ইরাকি বংশোদ্ভূত আমেরিকান মেকআপশিল্পী ও হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে লিপস্টিক দিবসের প্রচলন হয়। দিনটি ছিল ২৯ জুলাই। সেই সূত্রে আজ লিপস্টিক দিবস, লিপস্টিকের দিন। বিশ্বজুড়ে ৫০ থেকে ৫৫ শতাংশ নারী নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন—এটিই এর শক্তির জায়গা।
এখানেই শেষ নয়, দিনের রঙের সঙ্গে বদলায় ঠোঁটের রংও। দিনের বেলা হালকা আর রাতের অনুষ্ঠানে জমকালো সাজে গাঢ় শেডের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বের হওয়াটাই যেন এখনকার ফ্যাশন ট্রেন্ড।
তবে বর্তমানে লিপস্টিকের ধরন ও ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আগে এর হালকা রংগুলো প্রায় একই রকমের ছিল। নব্বইয়ের দশকেও দিনের বেলায় লিপস্টিক লাগানোর জন্য ঠোঁটের আউটলাইন করতে হালকা রঙের পেনসিল ব্যবহার করা হতো। এর সঙ্গে মানানসই লিপস্টিক অল্প করে দিয়ে আঙুল চেপে চেপে পুরো ঠোঁটে লাগিয়ে নেওয়া হতো। এখন আর সে দিন নেই।
কয়েক বছর আগেও ন্যুড লিপস্টিকের দাপট ছিল। ন্য়ুড বলতে ত্বকের প্রাকৃতিক পাঁচ রঙের শেড। কিন্তু এখন লিপস্টিকের রং আরও সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন রকম গাঢ় রঙের লিপকালারের ন্যুড শেডও বের হয়েছে। যেমন গাঢ় লাল রঙের লিপস্টিকের একটি লাইট শেড একেবারে হালকা কমলা রঙের মতো দেখতে। এভাবে বাদামি, বেগুনি, গোলাপি— সব রঙেরই ন্য়ুড শেড পাওয়া যায়। কোনো কোনো ব্র্যান্ড একই প্যাকেটে গাঢ় এবং একই রঙের ন্যুড শেড নিয়েও হাজির হচ্ছে।
শুরুর কথায় আবার ফিরে আসি। ওই যে রাত ছাড়া গাঢ় রং ঠোঁটে ব্যবহার করা যাবে না, এই মতবাদ থেকেও আমরা সরে এসেছি। এখন দেখা যায়, পোশাকের রঙের বিপরীত রঙের লিপস্টিক ব্যবহার করা হচ্ছে ঠোঁটে। পোশাকের রং গাঢ় হলে ঠোঁটের রং হিসেবে ন্যুড শেড বেছে নেওয়া হয়, সেটা দিন-রাত যখনই হোক না কেন।
আবার লিপস্টিকের রং ব্যক্তির পছন্দের ওপরও নির্ভর করে। যেমন কাউকে লাল রঙের লিপস্টিকে মানায়। কিন্তু ওই রঙের লিপস্টিক পরে তিনি নিজেই স্বস্তি পান না। সে ক্ষেত্রে রংটি তাঁর জন্য উপযুক্ত নয়।
কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়ও এখন নিজস্ব আরামবোধ ও স্বচ্ছন্দকে প্রাধান্য দিচ্ছেন ফ্যাশনসচেতন নারীরা। রাতের অনুষ্ঠানে ঠোঁটে একটু গাঢ় শেডের লিপস্টিকই ব্যবহার করা হয় সাধারণত। সে ক্ষেত্রে শিমার ব্যবহার করবেন কি না, তা আপনার রুচির ওপর নির্ভর করছে।
এখন ম্যাট লিপস্টিক ব্যবহারের দিকে ঝুঁকছেন তরুণীরা। এই লিপস্টিকের সুবিধাও রয়েছে। একবার ঠোঁটে বুলিয়ে নিলে সারা দিন আর ভাবতে হয় না। কিন্তু এই লিপস্টিক রোজ ব্যবহারের ফলে ঠোঁটে একটা কালচে ভাব চলে আসে। সে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্নও নিতে হবে।
লিপস্টিক লাগানোর প্রস্তুতি
ঠোঁট সুন্দর দেখানোর জন্য শুধু লিপস্টিক দিলেই হয় না, সেটা সঠিকভাবে দেওয়ার পদ্ধতিও জানতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার আগে সময় নিয়ে ঠোঁট রাঙানো সম্ভব না-ও হতে পারে।
যা করবেন
ঠোঁটের যত্নে
লেখক: রূপবিশেষজ্ঞ, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বধীকারী

দুবাই এমন এক শহর, যেখানে রেকর্ড গড়া যেন নিত্যদিনের ঘটনা। সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে বিলাসবহুল হোটেল, সবচেয়ে বড় শপিং মল—সবকিছুর সেরা হতে চায় এই শহর। কিন্তু এবার যে রেকর্ড যুক্ত হলো, তা একটু ভিন্ন। কারণ, এর জন্য কোনো পূর্বপরিকল্পনাই ছিল না।
১ ঘণ্টা আগে
২০০৬ সাল থেকে ১৪৯টি নতুন গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা যুক্ত করে হ্যানলি পাসপোর্ট ইনডেক্সের র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ ওপরে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। ২৪টি দেশে প্রবেশাধিকার পাওয়ায় তালিকার তলানিতে আছে আফগানিস্তান।
২ ঘণ্টা আগে
আপনার চুল কি শুষ্ক, কোঁকড়া ও প্রাণহীন হয়ে পড়ছে? তাহলে নারকেল দুধ ব্যবহার করে দেখতে পারে। এটি ভিটামিন, খনিজ ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর। অ্যালোভেরা, ডিম এবং দইয়ের মতো অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে নিলে নারকেল দুধ আপনার চুলের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে। এতে চুল হবে রেশমি ও তরতাজা।
১২ ঘণ্টা আগে
জেন-জি প্রজন্মের কাছে অর্থ উপার্জনের সংজ্ঞা বদলে গেছে। তারা এখন আর ৯ টা-৫টার নিয়ম বেঁধে চাকরি করতে চান না; বিশেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজের সুযোগ বাড়ায় এই মনোভাব দিন দিন আরও দৃঢ় হচ্ছে। এই প্রজন্ম মূলত একাডেমিক জীবনের শেষে করোনা মহামারির সময় কর্মক্ষেত্রে প্রবেশ করে। অর্থাৎ, এই প্রজন্মের প্রথম
১৪ ঘণ্টা আগে