রিক্তা রিচি, ঢাকা

গয়নার কথা বললে মনের কোণে ভেসে ওঠে না-দেখা এক গয়না গজমতির হার। রাজরানিদের গলায় থাকত সেসব। বইপত্রে পাওয়া যেত। থাকত সোনার বাজুবন্ধ, দুল, কাঁকন, সীতাহার আরও কত-কী! সময় বদলেছে। এখন এসেছে গয়নার উপকরণে ব্যাপক পরিবর্তন। এখন তৈরি হচ্ছে কাঠের গয়না। ট্রেন্ডই বলা চলে। গলার মালায়, কানের দুলে কাঠের পরতের ওপর বিভিন্ন আঁকিবুঁকি সেসব গয়নায়। রঙে রাঙিয়ে ফুটিয়ে তোলা হয় দারুণ কিছু। নকশায়ও থাকে বৈচিত্র্য।
রোজকার ফ্যাশনে নতুন কিছুর প্রত্যাশা করেন ফ্যাশনসচেতনরা। পোশাকের সঙ্গে গয়নায়ও চান ভিন্নতা। কাঠের গয়না এখন সে জায়গা নিয়েছে কিছুটা হলেও।
কাঠের গয়নার নকশায় রাখা হচ্ছে বিভিন্ন মোটিফ। কখনো ফুটিয়ে তোলা হয় প্রাণ ও প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ। কখনো দুল-মালা-চুড়িতে শিউলি, সূর্যমুখী, কাঠগোলাপ আঁকা হয়। আবার কখনো আঁকা হয় জবা কিংবা অন্যান্য ফুল। এমনকি দুল ও মালার পুরো অবয়বই থাকে শিউলি, কাঠগোলাপ, আঙুর পাতা ইত্যাদি ঘিরেই। আবার কখনো কাঠের পরতে ফুটিয়ে তোলা হয় চুলখোলা কোনো নারীর প্রতিচ্ছবি ইত্যাদি।
কাঠের গয়নায় হ্যান্ডপেইন্ট থাকে বেশি। হ্যান্ডপেইন্ট ছাড়াও গয়নায় বসানো হয় বিডস, কড়ি ও সুতার তৈরি বিভিন্ন জিনিসপত্র। গয়নার চেহারাটাই বদলে যায় এসবের কারণে। অনেকেই এখন বাণিজ্যিকভাবে কাঠের গয়না তৈরি করছেন। ‘রূপসা’র স্বত্বাধিকারী ঝুমকি বসু জানান, কাঠের গয়নায় তিনি সাধারণত নির্দিষ্ট উপলক্ষ কেন্দ্র করে মোটিভ নির্বাচন করেন। যেমন সামনে আছে দুর্গাপূজা। সে উপলক্ষে দুর্গা এবং দুর্গার সঙ্গে মানানসই বিভিন্ন উপাদান, যেমন শিউলি বা কাশফুল প্রাধান্য পাবে তাঁর বানানো গয়নায়। আবার ফাল্গুন বা বসন্তে মোটিফে আসে পরিবর্তন। বৈশাখের গয়নায় একতারা, মাছ, হাতি এসব তুলে ধরেন তিনি। এ ছাড়া তাঁর গয়নার ডিজাইনে রবিঠাকুর, লালন, হুমায়ূন আহমেদের কিছু উপন্যাস বা চরিত্রও আসে।
‘নয়া বায়না’র স্বত্বাধিকারী সানজানা এস পায়েল বলেন, ‘গয়না তৈরিতে কাস্টমারের চাহিদা প্রাধান্য দিই। এই গয়নার চাহিদা তরুণীদের মধ্যে, বিশেষ করে ছাত্রীদের মধ্যে অনেক বেশি। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তখন হয়তো সব বয়সের মানুষই এগুলো কেনেন।’
কাঠের গয়নায় নিজের ইচ্ছেমতো রং নিয়ে খেলা যায়, অনেক কিছু ফুটিয়ে তোলা যায় নিজের মনের মাধুরী মিশিয়ে বলে জানান ‘এসটিলো’র স্বত্বাধিকারী আয়েশা আক্তার আশা। গয়না বানাতে তিনি দেশীয় কাঁচামাল প্রাধান্য দেন। কাঠের বেজগুলো চকবাজার থেকে এবং সুতা ও অন্যান্য জিনিস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন বলে জানান তিনি। আশা জানান, কাঠের গয়নায় রং করার ব্যাপারে বেশ সাবধান থাকতে হয়। কখনো কখনো পাকা রং পাওয়ার জন্য রোদে শুকাতে হয়।

গয়নার কথা বললে মনের কোণে ভেসে ওঠে না-দেখা এক গয়না গজমতির হার। রাজরানিদের গলায় থাকত সেসব। বইপত্রে পাওয়া যেত। থাকত সোনার বাজুবন্ধ, দুল, কাঁকন, সীতাহার আরও কত-কী! সময় বদলেছে। এখন এসেছে গয়নার উপকরণে ব্যাপক পরিবর্তন। এখন তৈরি হচ্ছে কাঠের গয়না। ট্রেন্ডই বলা চলে। গলার মালায়, কানের দুলে কাঠের পরতের ওপর বিভিন্ন আঁকিবুঁকি সেসব গয়নায়। রঙে রাঙিয়ে ফুটিয়ে তোলা হয় দারুণ কিছু। নকশায়ও থাকে বৈচিত্র্য।
রোজকার ফ্যাশনে নতুন কিছুর প্রত্যাশা করেন ফ্যাশনসচেতনরা। পোশাকের সঙ্গে গয়নায়ও চান ভিন্নতা। কাঠের গয়না এখন সে জায়গা নিয়েছে কিছুটা হলেও।
কাঠের গয়নার নকশায় রাখা হচ্ছে বিভিন্ন মোটিফ। কখনো ফুটিয়ে তোলা হয় প্রাণ ও প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ। কখনো দুল-মালা-চুড়িতে শিউলি, সূর্যমুখী, কাঠগোলাপ আঁকা হয়। আবার কখনো আঁকা হয় জবা কিংবা অন্যান্য ফুল। এমনকি দুল ও মালার পুরো অবয়বই থাকে শিউলি, কাঠগোলাপ, আঙুর পাতা ইত্যাদি ঘিরেই। আবার কখনো কাঠের পরতে ফুটিয়ে তোলা হয় চুলখোলা কোনো নারীর প্রতিচ্ছবি ইত্যাদি।
কাঠের গয়নায় হ্যান্ডপেইন্ট থাকে বেশি। হ্যান্ডপেইন্ট ছাড়াও গয়নায় বসানো হয় বিডস, কড়ি ও সুতার তৈরি বিভিন্ন জিনিসপত্র। গয়নার চেহারাটাই বদলে যায় এসবের কারণে। অনেকেই এখন বাণিজ্যিকভাবে কাঠের গয়না তৈরি করছেন। ‘রূপসা’র স্বত্বাধিকারী ঝুমকি বসু জানান, কাঠের গয়নায় তিনি সাধারণত নির্দিষ্ট উপলক্ষ কেন্দ্র করে মোটিভ নির্বাচন করেন। যেমন সামনে আছে দুর্গাপূজা। সে উপলক্ষে দুর্গা এবং দুর্গার সঙ্গে মানানসই বিভিন্ন উপাদান, যেমন শিউলি বা কাশফুল প্রাধান্য পাবে তাঁর বানানো গয়নায়। আবার ফাল্গুন বা বসন্তে মোটিফে আসে পরিবর্তন। বৈশাখের গয়নায় একতারা, মাছ, হাতি এসব তুলে ধরেন তিনি। এ ছাড়া তাঁর গয়নার ডিজাইনে রবিঠাকুর, লালন, হুমায়ূন আহমেদের কিছু উপন্যাস বা চরিত্রও আসে।
‘নয়া বায়না’র স্বত্বাধিকারী সানজানা এস পায়েল বলেন, ‘গয়না তৈরিতে কাস্টমারের চাহিদা প্রাধান্য দিই। এই গয়নার চাহিদা তরুণীদের মধ্যে, বিশেষ করে ছাত্রীদের মধ্যে অনেক বেশি। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তখন হয়তো সব বয়সের মানুষই এগুলো কেনেন।’
কাঠের গয়নায় নিজের ইচ্ছেমতো রং নিয়ে খেলা যায়, অনেক কিছু ফুটিয়ে তোলা যায় নিজের মনের মাধুরী মিশিয়ে বলে জানান ‘এসটিলো’র স্বত্বাধিকারী আয়েশা আক্তার আশা। গয়না বানাতে তিনি দেশীয় কাঁচামাল প্রাধান্য দেন। কাঠের বেজগুলো চকবাজার থেকে এবং সুতা ও অন্যান্য জিনিস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন বলে জানান তিনি। আশা জানান, কাঠের গয়নায় রং করার ব্যাপারে বেশ সাবধান থাকতে হয়। কখনো কখনো পাকা রং পাওয়ার জন্য রোদে শুকাতে হয়।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৩ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৫ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৭ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৭ ঘণ্টা আগে