
সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট

সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট

বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৩ ঘণ্টা আগে
ত্বক ভেতর ও বাইর থেকে ভালো রাখতে প্রতিদিন যেকোনো একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক করে নরম। এই শীতে যাঁরা উজ্জ্বল ত্বক পেতে চাচ্ছেন, তাঁরা খাদ্যতালিকায় এই ৫টি ফল যোগ করতে পারেন...
৪ ঘণ্টা আগে
নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১৮ ঘণ্টা আগে