ফিচার ডেস্ক

চলছে চেরি ব্লসম বা সাকুরা ঋতু। চেরি ফুলের জাপানিজ নাম সাকুরা। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ফোটে এই ফুল। তবে এপ্রিল মাস চেরি ফোটার চূড়ান্ত সময়। একেই বলা হয় চেরি ব্লসম অর্থাৎ সাকুরার ‘পিক ব্লুম’।
ফেসবুক, ইনস্টাগ্রাম এখন ভরে আছে চেরিফুলের অপার্থিব সৌন্দর্য আর মিষ্টি সৌরভে। মানে বুঝতেই পারছেন, কী বলতে চাইছি– সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই সাদা আর গোলাপিরঙা চেরি ফুলের ছবি ভেসে আসছে।

চেরি মূলত জাপানের ফুল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। চেরি ফুলের ৬০০টির বেশি প্রজাতি রয়েছে। এর ওপর নির্ভর করে এগুলো মার্চ থেকে মে মাসের শুরু পর্যন্ত ফুটে থাকে। প্রতিটি প্রজাতির পাপড়ির সংখ্যা, রং ও আকার ভিন্ন। সাকুরার জনপ্রিয় প্রজাতি সাদার মধ্যে গোলাপি রঙের সোমে ইয়োশিনো। চেরির কিছু হাইব্রিড প্রজাতিও আছে।
জাপানের সংস্কৃতিতে তো বটেই, পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই চেরি ব্লসম। জাপানে চেরি ব্লসম নতুন এবং ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। নরম গোলাপি চেরি ফুল ফোটার সঙ্গে সঙ্গে টোকিওবাসী ঋতুগত ফ্যাশন পরিবর্তনের ক্ষেত্রে বেছে নেয় প্যাস্টেল এবং ফ্লোরাল প্যাটার্নের পোশাক। বলা বাহুল্য, সেগুলো চেরি থেকে উৎসারিত। ডিজাইনাররা এই ফুল ও তার বিভিন্ন প্যাটার্ন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের ডিজাইন। ফ্লোরাল প্রিন্টে সজ্জিত নিয়মিত পোশাক থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে চেরি ব্লসমের প্রভাব থাকে সুস্পষ্ট।
হালকা গোলাপি পাপড়িযুক্ত এই ফুল আমাদের দেশের না হলেও সৌন্দর্য ও ট্রেন্ডের কারণে জায়গা করে নিয়েছে পোশাক, গয়নাসহ বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে। ফ্যাশনসচেতনেরা এখন ঋতুভিত্তিক পোশাকের দিকে ঝুঁকেছেন অনেকটাই। একেবারে ক্যালেন্ডার ও ঋতু মেনে পোশাক গায়ে তোলেন অনেকে। সময়টা যেহেতু চেরি ব্লসমের, তাই পোশাকেও এখন বেশ চোখে পড়ছে এই ফুল।

ফ্যাশন উদ্যোক্তারা সুতি, হাফসিল্ক, জামদানি ও মসলিন শাড়ি এবং পাঞ্জাবিতে আংশিক বা পুরো পোশাকজুড়ে ফুটিয়ে তুলছেন চেরি ফুলের নকশা, কখনো মূর্ত আর কখনো বিমূর্তভাবে। বেশির ভাগ কাজ হচ্ছে হ্যান্ডপেইন্ট ও স্ক্রিনপ্রিন্টে। সুই-সুতার ফোঁড়েও অনেকে চেরি ব্লসম ফুটিয়ে তুলছেন গয়নায়।
অফ হোয়াইট, বেবি পিংক বা আইভরি রঙের জমিনের ওপর গোলাপি অথবা সাদা চেরি ফুল। আঁচল আর পাড়েও তাই। পুরুষের শার্ট, কটি ও পাঞ্জাবিতেও থাকছে এই ফুলের প্রিন্ট। আবার অনেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে চেরি ব্লসমের পোশাক নকশা করিয়ে নিচ্ছেন। অনেকে ক্রসবডি, ক্লাচ বা ব্যাকপ্যাকেও চেরি ব্লসমের প্রিন্ট করিয়ে নিচ্ছেন।

গলার নেকলেস, কানের দুল, আংটি, হাতের চুড়ি ও বালা ইত্যাদি গয়নায় জায়গা করে নিয়েছে চেরি ব্লসম। মূলত কাঠ ও কিছু কিছু কাপড়ের গয়নায় ফুটিয়ে তোলা হচ্ছে চেরি ফুল। এখন আবার অনেকে ক্লে দিয়ে গয়না তৈরি করে নেন। তাঁরা সময়োপযোগী অন্যান্য গয়নার মতো চেরি ফুলের নকশাযুক্ত গয়না তৈরি করিয়ে নিচ্ছেন।

কোথায় পাবেন
বিভিন্ন ফ্যাশনবিষয়ক অনলাইন পেজে চেরি ব্লসম প্রিন্ট ও হ্যান্ডপেইন্টের শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, টিপ, ব্যাগ ইত্যাদি পেয়ে যাবেন। অনলাইন পেজ শরদিন্দু, রিসাম ক্লজেট, মধুবন্তী, স্বপ্নযাত্রা, ডেইজি প্রিন্ট ইত্যাদিতে পেয়ে যাবেন পছন্দের চেরি ব্লসম পোশাক।
দরদাম
এ ধরনের পোশাকের দাম ফ্যাব্রিকসের ধরন অনুযায়ী হয়। প্রতিষ্ঠান ও উপকরণের ভিন্নতার কারণে একই পোশাকের দাম কমবেশি হতে পারে। সাধারণত কামিজ ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যাবে। গজ ভয়েল কাপড়ের ব্লাউজ পিসের দাম ৬০০ থেকে এক হাজার টাকা। কাঠ ও ক্লের গয়না, যেমন চুড়িসহ গলার মালা, কানের দুল ও আংটির দাম আকারভেদে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। চুড়ি ছাড়া গলার মালা, কানের দুল ও আংটির দাম ৫০০ থেকে ৮০০ টাকা।

চলছে চেরি ব্লসম বা সাকুরা ঋতু। চেরি ফুলের জাপানিজ নাম সাকুরা। মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ফোটে এই ফুল। তবে এপ্রিল মাস চেরি ফোটার চূড়ান্ত সময়। একেই বলা হয় চেরি ব্লসম অর্থাৎ সাকুরার ‘পিক ব্লুম’।
ফেসবুক, ইনস্টাগ্রাম এখন ভরে আছে চেরিফুলের অপার্থিব সৌন্দর্য আর মিষ্টি সৌরভে। মানে বুঝতেই পারছেন, কী বলতে চাইছি– সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই সাদা আর গোলাপিরঙা চেরি ফুলের ছবি ভেসে আসছে।

চেরি মূলত জাপানের ফুল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। চেরি ফুলের ৬০০টির বেশি প্রজাতি রয়েছে। এর ওপর নির্ভর করে এগুলো মার্চ থেকে মে মাসের শুরু পর্যন্ত ফুটে থাকে। প্রতিটি প্রজাতির পাপড়ির সংখ্যা, রং ও আকার ভিন্ন। সাকুরার জনপ্রিয় প্রজাতি সাদার মধ্যে গোলাপি রঙের সোমে ইয়োশিনো। চেরির কিছু হাইব্রিড প্রজাতিও আছে।
জাপানের সংস্কৃতিতে তো বটেই, পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই চেরি ব্লসম। জাপানে চেরি ব্লসম নতুন এবং ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। নরম গোলাপি চেরি ফুল ফোটার সঙ্গে সঙ্গে টোকিওবাসী ঋতুগত ফ্যাশন পরিবর্তনের ক্ষেত্রে বেছে নেয় প্যাস্টেল এবং ফ্লোরাল প্যাটার্নের পোশাক। বলা বাহুল্য, সেগুলো চেরি থেকে উৎসারিত। ডিজাইনাররা এই ফুল ও তার বিভিন্ন প্যাটার্ন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের ডিজাইন। ফ্লোরাল প্রিন্টে সজ্জিত নিয়মিত পোশাক থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে চেরি ব্লসমের প্রভাব থাকে সুস্পষ্ট।
হালকা গোলাপি পাপড়িযুক্ত এই ফুল আমাদের দেশের না হলেও সৌন্দর্য ও ট্রেন্ডের কারণে জায়গা করে নিয়েছে পোশাক, গয়নাসহ বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গে। ফ্যাশনসচেতনেরা এখন ঋতুভিত্তিক পোশাকের দিকে ঝুঁকেছেন অনেকটাই। একেবারে ক্যালেন্ডার ও ঋতু মেনে পোশাক গায়ে তোলেন অনেকে। সময়টা যেহেতু চেরি ব্লসমের, তাই পোশাকেও এখন বেশ চোখে পড়ছে এই ফুল।

ফ্যাশন উদ্যোক্তারা সুতি, হাফসিল্ক, জামদানি ও মসলিন শাড়ি এবং পাঞ্জাবিতে আংশিক বা পুরো পোশাকজুড়ে ফুটিয়ে তুলছেন চেরি ফুলের নকশা, কখনো মূর্ত আর কখনো বিমূর্তভাবে। বেশির ভাগ কাজ হচ্ছে হ্যান্ডপেইন্ট ও স্ক্রিনপ্রিন্টে। সুই-সুতার ফোঁড়েও অনেকে চেরি ব্লসম ফুটিয়ে তুলছেন গয়নায়।
অফ হোয়াইট, বেবি পিংক বা আইভরি রঙের জমিনের ওপর গোলাপি অথবা সাদা চেরি ফুল। আঁচল আর পাড়েও তাই। পুরুষের শার্ট, কটি ও পাঞ্জাবিতেও থাকছে এই ফুলের প্রিন্ট। আবার অনেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে চেরি ব্লসমের পোশাক নকশা করিয়ে নিচ্ছেন। অনেকে ক্রসবডি, ক্লাচ বা ব্যাকপ্যাকেও চেরি ব্লসমের প্রিন্ট করিয়ে নিচ্ছেন।

গলার নেকলেস, কানের দুল, আংটি, হাতের চুড়ি ও বালা ইত্যাদি গয়নায় জায়গা করে নিয়েছে চেরি ব্লসম। মূলত কাঠ ও কিছু কিছু কাপড়ের গয়নায় ফুটিয়ে তোলা হচ্ছে চেরি ফুল। এখন আবার অনেকে ক্লে দিয়ে গয়না তৈরি করে নেন। তাঁরা সময়োপযোগী অন্যান্য গয়নার মতো চেরি ফুলের নকশাযুক্ত গয়না তৈরি করিয়ে নিচ্ছেন।

কোথায় পাবেন
বিভিন্ন ফ্যাশনবিষয়ক অনলাইন পেজে চেরি ব্লসম প্রিন্ট ও হ্যান্ডপেইন্টের শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, টিপ, ব্যাগ ইত্যাদি পেয়ে যাবেন। অনলাইন পেজ শরদিন্দু, রিসাম ক্লজেট, মধুবন্তী, স্বপ্নযাত্রা, ডেইজি প্রিন্ট ইত্যাদিতে পেয়ে যাবেন পছন্দের চেরি ব্লসম পোশাক।
দরদাম
এ ধরনের পোশাকের দাম ফ্যাব্রিকসের ধরন অনুযায়ী হয়। প্রতিষ্ঠান ও উপকরণের ভিন্নতার কারণে একই পোশাকের দাম কমবেশি হতে পারে। সাধারণত কামিজ ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যাবে। গজ ভয়েল কাপড়ের ব্লাউজ পিসের দাম ৬০০ থেকে এক হাজার টাকা। কাঠ ও ক্লের গয়না, যেমন চুড়িসহ গলার মালা, কানের দুল ও আংটির দাম আকারভেদে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। চুড়ি ছাড়া গলার মালা, কানের দুল ও আংটির দাম ৫০০ থেকে ৮০০ টাকা।

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
৬ ঘণ্টা আগে
দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধ চলতে থাকে। তবে এমন পরিস্থিতিতে অনেক স্ত্রীর অভিযোগ, রাগ বা অভিমান করলে তাদের স্বামী নীরব হয়ে যায়। বাইরে থেকে এটি উদাসীনতা বা অনুভূতি প্রকাশ না করা মনে হলেও, মনোবিজ্ঞান বলছে, বিষয়টি সব সময় তেমন নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা আসলে পুরুষদের মস্তিষ্কের একটি স্বাভাবিক
৮ ঘণ্টা আগে
বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
১৪ ঘণ্টা আগে