
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১৩ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৯ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২১ ঘণ্টা আগে