ফিচার ডেস্ক
ধরুন, একটা ক্যাপ আপনার ভীষণ ভালো লাগল; কিংবা একটা সানগ্লাস। আবার হতে পারে আলমারিতে পাট পাট করে গুছিয়ে রাখা শাড়ি থাকলেও নতুন শাড়ি দেখেই ভালো লেগে গেল।
এসব ক্ষেত্রে প্রথমে দেখবেন দাম। দেখে অবশ্যই মাথায় আসবে ‘আচ্ছা, অ্যাকাউন্টে কত টাকা আছে?’ নিজেকে এ প্রশ্ন করা খুবই স্বাভাবিক। তবে সাধ্যের মধ্যে শখ পূরণ করে বেঁচে থাকাটাও জরুরি। যাঁরা সাধ্যের মধ্যে ভালো থাকতে চান তাঁদের কিছুটা সাশ্রয়ী হতে হয়। তবে সাশ্রয়ী হয়েও নিজেকে সবার সামনে উপস্থাপন করতে একটু বুদ্ধি খাটালেই কাজ হয়ে যায়।
কাপড়ের রং ও উপাদান
কাপড়ের ক্ষেত্রে কালো রংকে প্রাধান্য দেওয়া যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে কালো পোশাক কমনীয়তার প্রকাশ ঘটায়। খুব চটকদার না হয়ে সমৃদ্ধির পরামর্শ দেয়। আউটলুকের জন্য কাপড়ের ধরন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কাপড়, যেমন তুলা, উল, সিল্ক ও লিনেন শরীরে ভালোভাবে ঝুলে থাকে। অন্যদিকে পলিয়েস্টার, নাইলন ও রেয়নের মতো সিনথেটিক কাপড় একটু বিলাসবহুল। প্রাকৃতিক কাপড়ের সঙ্গে সিনথেটিক কাপড় মেশানোর ফলে শৈলীর সমস্যা হতে পারে। পরিমার্জিত চেহারার জন্য প্রাকৃতিক কাপড় বেছে নেওয়া যেতে পারে।
গুণমানে বিনিয়োগ, পরিমাণে নয়
খরচের পরিমাণের চেয়ে গুণমানকে অগ্রাধিকার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সস্তা জামাকাপড় পূর্ণ একটি ওয়ার্ডরোবের চেয়ে কয়েকটি ভালো মানের কাপড় রাখা বেশি গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক আইটেম কেনা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় বিশেষ অফারে থাকা জিনিসের মান খুব একটা ভালো হয় না। বহুভাবে ব্যবহার করা যায়, এমন কাপড় বেছে নিন। পরিমাণে সীমিত হলেও জিনিসগুলো বেশির ভাগ সময়েই স্টাইলিশ হয়। যেমন অফিস থেকে শুরু করে নৈমিত্তিক আউটিংয়ের জন্য বিভিন্ন আউটফিটের সঙ্গে মানানসই এক জোড়া জিনসের জুতা রাখুন সংগ্রহে। কিংবা নিরপেক্ষ রঙের একটি ন্যাগ কিনুন, যেটি সবখানে ক্যারি করা যেতে পারে।
ড্রেসিংআপ আর্ট শিখুন
কোন অনুষ্ঠানে কোন ধরনের কাপড় পরে যাওয়া উচিত বা যেতে হবে, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি বোর্ড মিটিং, একটি এক্সক্লুসিভ ক্লাব কিংবা বন্ধুদের সঙ্গে আউটিংয়ে যাওয়ার ক্ষেত্রে জামাকাপড়ের ধরন আলাদা হবে। আবার পরিবারের সঙ্গে যা পরে ঘুরতে যাওয়া যায়, বন্ধুদের সঙ্গে তা পরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাও একধরনের শৈলীর মধ্যে পড়ে। এর মূল বিষয়গুলো বোঝা গুরুত্বপূর্ণ। ভালো মানের কাপড় এবং ক্ল্যাসিক শৈলীর সঙ্গে নিজেকে পরিচিত করে তুলতে হবে। কালো পোশাক, উপযোগী স্যুট, বোতাম-ডাউন শার্ট এবং মার্জিত কোটগুলোর মতো আইটেমগুলো কীভাবে পরতে হয়, তা শিখে ফেলতে হবে। ভালো পোশাক পরার কৌশল আয়ত্ত করা একজন মানুষকে পরিশীলিত এবং আড়ম্বর লুক দিতে পারে।
সূত্র: ফাইবার টু ফ্যাশান
ধরুন, একটা ক্যাপ আপনার ভীষণ ভালো লাগল; কিংবা একটা সানগ্লাস। আবার হতে পারে আলমারিতে পাট পাট করে গুছিয়ে রাখা শাড়ি থাকলেও নতুন শাড়ি দেখেই ভালো লেগে গেল।
এসব ক্ষেত্রে প্রথমে দেখবেন দাম। দেখে অবশ্যই মাথায় আসবে ‘আচ্ছা, অ্যাকাউন্টে কত টাকা আছে?’ নিজেকে এ প্রশ্ন করা খুবই স্বাভাবিক। তবে সাধ্যের মধ্যে শখ পূরণ করে বেঁচে থাকাটাও জরুরি। যাঁরা সাধ্যের মধ্যে ভালো থাকতে চান তাঁদের কিছুটা সাশ্রয়ী হতে হয়। তবে সাশ্রয়ী হয়েও নিজেকে সবার সামনে উপস্থাপন করতে একটু বুদ্ধি খাটালেই কাজ হয়ে যায়।
কাপড়ের রং ও উপাদান
কাপড়ের ক্ষেত্রে কালো রংকে প্রাধান্য দেওয়া যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে কালো পোশাক কমনীয়তার প্রকাশ ঘটায়। খুব চটকদার না হয়ে সমৃদ্ধির পরামর্শ দেয়। আউটলুকের জন্য কাপড়ের ধরন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কাপড়, যেমন তুলা, উল, সিল্ক ও লিনেন শরীরে ভালোভাবে ঝুলে থাকে। অন্যদিকে পলিয়েস্টার, নাইলন ও রেয়নের মতো সিনথেটিক কাপড় একটু বিলাসবহুল। প্রাকৃতিক কাপড়ের সঙ্গে সিনথেটিক কাপড় মেশানোর ফলে শৈলীর সমস্যা হতে পারে। পরিমার্জিত চেহারার জন্য প্রাকৃতিক কাপড় বেছে নেওয়া যেতে পারে।
গুণমানে বিনিয়োগ, পরিমাণে নয়
খরচের পরিমাণের চেয়ে গুণমানকে অগ্রাধিকার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সস্তা জামাকাপড় পূর্ণ একটি ওয়ার্ডরোবের চেয়ে কয়েকটি ভালো মানের কাপড় রাখা বেশি গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক আইটেম কেনা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় বিশেষ অফারে থাকা জিনিসের মান খুব একটা ভালো হয় না। বহুভাবে ব্যবহার করা যায়, এমন কাপড় বেছে নিন। পরিমাণে সীমিত হলেও জিনিসগুলো বেশির ভাগ সময়েই স্টাইলিশ হয়। যেমন অফিস থেকে শুরু করে নৈমিত্তিক আউটিংয়ের জন্য বিভিন্ন আউটফিটের সঙ্গে মানানসই এক জোড়া জিনসের জুতা রাখুন সংগ্রহে। কিংবা নিরপেক্ষ রঙের একটি ন্যাগ কিনুন, যেটি সবখানে ক্যারি করা যেতে পারে।
ড্রেসিংআপ আর্ট শিখুন
কোন অনুষ্ঠানে কোন ধরনের কাপড় পরে যাওয়া উচিত বা যেতে হবে, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি বোর্ড মিটিং, একটি এক্সক্লুসিভ ক্লাব কিংবা বন্ধুদের সঙ্গে আউটিংয়ে যাওয়ার ক্ষেত্রে জামাকাপড়ের ধরন আলাদা হবে। আবার পরিবারের সঙ্গে যা পরে ঘুরতে যাওয়া যায়, বন্ধুদের সঙ্গে তা পরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাও একধরনের শৈলীর মধ্যে পড়ে। এর মূল বিষয়গুলো বোঝা গুরুত্বপূর্ণ। ভালো মানের কাপড় এবং ক্ল্যাসিক শৈলীর সঙ্গে নিজেকে পরিচিত করে তুলতে হবে। কালো পোশাক, উপযোগী স্যুট, বোতাম-ডাউন শার্ট এবং মার্জিত কোটগুলোর মতো আইটেমগুলো কীভাবে পরতে হয়, তা শিখে ফেলতে হবে। ভালো পোশাক পরার কৌশল আয়ত্ত করা একজন মানুষকে পরিশীলিত এবং আড়ম্বর লুক দিতে পারে।
সূত্র: ফাইবার টু ফ্যাশান
ফ্যাশনের ধারণা কখনো এক জায়গায় আটকে থাকে না। প্রায় প্রতিবছর এর ভিন্নতা চোখে পড়ে। এতে শুধু যে নতুনত্ব যোগ হয়, তা কিন্তু নয়। অনেক সময় পুরোনো হারিয়ে যাওয়া ফ্যাশনও ফিরে আসে। এসব জটিলতার মিশেলে নতুন বছরের ফ্যাশন কেমন হবে? ডিজাইনারদের সঙ্গে কথা বলে সেটাই বোঝার চেষ্টা করা হয়েছে।
২ দিন আগেবিভিন্ন কারণে চুল পড়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু টিপস অনুসরণ করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।
২ দিন আগেকিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে...
২ দিন আগেঅনেক সময় প্রিয় অলংকারই হয়ে ওঠে শারীরিক অস্বস্তির কারণ। গয়না পরলেই ত্বক হয়ে ওঠে লালচে অথবা দেখা দেয় ছোট ছোট গুটি। কখনো আবার ফোসকাও পড়ে যায়। এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, আপনার গয়নায় অ্যালার্জি আছে। দীর্ঘ মেয়াদে এটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে। অনেক সময় সমস্যা এত বেশি হয় যে...
২ দিন আগে