ফিচার ডেস্ক

ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।

মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।

সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।

এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।

পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স

ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।

মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।

সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।

এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।

পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
৪ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
৬ ঘণ্টা আগে