
আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৩ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৪ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৪ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৫ ঘণ্টা আগে