম। এখন মনে হচ্ছে, হয়তো আমি কোনো রকম সম্পর্কে জড়াতে পারব না। নিজের মধ্যে সংকোচের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আমি নিজের ওপর কোনোভাবেই ভরসা আনতে পারছি না। আমার কী করা উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
পরামর্শ: আপনার ভেতর আগের সেই প্রাণোচ্ছল বিষয়টি নেই—এ বিষয়টি আরেকটু স্পষ্ট করে বললে ভালো হতো। সবার সঙ্গে কথা বললেও দূরত্ব কী কারণে মনে হচ্ছে, সেটা আরেকটু পরিষ্কার করে জানা থাকলে সমস্যাটা কোন জায়গায় তা বোঝা যেত। বন্ধুত্ব, রিলেশন এ বিষয়গুলো নিয়ে আপনার মনে চিন্তা বেড়ে চলছে। সুযোগ থাকলে আপনার পরিবার বা স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন কারও কাছে সমস্যাগুলো শেয়ার করতে পারেন। আর শেয়ার করার মতো কেউ না থাকলে অনুভূতির কথা ডায়েরি বা খাতায় লিখে রাখতে পারেন। যেহেতু সমস্যা থেকে আপনি বের হতে পারছেন না, তাই সরাসরি একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহযোগিতা নিতে পারেন।
প্রশ্ন: আমার বিয়ে হয়েছে ছয় মাস হলো। আমরা প্রেম করে বিয়ে করেছি। বাসায় অনেক ঝামেলার পর এই বিয়ে। প্রেম করার সময় ঘুরতে গেলে খরচ আমিই করতাম। এখন বিয়ের পরও সব আমাকেই দিতে হয়। নইলে দেখা যায় কোথাও যাওয়াই হয় না। আমরা দুজনই চাকরি করি। অনেক দিন পর পর দেখা হয়। আমরা দুজন দুই শহরে থাকলেও ওর মধ্যে কোনো টান দেখি না। বিয়ে হয়েছে ছয় মাস। আমি ওকে দেখার জন্য পাগলের মতো হয়ে যাই। আমি জার্নি করে ওর কাছে যাই। কিন্তু ও আসতে চায় না। আমি কী করব, বুঝতে পারি না। প্রায় রাতেই আমার ঘুম হয় না। আমার মনে হয় আমি ওকে হারিয়ে ফেলব।
নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা।
পরামর্শ: আপনার বিয়ে-পরবর্তী যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আপনার স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ থাকলে কথা বলুন। আপনার স্বামীর প্রতি আপনার আকাঙ্ক্ষা, চিন্তা এ বিষয়গুলো তাঁকে বুঝিয়ে বলুন। আপনাকে নিয়ে তাঁর অনুভূতিগুলো জানার চেষ্টা করুন। যদি একসঙ্গে বসে আলোচনা করার সুযোগ না থাকে, তবে দুজন মিলে প্রফেশনাল কাপল কাউন্সেলর বা কাপল সাইকোথেরাপিস্টের সহযোগিতা নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন, নাঈমা ইসলাম অন্তরা, সাইকোলজিস্ট ও ট্রেইনার।

বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার খাওয়া–দাওয়ায় হলুদাভ খিচুড়ি বা বাসন্তী পোলাও তো থাকবেই। তার সঙ্গে লাবড়া, তরকারি, আলুর দম, বেগুন ভাজা, কুলের চাটনি না থাকলেই নয়। কিন্তু শেষপাতে হলদে বা সোনালি আভার মিষ্টি পদ না হলে চলে? ঘরেই তৈরি করে নিন এসব হলদে মিষ্টি খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন...
৯ মিনিট আগে
অনেক সময় বাড়িতে মাছি, মশা, কেঁচো, পিঁপড়া এবং অন্যান্য ছোট পোকা বাসা বাঁধে। দিন বা রাতের শান্তি নষ্ট করে। এগুলো শুধু বিরক্তি সৃষ্টি করে না, অনেক সময় বাড়ির আসবাব ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পরিবারের মানুষদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যার মাত্রা অনেক বাড়ে।
২ ঘণ্টা আগে
বিদায়ী বছরকে স্মরণীয় রাখতে আমাদের যাত্রা ছিল বগা লেক ও কেওক্রাডং। পাহাড়, মেঘ ও নীল পানির সেই দিনগুলো পেছনে ফেলে বান্দরবানে ফেরার পথে হঠাৎ থমকে গেল মন। হাতে তখনো পুরো দিন, শনিবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। আজই ঢাকায় ফিরতে মন চাইছে না। ইট-পাথরের শহরে ফেরার চেয়ে গহিন অরণ্যের কোলে আরেকটি...
৬ ঘণ্টা আগে
চাকরিতে প্রমোশন বা পরিবর্তনের যোগ প্রবল। তবে বসকে অতিরিক্ত তেল দিতে গিয়ে পিছলে যাওয়ার ভয় আছে। সহকর্মীদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। কারণ, আজ আপনার জেতার সম্ভাবনা কম। পার্টনারের সঙ্গে কোনো পুরোনো ইস্যু নিয়ে হাসাহাসি হতে পারে।
৬ ঘণ্টা আগে