
গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
১ ঘণ্টা আগে
হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
১ ঘণ্টা আগে
কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৮ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৯ ঘণ্টা আগে