বিভাবরী রায়, ঢাকা

বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।

বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।

মাঝরাতে সুইট ক্রেভিং হয়? দোকানের মিষ্টি মুখে না পুরে ঘরে তৈরি ক্ষীর খেতে পারেন। খেতেও ভালো, পুষ্টিকরও। আপনাদের জন্য খেজুরের গুড়ের ক্ষীরের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ মিনিট আগে
অফিসে আপনার কাজের গতি দেখে বস আজ অবাক হতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে লাঞ্চ ব্রেকে রাজনীতির আলোচনা এড়িয়ে চলুন। পদোন্নতির ফাইল নড়াচড়া করতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল-বোঝাবুঝি মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না।
১ ঘণ্টা আগে
হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা জানতে কোনো চিকিৎসকের পরামর্শের দরকার হয় না। একজন মানুষ হাঁটলে শুধু যে তাঁর মন ভালো থাকে, তা নয়; এতে মানুষ মানসিকভাবেও সুস্থ থাকে। ২০ জানুয়ারি ছিল টেক আ ওয়াক আউটডোরস ডে বা বাইরে হাঁটাহাঁটি করার দিন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর চারদেয়ালের বন্দিদশা কাটিয়ে এক...
২ ঘণ্টা আগে
আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
১৪ ঘণ্টা আগে