
আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১১ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১২ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৪ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১৮ ঘণ্টা আগে