
পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।

পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৩৫ মিনিট আগে
হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
১ ঘণ্টা আগে
কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৭ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৯ ঘণ্টা আগে