ফিচার ডেস্ক, ঢাকা

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। পুরোদস্তুর তারকা হয়ে উঠেছেন তিনি। ফলে তাঁকে মেনে চলতে হচ্ছে অনেক কিছু। খাওয়া থেকে ঘুম, বেডরুম থেকে জিম—সবকিছু নিয়ে দারুণ সচেতন থাকতে হচ্ছে তাঁকে।
এদিকে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, এই টালি তারকা নাকি ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কোনো কোনো সূত্র আবার বিয়ে ও বউভাতের তারিখ জানিয়ে দিচ্ছে! যদিও নায়িকার ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি নিজের পক্ষ থেকে। তবে মোমের পুতুলের মতো দেখতে এই অভিনেত্রীর যে ভালোবাসার মানুষ রয়েছে, তা একেবারে নিশ্চিত। কুমারের নাম দেবমাল্য। পশ্চিমবঙ্গের স্বনামধন্য একটি গণমাধ্যমের কাছে সে কথা স্বীকারও করেছেন মধুমিতা।
ভালোবাসার মানুষ থাকাটা স্বাভাবিক। কিন্তু মধুমিতা এত সুন্দর হয়ে উঠছেন কেন? আগেই বলেছি, তারকা হয়ে উঠছেন তিনি। এই হয়ে ওঠার কালে তাঁকে মেনে চলতে হচ্ছে নিজের শরীরের উপযোগী ডায়েট, রূপচর্চা, ওয়ার্কআউট আর ঘুমের রুটিন। ফলে শুধু ওপর থেকে তাঁকে সুন্দর লাগছে না এখন, তিনি ভেতর থেকেও হয়ে উঠেছেন সুস্বাস্থ্যের অধিকারী এক দারুণ অভিনেত্রী।

ধীরে ধীরে নিজের ফিটনেস ও ফ্যাশনে যে পরিবর্তন এনেছেন মধুমিতা। তাতে ‘বাহ’ না বলে উপায় নেই।

এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, তিনি পাহাড় খুব ভালোবাসেন। অচেনা পাহাড়ি গ্রামে নিজের মতো একা ঘুরে বেড়ানো তাঁর শখ। এমন অ্যাডভেঞ্চার যাঁর পছন্দ ফিটনেস সম্পর্কে তাঁর সচেতনতা বরাবর বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। মধুমিতা নিয়মিত কার্ডিও ওয়ার্কআউটের মাধ্যমে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখেন। এতে শরীরে শক্তিও বাড়ে। এর পাশাপাশি দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতারের মতো ব্যায়ামগুলো করেন নিয়ম মেনে।

মধুমিতাকে পর্দায় যাঁরা একেবারে শুরু থেকে দেখছেন, তাঁরা জানেন, শরীরকে কী পরিমাণে টোনিং করেছেন তিনি। কোমরের মাপকে কতখানি বাগে এনেছেন। তবে তাই বলে শরীরে পুষ্টি ঘাটতি হতে দেওয়ার ব্যাপারে মোটেও রাজি নন তিনি। সব ধরনের খনিজ, ভিটামিন, প্রোটিন যেন শরীর পায়, সেদিকেও নজর রয়েছে তাঁর। তিনি প্রতিদিন সকালে দুটি ডিম খেয়ে দিন শুরু করেন, যা তাঁকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে।

মধুমিতার ধারণা, মানুষ শুধু ফিটনেসের জন্য জিমে যায় না। মানসিকভাবে তরতাজা হতেও যায় এবং সেটা সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কেবল কোমরের মাপ ঠিক রাখতেই নয়, মন ফুরফুরে রাখতেও তিনি জিমে পর্যাপ্ত সময় কাটান।

মধুমিতা মনে করেন, জীবনে শান্তি না থাকলে আর স্থির হতে না পারলে সফল হওয়া তো দূরের কথা; কোনো লক্ষ্যই পূরণ সম্ভব নয়। দৈনিক পর্যাপ্ত ঘুম শরীরকে পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুত করে এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই ঘুমের রুটিনে কোনো হেরফের তাঁর একেবারেই পছন্দ নয়। আর শান্তির ঘুম তখন সম্ভব, যখন মানসিক চাপ থাকে না। মধুমিতা মানসিক চাপ কমাতে ধ্যান এবং বিভিন্ন যোগব্যায়াম করেন।
ছবি: ফেসবুক

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। পুরোদস্তুর তারকা হয়ে উঠেছেন তিনি। ফলে তাঁকে মেনে চলতে হচ্ছে অনেক কিছু। খাওয়া থেকে ঘুম, বেডরুম থেকে জিম—সবকিছু নিয়ে দারুণ সচেতন থাকতে হচ্ছে তাঁকে।
এদিকে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, এই টালি তারকা নাকি ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কোনো কোনো সূত্র আবার বিয়ে ও বউভাতের তারিখ জানিয়ে দিচ্ছে! যদিও নায়িকার ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি নিজের পক্ষ থেকে। তবে মোমের পুতুলের মতো দেখতে এই অভিনেত্রীর যে ভালোবাসার মানুষ রয়েছে, তা একেবারে নিশ্চিত। কুমারের নাম দেবমাল্য। পশ্চিমবঙ্গের স্বনামধন্য একটি গণমাধ্যমের কাছে সে কথা স্বীকারও করেছেন মধুমিতা।
ভালোবাসার মানুষ থাকাটা স্বাভাবিক। কিন্তু মধুমিতা এত সুন্দর হয়ে উঠছেন কেন? আগেই বলেছি, তারকা হয়ে উঠছেন তিনি। এই হয়ে ওঠার কালে তাঁকে মেনে চলতে হচ্ছে নিজের শরীরের উপযোগী ডায়েট, রূপচর্চা, ওয়ার্কআউট আর ঘুমের রুটিন। ফলে শুধু ওপর থেকে তাঁকে সুন্দর লাগছে না এখন, তিনি ভেতর থেকেও হয়ে উঠেছেন সুস্বাস্থ্যের অধিকারী এক দারুণ অভিনেত্রী।

ধীরে ধীরে নিজের ফিটনেস ও ফ্যাশনে যে পরিবর্তন এনেছেন মধুমিতা। তাতে ‘বাহ’ না বলে উপায় নেই।

এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, তিনি পাহাড় খুব ভালোবাসেন। অচেনা পাহাড়ি গ্রামে নিজের মতো একা ঘুরে বেড়ানো তাঁর শখ। এমন অ্যাডভেঞ্চার যাঁর পছন্দ ফিটনেস সম্পর্কে তাঁর সচেতনতা বরাবর বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। মধুমিতা নিয়মিত কার্ডিও ওয়ার্কআউটের মাধ্যমে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখেন। এতে শরীরে শক্তিও বাড়ে। এর পাশাপাশি দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতারের মতো ব্যায়ামগুলো করেন নিয়ম মেনে।

মধুমিতাকে পর্দায় যাঁরা একেবারে শুরু থেকে দেখছেন, তাঁরা জানেন, শরীরকে কী পরিমাণে টোনিং করেছেন তিনি। কোমরের মাপকে কতখানি বাগে এনেছেন। তবে তাই বলে শরীরে পুষ্টি ঘাটতি হতে দেওয়ার ব্যাপারে মোটেও রাজি নন তিনি। সব ধরনের খনিজ, ভিটামিন, প্রোটিন যেন শরীর পায়, সেদিকেও নজর রয়েছে তাঁর। তিনি প্রতিদিন সকালে দুটি ডিম খেয়ে দিন শুরু করেন, যা তাঁকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে।

মধুমিতার ধারণা, মানুষ শুধু ফিটনেসের জন্য জিমে যায় না। মানসিকভাবে তরতাজা হতেও যায় এবং সেটা সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কেবল কোমরের মাপ ঠিক রাখতেই নয়, মন ফুরফুরে রাখতেও তিনি জিমে পর্যাপ্ত সময় কাটান।

মধুমিতা মনে করেন, জীবনে শান্তি না থাকলে আর স্থির হতে না পারলে সফল হওয়া তো দূরের কথা; কোনো লক্ষ্যই পূরণ সম্ভব নয়। দৈনিক পর্যাপ্ত ঘুম শরীরকে পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুত করে এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই ঘুমের রুটিনে কোনো হেরফের তাঁর একেবারেই পছন্দ নয়। আর শান্তির ঘুম তখন সম্ভব, যখন মানসিক চাপ থাকে না। মধুমিতা মানসিক চাপ কমাতে ধ্যান এবং বিভিন্ন যোগব্যায়াম করেন।
ছবি: ফেসবুক

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
৯ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১১ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৩ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে