সিয়াম মুনতাসির

শুরুর গল্প
ছদাহা ডটকম নামের সাইফুলের একটি স্বেচ্ছাসেবী কমিউনিটি প্ল্যাটফর্ম আছে। এর পথচলা শুরু ২০১৫ সালে। বিভিন্ন বিষয়ে প্রান্তিক ও অসহায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ নানান মৌলিক অধিকার পূরণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে সংগঠনটি। সেসব কাজ করতে গিয়ে চেনাজানা অনেকেরই অনুরোধ আসতে থাকে রক্ত বা রক্তদাতা জোগাড় করে দেওয়ার জন্য। স্বেচ্ছাসেবীরা সেই চেষ্টাও করতেন সাধ্যমতো। তবে ব্যর্থতার হার ছিল বেশি। পরিস্থিতি সামাল দিতে রক্তদানে টেকসই ও কার্যকর একটি সংগঠনের ভাবনা আসে সাইফুলের মনে। সময়ের সঙ্গে একটু একটু করে গুছিয়েও নেন সেই ভাবনা। এর মধ্য দিয়ে ২০১৮ সালে জন্ম হয় ভিন্ন একটি রক্তদাতা সংগঠনের—ব্লাড বোর্ড নামে।
পরিপূর্ণ হয়ে ওঠা
সেদিনের ঘটনা এখনো চোখে ভাসে সাইফুলের। ২০২০ সালের ১৫ মার্চ। তাঁর মা ভীষণ অসুস্থ। আইসিইউতে ভর্তি করাতে হবে। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সাইফুল। এমন সময় নিজ বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষকের ফোন আসে। তাঁর খুব কাছের এক স্বজনের চিকিৎসায় রক্ত প্রয়োজন। রোগীর কিছু ডোনারের খোঁজ মিলছে না দেখে আরও বেশি জটলা পেকেছে। শেষ ভরসা ব্লাড বোর্ড। এই অবস্থায় কিছুটা হকচকিয়ে গেলেন সাইফুল। মাকে বাঁচাবেন, নাকি মানুষ! দ্বিধা কাটিয়ে পরক্ষণেই তিনি সামলে নিলেন নিজেকে। দেরি না করে সংগঠনের প্রধান সমন্বয়ক ও নির্বাহী রিয়াদুল আলমের সঙ্গে মিলে খোঁজ শুরু করলেন রক্তদাতার। মিলেও যায় একসময়। পরে সেই রক্তদাতাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ক্ষান্ত হন তাঁরা।
মা ও মানুষের পরীক্ষায় সেদিন উতরে গিয়েছিলেন ঠিকই, তবে সংগঠনের কাজের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে লাগলেন সাইফুল। উদ্দেশ্য, অল্প সময় ও সহজ উপায়ে রোগী বা স্বজনদের কাছে রক্তদাতার খোঁজ পাওয়া। এর সহজ উপায় অনলাইন মাধ্যম। ওয়েবসাইট তো আগে থেকেই চালু ছিল। সেটিতে নতুন ও সহজ ফিচারগুলো এক এক করে জুড়তে থাকেন সাইফুল ও তাঁর দল। যার মধ্য দিয়ে ছবিসহ রক্তদাতাদের তথ্যগুলোর তালিকা আকারে খোঁজ মেলে ব্লাড বোর্ডের ওয়েবসাইটে। মর্জিমতো রক্তের গ্রুপ ও অঞ্চলভিত্তিক রক্তদাতা খোঁজারও সুযোগ রয়েছে এখানে। দাতাদের সবশেষ রক্তদানের দিনক্ষণ লেখা থাকায় বিষয়টি হয়ে উঠেছে আরও সহজ। একে তো জরুরি সময়ে সঠিক মানুষ খুঁজে পেতে ঝক্কিতে পড়ার বালাই নেই, তার ওপর খুদে বার্তা বা ফোনকলের মাধ্যমে চটজলদি যোগাযোগ সম্ভব রক্তদাতার সঙ্গে। এর মধ্য দিয়ে তৃতীয় কোনো পক্ষের সহায়তা ছাড়াই রক্তদাতা হাজির হবেন রোগীর জীবন বাঁচানোর তাগিদে। রক্তদাতার খোঁজ না মিললেও ভয় নেই। হটলাইনে কল করে স্বেচ্ছাসেবীদের সহায়তা নিয়েও রক্তদাতার খোঁজ মিলতে পারে। সেই সঙ্গে নানান স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড ব্যাংকসমেত থ্যালাসেমিয়া এবং রক্তদান বিষয়ে খুঁটিনাটি সেবা ও পরামর্শ মেলে ব্লাড বোর্ডে। সব মিলিয়ে পরিপূর্ণ একটি রক্তদান সেবা চালু করেছে সংগঠনটি।
ব্লাড বোর্ডের খুঁটিনাটি
মানবকল্যাণে সাইফুল তো আছেনই; সঙ্গে ব্লাড বোর্ড দেখভালের দায়িত্ব কাঁধে আছে আরও ছয় স্বেচ্ছাসেবীর। অন্য সংগঠন (ছদাহা ডটকম) থেকেও শতাধিক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করেন এতে। রাত-দিন এক করে যুক্ত রয়েছেন হাজারের মতো নিবন্ধিত রক্তদাতা। কমিউনিটি প্ল্যাটফর্মের আওতায় থাকা প্রায় ১৫ হাজার সদস্যের কথা ভুলে গেলে চলবে না। জরুরি প্রয়োজনে তাঁরাও সাড়া দেন রক্তদানে।
সব মিলিয়ে গেল চার বছরে সাড়ে তিন হাজার মানুষের জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন সাইফুল ও তাঁর সংগঠন। ব্লাড বোর্ড ওয়েবসাইট উন্নয়নে তহবিল দিয়ে সহায়তা করেন লন্ডনপ্রবাসী বেহজাদ শারমিন। রক্তদান ছাড়াও রক্তের গ্রুপ শনাক্ত ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি, পেশাজীবীদের রক্তের সহায়তা, রক্তদাতা সম্মাননা, বিশ্ব রক্তদাতা দিবস উদ্যাপনসহ নানান কর্মসূচি পরিচালনা করে থাকে সংগঠনটি।
সাইফুলের ইচ্ছা, রক্তদান ও গ্রহণকে খুব সহজ ও যুগোপযোগী করার জন্য চলমান ওয়েবসাইটকে ওয়েব পোর্টালে রূপান্তর করবেন। দেশের সব কটি ইউনিয়ন ও উপজেলার রক্তদাতারা সেখানে সংযুক্ত থাকবেন এবং সেসব প্রক্রিয়া তদারকি ও নিয়ন্ত্রণে কাজ করবে অঞ্চলভিত্তিক দলগুলো। চট্টগ্রামে রক্ত
নিয়ে কাজ করা সব ব্লাড ব্যাংক ও প্রতিষ্ঠানকে ব্লাড বোর্ডের সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা আছে তাঁর। ব্লাড বোর্ডের রক্তদান কর্মসূচি গতিশীল করে তুলতে চলছে একটি মানসম্মত অ্যাপস তৈরির উদ্যোগও।
পড়াশোনা আর সেবামূলক এসব কাজ নিয়ে ভালোই আছেন সাইফুল ইসলাম। তবে সংগঠনের কাজের চাপে মাঝে মাঝে সাইফুল নিজেই বিগড়ে যান।

শুরুর গল্প
ছদাহা ডটকম নামের সাইফুলের একটি স্বেচ্ছাসেবী কমিউনিটি প্ল্যাটফর্ম আছে। এর পথচলা শুরু ২০১৫ সালে। বিভিন্ন বিষয়ে প্রান্তিক ও অসহায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ নানান মৌলিক অধিকার পূরণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে সংগঠনটি। সেসব কাজ করতে গিয়ে চেনাজানা অনেকেরই অনুরোধ আসতে থাকে রক্ত বা রক্তদাতা জোগাড় করে দেওয়ার জন্য। স্বেচ্ছাসেবীরা সেই চেষ্টাও করতেন সাধ্যমতো। তবে ব্যর্থতার হার ছিল বেশি। পরিস্থিতি সামাল দিতে রক্তদানে টেকসই ও কার্যকর একটি সংগঠনের ভাবনা আসে সাইফুলের মনে। সময়ের সঙ্গে একটু একটু করে গুছিয়েও নেন সেই ভাবনা। এর মধ্য দিয়ে ২০১৮ সালে জন্ম হয় ভিন্ন একটি রক্তদাতা সংগঠনের—ব্লাড বোর্ড নামে।
পরিপূর্ণ হয়ে ওঠা
সেদিনের ঘটনা এখনো চোখে ভাসে সাইফুলের। ২০২০ সালের ১৫ মার্চ। তাঁর মা ভীষণ অসুস্থ। আইসিইউতে ভর্তি করাতে হবে। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সাইফুল। এমন সময় নিজ বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষকের ফোন আসে। তাঁর খুব কাছের এক স্বজনের চিকিৎসায় রক্ত প্রয়োজন। রোগীর কিছু ডোনারের খোঁজ মিলছে না দেখে আরও বেশি জটলা পেকেছে। শেষ ভরসা ব্লাড বোর্ড। এই অবস্থায় কিছুটা হকচকিয়ে গেলেন সাইফুল। মাকে বাঁচাবেন, নাকি মানুষ! দ্বিধা কাটিয়ে পরক্ষণেই তিনি সামলে নিলেন নিজেকে। দেরি না করে সংগঠনের প্রধান সমন্বয়ক ও নির্বাহী রিয়াদুল আলমের সঙ্গে মিলে খোঁজ শুরু করলেন রক্তদাতার। মিলেও যায় একসময়। পরে সেই রক্তদাতাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ক্ষান্ত হন তাঁরা।
মা ও মানুষের পরীক্ষায় সেদিন উতরে গিয়েছিলেন ঠিকই, তবে সংগঠনের কাজের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে লাগলেন সাইফুল। উদ্দেশ্য, অল্প সময় ও সহজ উপায়ে রোগী বা স্বজনদের কাছে রক্তদাতার খোঁজ পাওয়া। এর সহজ উপায় অনলাইন মাধ্যম। ওয়েবসাইট তো আগে থেকেই চালু ছিল। সেটিতে নতুন ও সহজ ফিচারগুলো এক এক করে জুড়তে থাকেন সাইফুল ও তাঁর দল। যার মধ্য দিয়ে ছবিসহ রক্তদাতাদের তথ্যগুলোর তালিকা আকারে খোঁজ মেলে ব্লাড বোর্ডের ওয়েবসাইটে। মর্জিমতো রক্তের গ্রুপ ও অঞ্চলভিত্তিক রক্তদাতা খোঁজারও সুযোগ রয়েছে এখানে। দাতাদের সবশেষ রক্তদানের দিনক্ষণ লেখা থাকায় বিষয়টি হয়ে উঠেছে আরও সহজ। একে তো জরুরি সময়ে সঠিক মানুষ খুঁজে পেতে ঝক্কিতে পড়ার বালাই নেই, তার ওপর খুদে বার্তা বা ফোনকলের মাধ্যমে চটজলদি যোগাযোগ সম্ভব রক্তদাতার সঙ্গে। এর মধ্য দিয়ে তৃতীয় কোনো পক্ষের সহায়তা ছাড়াই রক্তদাতা হাজির হবেন রোগীর জীবন বাঁচানোর তাগিদে। রক্তদাতার খোঁজ না মিললেও ভয় নেই। হটলাইনে কল করে স্বেচ্ছাসেবীদের সহায়তা নিয়েও রক্তদাতার খোঁজ মিলতে পারে। সেই সঙ্গে নানান স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড ব্যাংকসমেত থ্যালাসেমিয়া এবং রক্তদান বিষয়ে খুঁটিনাটি সেবা ও পরামর্শ মেলে ব্লাড বোর্ডে। সব মিলিয়ে পরিপূর্ণ একটি রক্তদান সেবা চালু করেছে সংগঠনটি।
ব্লাড বোর্ডের খুঁটিনাটি
মানবকল্যাণে সাইফুল তো আছেনই; সঙ্গে ব্লাড বোর্ড দেখভালের দায়িত্ব কাঁধে আছে আরও ছয় স্বেচ্ছাসেবীর। অন্য সংগঠন (ছদাহা ডটকম) থেকেও শতাধিক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করেন এতে। রাত-দিন এক করে যুক্ত রয়েছেন হাজারের মতো নিবন্ধিত রক্তদাতা। কমিউনিটি প্ল্যাটফর্মের আওতায় থাকা প্রায় ১৫ হাজার সদস্যের কথা ভুলে গেলে চলবে না। জরুরি প্রয়োজনে তাঁরাও সাড়া দেন রক্তদানে।
সব মিলিয়ে গেল চার বছরে সাড়ে তিন হাজার মানুষের জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন সাইফুল ও তাঁর সংগঠন। ব্লাড বোর্ড ওয়েবসাইট উন্নয়নে তহবিল দিয়ে সহায়তা করেন লন্ডনপ্রবাসী বেহজাদ শারমিন। রক্তদান ছাড়াও রক্তের গ্রুপ শনাক্ত ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি, পেশাজীবীদের রক্তের সহায়তা, রক্তদাতা সম্মাননা, বিশ্ব রক্তদাতা দিবস উদ্যাপনসহ নানান কর্মসূচি পরিচালনা করে থাকে সংগঠনটি।
সাইফুলের ইচ্ছা, রক্তদান ও গ্রহণকে খুব সহজ ও যুগোপযোগী করার জন্য চলমান ওয়েবসাইটকে ওয়েব পোর্টালে রূপান্তর করবেন। দেশের সব কটি ইউনিয়ন ও উপজেলার রক্তদাতারা সেখানে সংযুক্ত থাকবেন এবং সেসব প্রক্রিয়া তদারকি ও নিয়ন্ত্রণে কাজ করবে অঞ্চলভিত্তিক দলগুলো। চট্টগ্রামে রক্ত
নিয়ে কাজ করা সব ব্লাড ব্যাংক ও প্রতিষ্ঠানকে ব্লাড বোর্ডের সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা আছে তাঁর। ব্লাড বোর্ডের রক্তদান কর্মসূচি গতিশীল করে তুলতে চলছে একটি মানসম্মত অ্যাপস তৈরির উদ্যোগও।
পড়াশোনা আর সেবামূলক এসব কাজ নিয়ে ভালোই আছেন সাইফুল ইসলাম। তবে সংগঠনের কাজের চাপে মাঝে মাঝে সাইফুল নিজেই বিগড়ে যান।

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
৬ ঘণ্টা আগে
দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধ চলতে থাকে। তবে এমন পরিস্থিতিতে অনেক স্ত্রীর অভিযোগ, রাগ বা অভিমান করলে তাদের স্বামী নীরব হয়ে যায়। বাইরে থেকে এটি উদাসীনতা বা অনুভূতি প্রকাশ না করা মনে হলেও, মনোবিজ্ঞান বলছে, বিষয়টি সব সময় তেমন নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা আসলে পুরুষদের মস্তিষ্কের একটি স্বাভাবিক
৮ ঘণ্টা আগে
বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
১৪ ঘণ্টা আগে