জীবনধারা ডেস্ক

চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম

চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
৯ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৫ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৭ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
২১ ঘণ্টা আগে