ফারিয়া রহমান খান

এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য

এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
১০ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
১১ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
১২ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১৪ ঘণ্টা আগে