বিভাবরী রায়
সাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে নিজেকে এখনকার লু হাওয়া বয়ে চলা ঋতুতে নতুন করে সাজানো সম্ভব।
গ্রীষ্মে উজ্জ্বল রং
গরমকালে সাধারণত হালকা রঙের পোশাক পরার কথা বলা হয়। এবার কি একটু অন্যভাবে ভাববেন? এবারের গ্রীষ্মকালীন পোশাকে না হয় রঙের বাহুল্যই থাকল। পোশাকে একাধিক রং থাকলেই যে তা দৃষ্টিকটু হতে পারে না, তার প্রমাণ হিসেবে ফ্যাশন হাউসগুলো ক্রপ টপ-স্কার্ট, সামার ফ্রক, কো-অর্ডস তৈরি করছে এখন। নিজের রুচির সঙ্গে মিলিয়ে গায়ে চড়িয়ে নিতে পারেন এগুলোর যেকোনোটি।
গ্রীষ্মে প্রিন্টও পরুন
ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট কিংবা ফ্রক না পরলে বলতে হবে, আপনি কি গ্রীষ্ম উদ্যাপন করতেই জানেন না! বেগুনি, গোলাপি কিংবা নীলের ওপর ফ্লোরাল প্রিন্ট দারুণ জমিয়ে দেবে গ্রীষ্মের দুপুর।
সাবেকি ও চলতির মিলমিশ
ডিস্ট্রেসড ডেনিমের সঙ্গে ক্রপ টপ বা ড্রপ শোল্ডার টপস হতে পারে গরমের দারুণ জুটি। এগুলো পরলেও কিন্তু ততটাই ‘ফেমিনিন’ হয়ে ওঠা সম্ভব—যাঁরা গার্লি স্টাইল মেনে চলেন, বলছি তাঁদের কথা। পায়ে গলিয়ে নিতে পারেন স্নিকার বা হিল, যেটাতে স্বচ্ছন্দবোধ করেন।
চার রং থাকতেই পারে
ভরা গ্রীষ্মে যেখানে মা-খালারা হালকা একরঙা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, সেখানে রংচঙে কাপড় পরারই ইন্ধন দেওয়া হচ্ছে এখানে। সত্য়ি করেই বলছি, একই পোশাকে দুই রঙের বা সর্বোচ্চ চারটি রঙের ব্যবহার রয়েছে—এমন কাপড়ও চোখের আরাম এনে দিতে পারে, যদি রঙের মিলমিশটা ঠিক থাকে।
এই যেমন পাকা আমের রঙের সঙ্গে কমলা
আর পাতা-সবুজ। অন্যদিকে বেগুনির সঙ্গে গোলাপি ও ধূসর নীলে দারুণ সমন্বয় তৈরি হয়। প্রিন্টেড কাপড়ে থাকতেই পারে এমন একাধিক রং। ভিড়ের মধ্য়ে এই ধরনের রং আপনাকে স্পটলাইটে রাখবে।
অনুষঙ্গের রঙেও চোখ রাখা চাই
শুধু রঙিন পোশাকের কথা বললেই চলবে কেন, অনুষঙ্গের কথা বলতে হবে না! পোশাকে যেহেতু উজ্জ্বল কিংবা কয়েক রঙের মেলবন্ধন থাকছে, সে কারণে গয়নাগাটি হালকা হলেই ভালো। জুতার বেলাতেও কিন্তু একই কথা প্রযোজ্য। ন্য়ুড, সাদা, বাদামি এমন রঙের জুতাই বাছাই করতে পারেন। এতে পুরো লুকটা অনেক বেশি অভিজাত মনে হবে।
সূত্র: সিটি ফার্নিশ ও অন্যান্য
সাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে নিজেকে এখনকার লু হাওয়া বয়ে চলা ঋতুতে নতুন করে সাজানো সম্ভব।
গ্রীষ্মে উজ্জ্বল রং
গরমকালে সাধারণত হালকা রঙের পোশাক পরার কথা বলা হয়। এবার কি একটু অন্যভাবে ভাববেন? এবারের গ্রীষ্মকালীন পোশাকে না হয় রঙের বাহুল্যই থাকল। পোশাকে একাধিক রং থাকলেই যে তা দৃষ্টিকটু হতে পারে না, তার প্রমাণ হিসেবে ফ্যাশন হাউসগুলো ক্রপ টপ-স্কার্ট, সামার ফ্রক, কো-অর্ডস তৈরি করছে এখন। নিজের রুচির সঙ্গে মিলিয়ে গায়ে চড়িয়ে নিতে পারেন এগুলোর যেকোনোটি।
গ্রীষ্মে প্রিন্টও পরুন
ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট কিংবা ফ্রক না পরলে বলতে হবে, আপনি কি গ্রীষ্ম উদ্যাপন করতেই জানেন না! বেগুনি, গোলাপি কিংবা নীলের ওপর ফ্লোরাল প্রিন্ট দারুণ জমিয়ে দেবে গ্রীষ্মের দুপুর।
সাবেকি ও চলতির মিলমিশ
ডিস্ট্রেসড ডেনিমের সঙ্গে ক্রপ টপ বা ড্রপ শোল্ডার টপস হতে পারে গরমের দারুণ জুটি। এগুলো পরলেও কিন্তু ততটাই ‘ফেমিনিন’ হয়ে ওঠা সম্ভব—যাঁরা গার্লি স্টাইল মেনে চলেন, বলছি তাঁদের কথা। পায়ে গলিয়ে নিতে পারেন স্নিকার বা হিল, যেটাতে স্বচ্ছন্দবোধ করেন।
চার রং থাকতেই পারে
ভরা গ্রীষ্মে যেখানে মা-খালারা হালকা একরঙা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, সেখানে রংচঙে কাপড় পরারই ইন্ধন দেওয়া হচ্ছে এখানে। সত্য়ি করেই বলছি, একই পোশাকে দুই রঙের বা সর্বোচ্চ চারটি রঙের ব্যবহার রয়েছে—এমন কাপড়ও চোখের আরাম এনে দিতে পারে, যদি রঙের মিলমিশটা ঠিক থাকে।
এই যেমন পাকা আমের রঙের সঙ্গে কমলা
আর পাতা-সবুজ। অন্যদিকে বেগুনির সঙ্গে গোলাপি ও ধূসর নীলে দারুণ সমন্বয় তৈরি হয়। প্রিন্টেড কাপড়ে থাকতেই পারে এমন একাধিক রং। ভিড়ের মধ্য়ে এই ধরনের রং আপনাকে স্পটলাইটে রাখবে।
অনুষঙ্গের রঙেও চোখ রাখা চাই
শুধু রঙিন পোশাকের কথা বললেই চলবে কেন, অনুষঙ্গের কথা বলতে হবে না! পোশাকে যেহেতু উজ্জ্বল কিংবা কয়েক রঙের মেলবন্ধন থাকছে, সে কারণে গয়নাগাটি হালকা হলেই ভালো। জুতার বেলাতেও কিন্তু একই কথা প্রযোজ্য। ন্য়ুড, সাদা, বাদামি এমন রঙের জুতাই বাছাই করতে পারেন। এতে পুরো লুকটা অনেক বেশি অভিজাত মনে হবে।
সূত্র: সিটি ফার্নিশ ও অন্যান্য
পুরুষদের বয়স যত বাড়ে, নিজেদের প্রতি খেয়াল নেওয়া যেন তত কমতে থাকে। বয়স ৪০ বছর পার করার পর পুরুষদের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মাঝেমধ্যে ব্যায়াম, উৎকণ্ঠা নিয়ন্ত্রণসহ কিছু ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি
১৩ ঘণ্টা আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ইউভিআই তিনের বেশি হলে সূর্যরশ্মি থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্বের অনেক জনপ্রিয় ভ্রমণ গন্তব্য আছে, যেখানে নিয়মিতভাবে ইউভিআই থাকে ৮ থেকে ১১-এর মধ্যে। এতে ত্বকের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
১৪ ঘণ্টা আগেমেঘবালিকারা ছুটছে। পরির মতোই ছুটছে। এখন তাদের ছোটার দিন। চরাচর ছাপিয়ে চোখ ভিজিয়ে অভিমান দেখানোর দিন। পরি বলে কথা!
১ দিন আগেবর্ষাকাল শুরু হয়েছে। এখন আক্ষরিক অর্থেই ঝরবে ঝুম বৃষ্টি। এ সময় খিচুড়ি না খেলে কি চলে? বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ খাওয়ার চল আছে আমাদের দেশে। কিন্তু স্বাদ খানিক বদলে নেওয়া গেলে বৃষ্টির তোড়ে ভেসে আসা ঠান্ডা বাতাসে পাঁচফোড়ন বাগার দেওয়ার সুবাস খুব একটা খারাপ লাগবে না। বলতে চাইছি...
১ দিন আগে