মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

শীতের হিমেল হাওয়া থেকে বাঁচতে বাইকারদের পোশাক নিয়ে থাকতে হয় সচেতন। তাই এ সময় বাইকারদের পোশাকে আসে বিশেষ পরিবর্তন। বাইকারদের পোশাক যেমন শীত নিবারক হতে হয়, তেমনি হতে হয় আরামদায়ক। কী কী থাকবে সে পোশাকে?
জ্যাকেট
এ সময় বাইকারদের জন্য আদর্শ পোশাক হলো রাইডিং জ্যাকেট। ভেড়া বা কৃত্রিম চামড়া থেকে তৈরি করা হয় এগুলো। তবে লাইনার অথবা ইনার দেওয়া জ্যাকেট ব্যবহার করেন অনেকে। লাইনার বা ইনার কিছুটা রেক্সিনের মতো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি। এটি জ্যাকেটের সঙ্গে লাগানো থাকে। গরম বোধ করলে ইনার খুলে শুধু জ্যাকেট পরা যাবে।
গ্লাভস
সাধারণত হাতের তাপ সহজে কমে না। কিন্তু একবার কমতে থাকলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই শীতে বাইক চালানোর সময় হাত ঠান্ডা হওয়া থেকে রক্ষা করতে এবং তাপমাত্রা ধরে রাখতে গ্লাভস ব্যবহার করতে হবে। মিটেনস বা আঙুল আধা ঢাকা এবং আঙুলসহ পুরো হাত ঢাকা—দুই ধরনের গ্লাভস পাওয়া যায় বাইকারদের জন্য। শীতে দরকার পুরো আঙুল ঢাকা গ্লাভস।
জুতা ও মোজা
শুধু জুতা পরে শরীরের তাপ ধরে রাখা সম্ভব হয় না। তাই জুতার সঙ্গে অবশ্যই মোজা পরতে হবে। সুতির মোজা আরামদায়ক। আর বাইক চালানোর জুতা হিসেবে বুট বা স্নিকার্স (প্রচলিত কেডস) ভালো।
চেস্ট প্রটেক্টর
অনেক সময় জ্যাকেট, সোয়েটার বা চাদর বাতাস ঠেকাতে পারে না। তখন চেস্ট প্রটেক্টর ব্যবহার করতে হয়। জ্যাকেটের পিঠ সামনের দিকে রেখে চেইন পেছনে রাখলে যে অবস্থা হয়, চেস্ট প্রটেক্টর সে রকম। তবে সোয়েটার, শার্ট বা চাদরের নিচে ব্যবহার করা হয় বলে এগুলো হাফহাতা হয়ে থাকে। রেক্সিন বা লেদারের তৈরি চেস্ট প্রটেক্টর ব্যবহার করা ভালো।

হেলমেট
শীত, গ্রীষ্ম, বর্ষা—ঋতু যা-ই হোক না কেন, হেলমেট বাইকারদের জন্য অপরিহার্য। এটি যেমন বাইকারদের দুর্ঘটনার ক্ষতি থেকে অনেকটা রক্ষা করতে পারে, তেমনি শীতের হিমেল হাওয়া থেকেও। সামনে ভিজরস বা হালকা গ্লাসযুক্ত হেলমেট ব্যবহার করলে মাথা ও কানের সঙ্গে আপনার মুখমণ্ডলও ঠান্ডা থেকে সুরক্ষিত থাকবে।
কোথায় পাবেন
ঢাকার মিরপুর ১০, আগারগাঁওয়ের ৬০ ফুট, বংশাল, হাজারীবাগ এবং বসুন্ধরা সিটির বিপরীতে বেশ কিছু দোকানে বাইকারদের প্রায় সব অনুষঙ্গ পাওয়া যায়। এ ছাড়া ঢাকা শহরে বেশ কিছু অভিজাত আউটলেট আছে এসব বিক্রির। সেগুলোতে গুণগত অনুষঙ্গ পাওয়া যায়। তা ছাড়া ঢাকার বাইরের যেকোনো জেলা শহরেও খুঁজলে পাওয়া যাবে বাইকারদের প্রায় সব অনুষঙ্গ।
দরদাম
গুণগত মান অনুযায়ী রাইডিং জ্যাকেট ৪ হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাবে। আর গ্লাভস ৪০০ থেকে ৮ হাজার টাকায়। ভালো হেলমেটের দাম শুরু হয় প্রায় ৪ হাজার টাকা থেকে। চেস্ট প্রটেক্টর পাওয়া যায় ১ হাজার টাকার মধ্যে।

শীতের হিমেল হাওয়া থেকে বাঁচতে বাইকারদের পোশাক নিয়ে থাকতে হয় সচেতন। তাই এ সময় বাইকারদের পোশাকে আসে বিশেষ পরিবর্তন। বাইকারদের পোশাক যেমন শীত নিবারক হতে হয়, তেমনি হতে হয় আরামদায়ক। কী কী থাকবে সে পোশাকে?
জ্যাকেট
এ সময় বাইকারদের জন্য আদর্শ পোশাক হলো রাইডিং জ্যাকেট। ভেড়া বা কৃত্রিম চামড়া থেকে তৈরি করা হয় এগুলো। তবে লাইনার অথবা ইনার দেওয়া জ্যাকেট ব্যবহার করেন অনেকে। লাইনার বা ইনার কিছুটা রেক্সিনের মতো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি। এটি জ্যাকেটের সঙ্গে লাগানো থাকে। গরম বোধ করলে ইনার খুলে শুধু জ্যাকেট পরা যাবে।
গ্লাভস
সাধারণত হাতের তাপ সহজে কমে না। কিন্তু একবার কমতে থাকলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই শীতে বাইক চালানোর সময় হাত ঠান্ডা হওয়া থেকে রক্ষা করতে এবং তাপমাত্রা ধরে রাখতে গ্লাভস ব্যবহার করতে হবে। মিটেনস বা আঙুল আধা ঢাকা এবং আঙুলসহ পুরো হাত ঢাকা—দুই ধরনের গ্লাভস পাওয়া যায় বাইকারদের জন্য। শীতে দরকার পুরো আঙুল ঢাকা গ্লাভস।
জুতা ও মোজা
শুধু জুতা পরে শরীরের তাপ ধরে রাখা সম্ভব হয় না। তাই জুতার সঙ্গে অবশ্যই মোজা পরতে হবে। সুতির মোজা আরামদায়ক। আর বাইক চালানোর জুতা হিসেবে বুট বা স্নিকার্স (প্রচলিত কেডস) ভালো।
চেস্ট প্রটেক্টর
অনেক সময় জ্যাকেট, সোয়েটার বা চাদর বাতাস ঠেকাতে পারে না। তখন চেস্ট প্রটেক্টর ব্যবহার করতে হয়। জ্যাকেটের পিঠ সামনের দিকে রেখে চেইন পেছনে রাখলে যে অবস্থা হয়, চেস্ট প্রটেক্টর সে রকম। তবে সোয়েটার, শার্ট বা চাদরের নিচে ব্যবহার করা হয় বলে এগুলো হাফহাতা হয়ে থাকে। রেক্সিন বা লেদারের তৈরি চেস্ট প্রটেক্টর ব্যবহার করা ভালো।

হেলমেট
শীত, গ্রীষ্ম, বর্ষা—ঋতু যা-ই হোক না কেন, হেলমেট বাইকারদের জন্য অপরিহার্য। এটি যেমন বাইকারদের দুর্ঘটনার ক্ষতি থেকে অনেকটা রক্ষা করতে পারে, তেমনি শীতের হিমেল হাওয়া থেকেও। সামনে ভিজরস বা হালকা গ্লাসযুক্ত হেলমেট ব্যবহার করলে মাথা ও কানের সঙ্গে আপনার মুখমণ্ডলও ঠান্ডা থেকে সুরক্ষিত থাকবে।
কোথায় পাবেন
ঢাকার মিরপুর ১০, আগারগাঁওয়ের ৬০ ফুট, বংশাল, হাজারীবাগ এবং বসুন্ধরা সিটির বিপরীতে বেশ কিছু দোকানে বাইকারদের প্রায় সব অনুষঙ্গ পাওয়া যায়। এ ছাড়া ঢাকা শহরে বেশ কিছু অভিজাত আউটলেট আছে এসব বিক্রির। সেগুলোতে গুণগত অনুষঙ্গ পাওয়া যায়। তা ছাড়া ঢাকার বাইরের যেকোনো জেলা শহরেও খুঁজলে পাওয়া যাবে বাইকারদের প্রায় সব অনুষঙ্গ।
দরদাম
গুণগত মান অনুযায়ী রাইডিং জ্যাকেট ৪ হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাবে। আর গ্লাভস ৪০০ থেকে ৮ হাজার টাকায়। ভালো হেলমেটের দাম শুরু হয় প্রায় ৪ হাজার টাকা থেকে। চেস্ট প্রটেক্টর পাওয়া যায় ১ হাজার টাকার মধ্যে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
৮ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৪ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৬ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
২০ ঘণ্টা আগে