সানজিদা সামরিন, ঢাকা

২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের ছবিগুলো তখনই বেশ প্রিয় হয়ে উঠেছিল নেটিজেনদের কাছে। সোনাক্ষীর বিয়ের সাজে ছিল না আতিশয্য। বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। কেবল আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ে-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দুজনই। এভাবেই কাটিয়ে ফেললেন একটি বছর। দীর্ঘ আট বছরের প্রেম ও এক বছরের দাম্পত্য নিয়ে এই যুগল বেশ খুশি। ভক্তদেরও তাঁরা জানিয়েছেন সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখার মন্ত্র। সোনাক্ষী ও জাহিরের বিবাহবার্ষিকীতে জেনে নিতে পারেন দাম্পত্য বিষয়ে তাঁদের দেওয়া কয়েকটি টিপস।

বলিউডে দুজনেরই প্রত্যাবর্তন হয়েছিল সালমান খানের হাত ধরে। পরে তাঁরা হয়ে উঠলেন দুজনের প্রাণের বন্ধু। দুজনের ধর্ম ভিন্ন হওয়ায় সোনাক্ষীর পরিবারের এই বিয়েতে মত ছিল না। পরে তাঁরাই মানিয়ে নেন পরিবারকে। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সোনাক্ষী বা জাহিরের কাউকেই নিজ ধর্ম পরিবর্তন করতে হবে না। এই বিয়ে আইন স্বীকৃত ও দাম্পত্য়ে দুজনেরই সমান অধিকার থাকবে। সোনাক্ষীর ভাষ্য়, ‘ধর্ম-জাতি সবকিছুর ঊর্ধ্বে কিন্তু ভালোবাসা। এই নীতিতে বিশ্বাসী হলে সব প্রেমিক যুগলই জীবনে জয়ী হতে পারে।’

সোনাক্ষী ও জাহির মনে করেন, দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, দুজনের ভিন্নতাকে সাদরে গ্রহণ করে নেওয়া। আর এটা করতে পারলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। মতের অমিল থাকতেই পারে। তাতে ভালোবাসা কমে যায় না। দুজন মানুষকে সব সময় একই কাতারে দাঁড়িয়ে ভাবতে হবে, এমনটাও তাঁরা মনে করেন না।

২০১৭ সাল থেকে তাঁরা ডেটিং শুরু করেন। আর এখন বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের ভাষ্য, নিগূঢ় বন্ধুত্বই তাঁদের এই সম্পর্কে মূল ভিত্তি। ভালোবাসা রাতারাতি গড়ে ওঠে না। একে ধীরে ধীরে বেড়ে উঠতে দিতে হয়, সময় দিতে হয়। আর সম্পর্কের প্রতি যত্নশীল হলেই সম্পর্কের ভিত্তি পোক্ত হতে পারে।

বিয়ের আগপর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে দুজনের কেউই মুখ খোলেননি। বিয়ের কয়েক মাস আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করলেও তাঁরা যে প্রেমে রয়েছেন, তা কাউকেই জানাননি। সোনাক্ষীর মতে, সম্পর্ক হওয়ার পর তা নিয়ে কথা বলাটা তাঁর পছন্দ নয়। এতে সম্পর্কের ক্ষতি হতে পারে। তবে বিয়ের পর নিজেদের আনন্দের মুহূর্তগুলোকে সামাজিক মাধ্যমে স্মৃতি হিসেবে রাখতে তাঁর অবশ্যই আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের অনীহার কারণে। অনেকে আবার নিজের সঙ্গীকে সেভাবে ধারণ করতে পারেন না। কিন্তু সুখী দাম্পত্য জীবন কাটাতে চাইলে দুজনেরই উচিত জীবনকে সেলিব্রেট করা। তাঁদের মতে, নিজেদের সঙ্গে নিজেদের জীবন ভাগাভাগি করে নেওয়ার নামই ভালোবাসা!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাঁদের বিয়ের ছবিগুলো তখনই বেশ প্রিয় হয়ে উঠেছিল নেটিজেনদের কাছে। সোনাক্ষীর বিয়ের সাজে ছিল না আতিশয্য। বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। কেবল আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ে-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দুজনই। এভাবেই কাটিয়ে ফেললেন একটি বছর। দীর্ঘ আট বছরের প্রেম ও এক বছরের দাম্পত্য নিয়ে এই যুগল বেশ খুশি। ভক্তদেরও তাঁরা জানিয়েছেন সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখার মন্ত্র। সোনাক্ষী ও জাহিরের বিবাহবার্ষিকীতে জেনে নিতে পারেন দাম্পত্য বিষয়ে তাঁদের দেওয়া কয়েকটি টিপস।

বলিউডে দুজনেরই প্রত্যাবর্তন হয়েছিল সালমান খানের হাত ধরে। পরে তাঁরা হয়ে উঠলেন দুজনের প্রাণের বন্ধু। দুজনের ধর্ম ভিন্ন হওয়ায় সোনাক্ষীর পরিবারের এই বিয়েতে মত ছিল না। পরে তাঁরাই মানিয়ে নেন পরিবারকে। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সোনাক্ষী বা জাহিরের কাউকেই নিজ ধর্ম পরিবর্তন করতে হবে না। এই বিয়ে আইন স্বীকৃত ও দাম্পত্য়ে দুজনেরই সমান অধিকার থাকবে। সোনাক্ষীর ভাষ্য়, ‘ধর্ম-জাতি সবকিছুর ঊর্ধ্বে কিন্তু ভালোবাসা। এই নীতিতে বিশ্বাসী হলে সব প্রেমিক যুগলই জীবনে জয়ী হতে পারে।’

সোনাক্ষী ও জাহির মনে করেন, দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, দুজনের ভিন্নতাকে সাদরে গ্রহণ করে নেওয়া। আর এটা করতে পারলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। মতের অমিল থাকতেই পারে। তাতে ভালোবাসা কমে যায় না। দুজন মানুষকে সব সময় একই কাতারে দাঁড়িয়ে ভাবতে হবে, এমনটাও তাঁরা মনে করেন না।

২০১৭ সাল থেকে তাঁরা ডেটিং শুরু করেন। আর এখন বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের ভাষ্য, নিগূঢ় বন্ধুত্বই তাঁদের এই সম্পর্কে মূল ভিত্তি। ভালোবাসা রাতারাতি গড়ে ওঠে না। একে ধীরে ধীরে বেড়ে উঠতে দিতে হয়, সময় দিতে হয়। আর সম্পর্কের প্রতি যত্নশীল হলেই সম্পর্কের ভিত্তি পোক্ত হতে পারে।

বিয়ের আগপর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে দুজনের কেউই মুখ খোলেননি। বিয়ের কয়েক মাস আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করলেও তাঁরা যে প্রেমে রয়েছেন, তা কাউকেই জানাননি। সোনাক্ষীর মতে, সম্পর্ক হওয়ার পর তা নিয়ে কথা বলাটা তাঁর পছন্দ নয়। এতে সম্পর্কের ক্ষতি হতে পারে। তবে বিয়ের পর নিজেদের আনন্দের মুহূর্তগুলোকে সামাজিক মাধ্যমে স্মৃতি হিসেবে রাখতে তাঁর অবশ্যই আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের অনীহার কারণে। অনেকে আবার নিজের সঙ্গীকে সেভাবে ধারণ করতে পারেন না। কিন্তু সুখী দাম্পত্য জীবন কাটাতে চাইলে দুজনেরই উচিত জীবনকে সেলিব্রেট করা। তাঁদের মতে, নিজেদের সঙ্গে নিজেদের জীবন ভাগাভাগি করে নেওয়ার নামই ভালোবাসা!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
৪ ঘণ্টা আগে
শিশু সদ্যই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছে। সকাল, দুপুর কিংবা বিকেলে নানা ধরনের খাবারের সঙ্গে তো তাকে পরিচয় করিয়ে দিতে হবে, পাশাপাশি এসব খাবারের পুষ্টিগুণও যাচাই করতে হবে। আবার সুস্বাদু না হলে সবকিছুই বরবাদ। এ সবই পূরণ হবে এক প্যান কেকে। শিশুকে তৈরি করে দিন বিভিন্ন স্বাদের এই প্যান কেক। কীভাবে...
৬ ঘণ্টা আগে
কনফিডেন্স আপনার আকাশছোঁয়া। তবে খেয়াল রাখবেন, কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সে না বদলে যায়। বসের ভুল ধরতে যাবেন না। কারণ, ‘বস ইজ অলওয়েজ রাইট’, বিশেষ করে যখন মাসের শেষ! সঙ্গীর সঙ্গে তর্কে জেতার চেষ্টা করবেন না। মনে রাখবেন, শান্তিতে ডাল-ভাত খাওয়া, ঝগড়া করে বিরিয়ানি খাওয়ার চেয়ে ভালো।
৬ ঘণ্টা আগে