প্রযুক্তি ডেস্ক

পিক্সেল ৮ সিরিজ আনছে গুগল। কেমন হতে পারে গুগলের নতুন সিরিজের ফোনগুলো তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। গুগল বিগত কয়েকটি সিরিজে প্রতিবারই কোনো না কোনো বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। সম্প্রতি, টুইটারের নির্ভরযোগ্য একটি সূত্র পিক্সেল ৮ সিরিজের কিছু ছবি ফাঁস করে। এ ছাড়া, অনলাইনের বিভিন্ন সূত্রে ফাঁস হয়েছে এর সম্ভাব্য কনফিগারেশন সম্পর্কে নানা তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুইফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সংস্করণে কার্ভড ডিসপ্লে ব্যবহার করতে পারে এমন অনুমান করেছিলেন অনেকে। তবে একই রকম ফ্ল্যাট ডিসপ্লেতেই থাকছে গুগল। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকছে ৬ দশমিক ৫২ ইঞ্চির ২২৬৮*১০৮০ রেজ্যুলেশনের ডিসপ্লে। ফোনের সামনে একটি পাঞ্চহোল ক্যামেরা রয়েছে। আগের পিক্সেল ৭ সিরিজের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন মডেলটির।
গুগল পিক্সেল ৮ প্রো মডেলে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে টেনসর জি৩। যার ইন্টারনাল কোড নেম ‘জুমা’। এ নিয়ে গুগল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফোনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি। ভলিউম ও পাওয়ার বাটন থাকছে ফোনের ডান দিকে। ফোনের নিচের দিকে থাকছে ইউএসবি সি পোর্ট এবং স্পিকার কাট আউট। ক্যামেরা বা স্টোরেজ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ৮-এ থাকতে পারে ‘ভিডিও আনব্লার’ টুল। যার মাধ্যমে পিক্সেলে তোলা ভিডিও ঝাপসা হলেও তা ঝকঝকে করে দেবে এই টুল। মেশিন লার্নিং এ সাহায্যে এই টুলটি ঝাপসা ভিডিওকে আরও স্পষ্ট করে তুলবে। ফোনটি কবে বাজারে আসছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
এদিকে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের ফোল্ডেবল ফোন- পিক্সেল ফোল্ড।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ।

পিক্সেল ৮ সিরিজ আনছে গুগল। কেমন হতে পারে গুগলের নতুন সিরিজের ফোনগুলো তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। গুগল বিগত কয়েকটি সিরিজে প্রতিবারই কোনো না কোনো বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। সম্প্রতি, টুইটারের নির্ভরযোগ্য একটি সূত্র পিক্সেল ৮ সিরিজের কিছু ছবি ফাঁস করে। এ ছাড়া, অনলাইনের বিভিন্ন সূত্রে ফাঁস হয়েছে এর সম্ভাব্য কনফিগারেশন সম্পর্কে নানা তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুইফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সংস্করণে কার্ভড ডিসপ্লে ব্যবহার করতে পারে এমন অনুমান করেছিলেন অনেকে। তবে একই রকম ফ্ল্যাট ডিসপ্লেতেই থাকছে গুগল। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকছে ৬ দশমিক ৫২ ইঞ্চির ২২৬৮*১০৮০ রেজ্যুলেশনের ডিসপ্লে। ফোনের সামনে একটি পাঞ্চহোল ক্যামেরা রয়েছে। আগের পিক্সেল ৭ সিরিজের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন মডেলটির।
গুগল পিক্সেল ৮ প্রো মডেলে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে টেনসর জি৩। যার ইন্টারনাল কোড নেম ‘জুমা’। এ নিয়ে গুগল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফোনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি। ভলিউম ও পাওয়ার বাটন থাকছে ফোনের ডান দিকে। ফোনের নিচের দিকে থাকছে ইউএসবি সি পোর্ট এবং স্পিকার কাট আউট। ক্যামেরা বা স্টোরেজ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ৮-এ থাকতে পারে ‘ভিডিও আনব্লার’ টুল। যার মাধ্যমে পিক্সেলে তোলা ভিডিও ঝাপসা হলেও তা ঝকঝকে করে দেবে এই টুল। মেশিন লার্নিং এ সাহায্যে এই টুলটি ঝাপসা ভিডিওকে আরও স্পষ্ট করে তুলবে। ফোনটি কবে বাজারে আসছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
এদিকে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের ফোল্ডেবল ফোন- পিক্সেল ফোল্ড।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ।

বর্তমানে গ্রিনল্যান্ডে চলছে হাড়কাঁপানো শীত। বছরের এ সময়ে আর্কটিকের এই বিশাল দ্বীপ প্রায় ২৪ ঘণ্টা অন্ধকারের চাদরে ঢাকা থাকে। কিন্তু এই হিমশীতল নীরবতা ভেঙে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ৫৬ হাজার জনসংখ্যার দ্বীপটি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর ‘গ্রিনল্যান্ড প্রয়োজন’।
৬ ঘণ্টা আগে
বর্তমান যুগে মানুষ বই পড়ার চেয়ে স্ক্রিনে স্ক্রল করতে বেশি অভ্যস্ত। এমন সময়ও প্যারিস শহরের মাঝখানে সেইন নদীর ধারে টিকে আছে সাড়ে চার শ বছরের বেশি পুরোনো এক বইয়ের বাজার। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই বাজারে যাঁরা বই বিক্রি করেন, তাঁদের বলা হয় বুকিনিস্ত। পেশাটির সঙ্গে যুক্ত মানুষের কাছে এটি শুধু জীবিকা...
১৩ ঘণ্টা আগে
আজকাল জীবন ও জীবিকার তাগিদে, পড়াশোনা, এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ এসব নিয়ে পরিবারের প্রায় সব সদস্যদের ছুটতে দেখা যায়। দিনশেষে এক হলে বাহ্যিক প্রয়োজনের খবর নেওয়া হলেও মনের খবর নেওয়ার সময় কই। ব্যস্ততার কারণে বাড়তে থাকা দূরত্বের ফলে সন্তানেরা বাবা-মায়ের কাছে মনের কথা বলতে পারছে না। এমনকি পরিবারের
১৩ ঘণ্টা আগে
কম তেলে দ্রুত রান্নার জন্য এখন অনেক ঘরে এয়ার ফ্রায়ার ব্যবহার করা হচ্ছে। তবে তেল কম লাগলেও রান্নার সময় ভেতরে চর্বি, তেলের আস্তরণ ও খাবারের কণা জমে যায়। নিয়মিত পরিষ্কার না করলে এয়ার ফ্রায়ার থেকে দুর্গন্ধ বের হতে পারে এবং রান্নার মানও নষ্ট হয়। ভালো খবর হলো, ওভেনের তুলনায় এটি পরিষ্কার করা অনেক সহজ...
১৫ ঘণ্টা আগে