Ajker Patrika

খাবার বলে দেয় ব্যক্তিত্বের কথা

জীবনধারা ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২৪, ১২: ৩১
খাবার বলে দেয় ব্যক্তিত্বের কথা

সবাই কি একই ধরনের খাবার খেতে ভালোবাসেন? মোটেও না। কারও প্রিয় মিষ্টিজাতীয় খাবার, আবার কারও ভীষণ টক। কারও আবার একটু তেতো স্বাদের খাবার খেতেই ভালো লাগে। কিন্তু কার কেমন খাবার পছন্দ এবং কে কী খেতে ভালোবাসেন—তা দিয়েই কিন্তু বোঝা যায় ব্যক্তিমানুষ হিসেবে তিনি কেমন। বিশ্বাস হচ্ছে না তো, তাহলে এক ঝলক দেখেই নিন না!

যদি ঝাল প্রিয় হয়
ঠোঁট পুড়ে গেলেও ঝাল খাবারই যাঁদের কাছে সবচেয়ে প্রিয়, তাঁদের বেলায় বলতে হয় যে জীবনে একটু ঝুঁকি নিয়েই বাঁচতে ভালোবাসেন তাঁরা। ঝাল খাবার মানেই চোখে, নাকে জল আর জিবে জ্বালাপোড়া হলেও ঝালপ্রেমীদের কাছে সেটাই বিলাসিতা। আর তাই তো পথের ধারে ফুচকা খেতে গেলেও তাঁরা বলেন, ‘ঝাল একটু বেশিই চাই!’

ছবি সৌজন্য—সারাহ জীনাতটক–মিষ্টির মিলমিশ হলে
মিষ্টিজাতীয় খাবার একটু আয়েশ করে বসেই খেতে ভালোবাসে মানুষ। অন্যদিকে শরীর খারাপ, অস্থিরতা দূর করার সময়ই টক খাবার বেশি খাওয়া হয়। ফলে কারও যদি টক–মিষ্টি খাবার একসঙ্গে খেতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে এ ধরনের মানুষ খুব সহজেই অস্থিরতায় ভোগেন ও দ্রুত সমস্যার সমাধান খোঁজেন। 

ছবি: পেক্সেলসনতুন স্বাদের সন্ধানে থাকেন যাঁরা
রেস্তোরাঁয় গিয়ে যাঁরা ‘সেইফ ফুড’ অর্ডার না দিয়ে ফিউশন ঘরানার খাবার খোঁজেন, তাঁদের বলা হয় রিস্ক টেকার। অর্থাৎ জীবনে নতুন কোনো অভিজ্ঞতা হলে তাঁরা ভড়কে না গিয়ে বরং মুখোমুখি হন।  

ছবি: পেক্সেলসপিৎজার নাম শুনলেই মন নেচে ওঠে?
বিকেলে অফিসের কাজে মুখ গুঁজে আছেন, এই সময় যদি আশপাশ থেকে কেউ বলে ওঠে ‘পিৎজ্জা অর্ডার করি?’ তক্ষুনি কি আপনার চোখ–মুখ থেকে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়? তাহলে বোঝাই যাচ্ছে আপনি একজন বহির্মুখী স্বভাবের মানুষ। পিৎজাকে বলা হয় পার্টি ফুড। দামও হাতের নাগালে, কয়েকজন মিলে হইহই করে খাওয়াও যায়। ফলে একটা পিৎজা অর্ডার করলেই আড্ডা জমে ওঠে অনায়েসে। 

ছবি সৌজন্য: অভিজিৎ দাসঐতিহ্য়বাহী খাবার খেতে ভালোবাসলে
যাঁরা নিজেদের দেশের বা অঞ্চলের ঐতিহ্য়বাহী খাবার খেতে পছন্দ করেন, তাঁরা মূলত নিজের শেকড়কে অনেক বেশি প্রাধান্য দেন। এ ধরনের মানুষেরা নিজের পরিবার, পরিবারিক মূল্যবোধ ও নিজেদের সংস্কৃতিকে সব সময়ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।  

ছবি সৌজন্য: স্বপ্না মণ্ডলমিষ্টি হলে আর কিছুই লাগে না
কারও মিষ্টিজাতীয় খাবার প্রিয় মানে হলো, মানুষ হিসেবেও তিনি দারুণ মিষ্টি স্বভাবের। গবেষণায় দেখা গেছে, যাঁদের সুইট ক্রেভিং হয়, তাঁরা তুলনামূলক বেশি ইতিবাচক, বন্ধুত্বপরায়ণ, শান্ত ও মিশুক।

ছবি: পেক্সেলসপ্রিয় ডেজার্ট আইসক্রিম?
যাঁরা আইসক্রিম খেতে ভালোবাসেন, তাঁদের মধ্য়ে শিশুসুলভ ব্যবহার ও নিষ্পাপ আচরণ লক্ষ করা যায়। মানে আপাদমস্তক একেবারেই নির্ভেজাল এরা। 

ছবি: আজকের পত্রিকাশাকসবজিতে মানা নেই যাঁর
পাতে শাকসবজি তুলে নিতে ও দিতে যাঁদের একটুও আপত্তি নেই, তাঁরা মূলত স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। সুস্থতাই তাঁদের জীবনের মূল লক্ষ্য থাকে।

ছবি: পেক্সেলসস্মুদি বা শেক না হলে কাজ জমে না?
ক্লাস বা অফিসে যাওয়ার আগে বা কাজ করতে করতে স্মুদি বা শেকের গ্লাসে চুমুক না দিলে যাঁরা শক্তি খুঁজে পান না, তাঁদের বলা হয় মাল্টিটাস্কার। একসঙ্গে একাধিক কাজ করতে তাঁরা পারদর্শী। 

ছবি: পেক্সেলসকফিপ্রেমীরা প্রশান্তিই খোঁজেন
কাজের চাপ, রিল্যাক্সেশন, নতুন কোনো কাজের শুরুতে যাঁদের একটু ভালো মানের কফিতে চুমুক দিতে মন চায়, বুঝতে হবে তাঁরা তৃপ্তি আর প্রশান্তিই খুঁজে বেড়ান সব সময়। 

সূত্র: স্টারস ইনসাইডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত