
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।

আইওএস ১৮ আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হবে অ্যাপলের এয়ারপডস প্রোতে। এর মাধ্যমে মোট ৬টি নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে।
নতুন ফিচারগুলো বেশির ভাগই শুধু এয়ারপডসের প্রো মডেলগুলোতে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদন অনুসারে ফিচারগুলো সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
হেড গেসচার
নিজের হাত বা কণ্ঠস্বর ব্যবহার না করেই সিরিকে কল কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া যাবে এয়ারপডস প্রো ২ এর মাধ্যমে। হেডফোনটি কানে পড়ে থাকার সময় নিজের মাথা ডানে–বামে নাড়ালেও ফোনকলটি কেটে দেবে অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরি। এ ছাড়া ওপরে নিচে মাথা ঝাঁকালেই কল গ্রহণ করা যাবে।
এয়ারপডস প্রো ২ এর সঙ্গে কয়েকটি গেসচার যুক্ত করার মাধ্যমে ফোনের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। মাথা ডানে বামে নাড়ালে না বোধক নির্দেশনা বোঝানো যাবে আর ওপরে নিচে নাড়ালে হ্যাঁ বোধন নির্দেশনা বোঝানো যাবে।
ভয়েস আইসোলেশন
ভয়েস আইসোলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তীব্র আওয়াজগুলো কমিয়ে ফেলবে এয়ারফোনটি। ফলে ফোনে কল করার সময় অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে কথা শুনতে পারবে।
এয়ারপডস প্রো ২ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাতাস, যানবাহনের, অন্যদের কথা বলার মতো আওয়াজ গুলো কমাতে পারবে। এয়ারপডস প্রো ও এয়ারপডস ২ উভয় এয়ারফোনে এই ফিচার যুক্ত হবে।
উন্নত অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল
এয়ারপডসের ব্যবহারকারীরা নিজের মতো করে অডিওর বিভিন্ন ফিচার নির্বাচন করতে পারে অ্যাডাপ্টিভ অডিও কন্ট্রোল এর মাধ্যমে। তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে অডিও ফিচারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা।
গেমিংয়ের জন্য ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও
অডিও মুভি, টিভি সিরিজ ও মিউজিকের জন্য ইতিমধ্যে এয়ারপডসে স্পেশিয়াল অডিও ফিচার ব্যবহার করা হয়। এটি আইফোনের ট্রুডেপথ ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ ও কান স্ক্যান করে। এর মধ্যে ব্যক্তিগতকৃত স্পেশিয়াল অডিও তৈরি করে।
তবে আইওএস ১৮ আপডেটের মাধ্যমে গেমিংয়ের সময়ও ফিচারটি কাজ করবে। এর ফলে মনে হবে একাধিক জায়গায় থেকে বিভিন্ন শব্দ আসছে। তাই ডেভেলপাররাও নিজেদের গেমে স্পেশিয়াল অডিও ফিচারটি যুক্ত করছে। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে এয়ারপডস প্রো, এয়ারপডস ম্যাক্স ও তৃতীয় প্রজন্মের এয়ারপডসে এই ফিচার যুক্ত হবে।
গেমিংয়ে উন্নত ভয়েস অডিও
গেমিংয়ের সময় অন্যদের সঙ্গে কথা বলা ও গেমিং সাউন্ড শোনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। সেই সঙ্গে ডাইনামিক হেড ট্র্যাকিং ফিচার ও গেমের অডিওর জন্য ১৬ বিট ৪৮ কেহার্টজ সমর্থন দেবে।
ল্যাটেন্সি কমানো হবে
গেমারদের কাছে অডিও ল্যাটেন্সি একটি বিরক্তিকর বিষয়। গেমের ভিতরে বিভিন্ন কার্যকলাপ করার পর একটু দেরিতে
এর শব্দ কানে পৌঁছালে তাকে ল্যাটেন্সি বলা হয়। তবে নতুন আপডেটে এই ল্যাটেন্সি অনেক কমিয়ে আনা হবে।
এগুলোর মধ্যে হেড গেসচার ও ভয়েস আইসোলেসন ফিচারটি শুধু এয়ারপডস প্রো ২ মডেলে পাওয়া যাবে। তবে গেমিংয়ের জন্য স্পেশিয়াল অডিও ফিচারটি অনেকগুলো এয়ারপডস মডেলেই পাওয়া যাবে।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১০ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৬ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে