
অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।
বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।
সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।
ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’
ভিডিওতে শাহরুখ জানান, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’
বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’
ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’
আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’
শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’
তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।
প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।

অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।
বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।
সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।
ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’
ভিডিওতে শাহরুখ জানান, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি বলেন, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’
বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’
ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’
আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’
শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’
তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।
প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
৬ ঘণ্টা আগে
দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধ চলতে থাকে। তবে এমন পরিস্থিতিতে অনেক স্ত্রীর অভিযোগ, রাগ বা অভিমান করলে তাদের স্বামী নীরব হয়ে যায়। বাইরে থেকে এটি উদাসীনতা বা অনুভূতি প্রকাশ না করা মনে হলেও, মনোবিজ্ঞান বলছে, বিষয়টি সব সময় তেমন নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা আসলে পুরুষদের মস্তিষ্কের একটি স্বাভাবিক
৮ ঘণ্টা আগে
বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
১৪ ঘণ্টা আগে