
শাওমির নতুন ফোন রেডমি ১২ ৫জি ভারতের বাজারে আসছে আগামীকাল। ঘটনাচক্রে একই দিন রেডমি ১২ ৪জি ফোনও ভারতে পাওয়া যাবে। রেডমির আগের মডেলটি গত বছরেই ভারত ছাড়া কিছু বাজারে এসেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
আগের সিরিজের ফোনগুলোর চেয়ে ১২ ৫জির ডিসপ্লে বড় ও পেছনের প্রধান ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল সেন্সর। অপারেটিং সিস্টেম এনড্রয়েড ১৩। ফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ (মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে) থাকবে বলে শাওমি নিশ্চিত করেছে। ভার্চুয়াল র্যাম ব্যবহার মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এদিকে রেডমি ১২ ৪জি ফোনে মিডিয়াটেক জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভারতের রেডমির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি ১২ (৫ জি) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। রেডমির ওয়েবসাইটে ফোনটির ফিচার তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যায়, ফোনটির কার্ভ ডিসপ্লেতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা রয়েছে এবং পেছনের ডিজাইনে রয়েছে ক্রিস্টাল গ্লাসের উপর দুটি ক্যমেরা। রেডমির আগের ফোনগুলোর চেয়ে ফোনটির ডিসপ্লে সবচাইতে বড় বলে কোম্পানি দাবি করছে।
রেডমি ১২ ৫জি ও ৪জি- দুটি ভার্সনের ভারতের বাজারে কি দামে বিক্রি হবে তা প্রতিবেদনে বলা হয়নি। তবে এ বিষয়ে প্রতিবেদন থেকে অস্পষ্ট ধারণা পাওয়া গেছে।
গত মাসে চীনের বাজারে আসা রেডমি নোট ১২ আর কে রিব্র্যান্ডিং করে রেডমি ১২ ৫জি তৈরি করা হয়ে থাকতে পারে সংশ্লিষ্টরা বলছেন। চীনে রেডমি নোট ১২ আর এর দাম ছিল প্রায় ১১ হাজার ৩০০ রুপি। এই ফোনে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। চিপসেট হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন ৪ জেন। এতে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ও আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট আছে।
রেডমি ১২ ৪জি ফোনটি জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। ফোনটিতে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে ইউরোপের বাজারে ছাড়া হয়। এর মূল্য ১৯৯ ইউরো (প্রায় ১৭ হাজার রুপি)।
আর থাইল্যান্ডে পাঁচ হাজার ২৯৯ থাইল্যান্ড বাথে (প্রায় ১২ হাজার ৫০০ রুপি) বিক্রি হওয়া রেডমি ১২ (৪ জি) ফোনটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে।

শাওমির নতুন ফোন রেডমি ১২ ৫জি ভারতের বাজারে আসছে আগামীকাল। ঘটনাচক্রে একই দিন রেডমি ১২ ৪জি ফোনও ভারতে পাওয়া যাবে। রেডমির আগের মডেলটি গত বছরেই ভারত ছাড়া কিছু বাজারে এসেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
আগের সিরিজের ফোনগুলোর চেয়ে ১২ ৫জির ডিসপ্লে বড় ও পেছনের প্রধান ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল সেন্সর। অপারেটিং সিস্টেম এনড্রয়েড ১৩। ফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ (মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে) থাকবে বলে শাওমি নিশ্চিত করেছে। ভার্চুয়াল র্যাম ব্যবহার মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এদিকে রেডমি ১২ ৪জি ফোনে মিডিয়াটেক জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভারতের রেডমির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি ১২ (৫ জি) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। রেডমির ওয়েবসাইটে ফোনটির ফিচার তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যায়, ফোনটির কার্ভ ডিসপ্লেতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা রয়েছে এবং পেছনের ডিজাইনে রয়েছে ক্রিস্টাল গ্লাসের উপর দুটি ক্যমেরা। রেডমির আগের ফোনগুলোর চেয়ে ফোনটির ডিসপ্লে সবচাইতে বড় বলে কোম্পানি দাবি করছে।
রেডমি ১২ ৫জি ও ৪জি- দুটি ভার্সনের ভারতের বাজারে কি দামে বিক্রি হবে তা প্রতিবেদনে বলা হয়নি। তবে এ বিষয়ে প্রতিবেদন থেকে অস্পষ্ট ধারণা পাওয়া গেছে।
গত মাসে চীনের বাজারে আসা রেডমি নোট ১২ আর কে রিব্র্যান্ডিং করে রেডমি ১২ ৫জি তৈরি করা হয়ে থাকতে পারে সংশ্লিষ্টরা বলছেন। চীনে রেডমি নোট ১২ আর এর দাম ছিল প্রায় ১১ হাজার ৩০০ রুপি। এই ফোনে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। চিপসেট হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন ৪ জেন। এতে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ও আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট আছে।
রেডমি ১২ ৪জি ফোনটি জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। ফোনটিতে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে ইউরোপের বাজারে ছাড়া হয়। এর মূল্য ১৯৯ ইউরো (প্রায় ১৭ হাজার রুপি)।
আর থাইল্যান্ডে পাঁচ হাজার ২৯৯ থাইল্যান্ড বাথে (প্রায় ১২ হাজার ৫০০ রুপি) বিক্রি হওয়া রেডমি ১২ (৪ জি) ফোনটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৩ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৬ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১২ ঘণ্টা আগে