চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম

অনেক সময় বাড়িতে মাছি, মশা, কেঁচো, পিঁপড়া এবং অন্যান্য ছোট পোকা বাসা বাঁধে। দিন বা রাতের শান্তি নষ্ট করে। এগুলো শুধু বিরক্তি সৃষ্টি করে না, অনেক সময় বাড়ির আসবাব ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পরিবারের মানুষদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যার মাত্রা অনেক বাড়ে।
১ ঘণ্টা আগে
বিদায়ী বছরকে স্মরণীয় রাখতে আমাদের যাত্রা ছিল বগা লেক ও কেওক্রাডং। পাহাড়, মেঘ ও নীল পানির সেই দিনগুলো পেছনে ফেলে বান্দরবানে ফেরার পথে হঠাৎ থমকে গেল মন। হাতে তখনো পুরো দিন, শনিবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। আজই ঢাকায় ফিরতে মন চাইছে না। ইট-পাথরের শহরে ফেরার চেয়ে গহিন অরণ্যের কোলে আরেকটি...
৫ ঘণ্টা আগে
চাকরিতে প্রমোশন বা পরিবর্তনের যোগ প্রবল। তবে বসকে অতিরিক্ত তেল দিতে গিয়ে পিছলে যাওয়ার ভয় আছে। সহকর্মীদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো। কারণ, আজ আপনার জেতার সম্ভাবনা কম। পার্টনারের সঙ্গে কোনো পুরোনো ইস্যু নিয়ে হাসাহাসি হতে পারে।
৫ ঘণ্টা আগে
কুয়াশার মায়াবী আড়মোড়া ভেঙে পুব আকাশে যখন শীতের সূর্য সোনা রোদ উঁকি দেয়, তখন চরাচরের রূপ বদলে যায় নিমেষে। হিমেল হাওয়ার মৃদু ঝাপটায় ফসলের মাঠ যেন সবুজাভ-হলুদ ঢেউয়ে মেতে ওঠে। দুপাশে অবারিত সরিষাখেত, মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেঠো পথ। দূর থেকে দেখলে মনে হয়, ধরিত্রী বুঝি তার অঙ্গে হলুদ রঙের...
৭ ঘণ্টা আগে