নাহিন আশরাফ

একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।

একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১৪ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১৬ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ দিন আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১ দিন আগে