নাহিন আশরাফ

শীতে দাওয়াতে গেলে ছেলেদের পোশাক নিয়ে খুব একটা ভাবতে হয় না। তাঁরা স্যুট বা ডেনিম জ্যাকেট অনায়াসে গায়ে চড়িয়ে নিতে পারেন। কিন্তু নারীরা? সব রঙের শাড়ির সঙ্গে সব ধরনের শাল মানায় না। আবার কার্ডিগান সব সময় সব পোশাকের সঙ্গে পরা যায় না। ফলে এই মৌসুমে দাওয়াত পেলে নারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েই বৈকি! কিন্তু এমন অনেক পোশাক রয়েছে, যা ট্রেন্ডি এবং শীতকালে দাওয়াতে পরে যাওয়ার জন্য উপযোগী। আবার কায়দা করে শীতের পোশাক বাছাই করতে পারলে শাড়িই হতে পারে অনুষ্ঠানে পরার আদর্শ পোশাক।
কটি
হাল ফ্যাশনে কটি এখন বেশ জনপ্রিয়। আধুনিক কটিতে রয়েছে অনেক বৈচিত্র্য, আছে বিভিন্ন ধরনের নকশা—হাই নেক, লং কটি, শর্ট কটি, বোতাম দেওয়া বা ফিতে বাঁধা ইত্যাদি। শীতের পোশাক হিসেবে মোটা সুতির কাপড় দিয়ে সাধারণত কটি তৈরি করা হয়। এ ছাড়া হাফসিল্ক ও কোটা কাপড়ের কটিও রয়েছে। এর মধ্যে বৈচিত্র্য আনার জন্য জামদানি মোটিফের নকশা কিংবা কাতান কাপড়ের কটিও তৈরি করা হচ্ছে এখন। যেকোনো বিয়ের দাওয়াতে খুব সহজে এগুলো পরা যায়। এ ছাড়া নানান ধরনের কারুকাজ করা জর্জেট কাপড়ের পাওয়া যায়। আরও মিলছে খাদি ও ভেলভেট কাপড়ের কটি। তবে শীতে ফুলহাতা কটিই বেছে নেওয়া উচিত। শাড়ি, কামিজ ও যেকোনো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এটি পরা যায়। বিভিন্ন ফ্যাশন হাউসে এসব বাহারি কটির কালেকশন থাকলেও চাইলে নিজের পছন্দ অনুযায়ী কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে।
ব্লেজার
এখন মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি কুর্তি এমনকি শাড়ির সঙ্গেও মেয়েরা ব্লেজার ব্যবহার করছেন। এই শীতে বেছে নেওয়া যেতে পারে হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের ব্লেজার। এতে সাজে বেশ ট্রেন্ডি ভাব আসবে। তবে কোন ধরনের ব্লেজার পরবেন, তা নির্ভর করবে কোন ধরনের পোশাকের সঙ্গে সেটি পরছেন তার ওপর। শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন প্যাচওয়ার্ক করা ব্লেজার। এ ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য পাথর, পুঁতি বসানো কিংবা কারুকাজ করা যেকোনো ব্লেজার বেছে নিতে পারেন।
বিয়ের অনুষ্ঠানে পরার জন্য হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন। তবে কোন ধরনের শীতপোশাক পরবেন, তা নির্ভর করবে মূল পোশাক ও অনুষঙ্গের রঙের ওপর।
ওভারকোট ও সোয়েটার
শাড়ির ওপরে সোয়েটার পরলে যেন শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তাই শাড়ি পরলে ব্লাউজের পরিবর্তে বেছে নিতে পারেন শর্ট লেন্থের সোয়েটার। এ ছাড়া হাইনেক কিংবা ফুল হাতার নিট ফ্যাব্রিকসের ব্লাউজও ব্যবহার করতে পারেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে নানান রঙের ফ্যাশনেবল ওভারকোট। সেগুলো যেকোনো পোশাকের ওপর খুব সহজে পরা যায়। তা ছাড়া এখন শীতকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন ফ্যাশনেবল ওভারকোট ও সোয়েটারের কালেকশন রাখছে।
শাল বা চাদর
শীতের জন্য যত ধরনের পোশাকই থাকুক না কেন, শাল বা চাদরের কদর কখনো কমবে না। একঘেয়ে নকশার শাল থেকে বের হয়ে এখন করা হচ্ছে বাহারি নকশার শাল, যেমন প্যাচওয়ার্ক করা শাল, কাতান কাপড়ের, নকশিকাঁথা ইত্যাদি। এ ছাড়া পাওয়া যাচ্ছে ভেলভেট কাপড়ের শাল, যা যেকোনো অনুষ্ঠানে পরা যায়। শাড়ির পাশাপাশি যেকোনো পশ্চিমি পোশাকের সঙ্গেও শাল বা চাদর পরা যায়। পার্টির জন্য বেছে নিতে পারেন পাথরের কাজ করা বিভিন্ন শাল। সঙ্গে বেছে নিতে পারেন পোশাকের বিপরীত রঙের শালও। পোশাক যদি কিছুটা সাদামাটা হয়, তাহলে উজ্জ্বল রঙের পাথরের কাজ করা বিভিন্ন শাল বেছে নিতে পারেন।

শীতে দাওয়াতে গেলে ছেলেদের পোশাক নিয়ে খুব একটা ভাবতে হয় না। তাঁরা স্যুট বা ডেনিম জ্যাকেট অনায়াসে গায়ে চড়িয়ে নিতে পারেন। কিন্তু নারীরা? সব রঙের শাড়ির সঙ্গে সব ধরনের শাল মানায় না। আবার কার্ডিগান সব সময় সব পোশাকের সঙ্গে পরা যায় না। ফলে এই মৌসুমে দাওয়াত পেলে নারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েই বৈকি! কিন্তু এমন অনেক পোশাক রয়েছে, যা ট্রেন্ডি এবং শীতকালে দাওয়াতে পরে যাওয়ার জন্য উপযোগী। আবার কায়দা করে শীতের পোশাক বাছাই করতে পারলে শাড়িই হতে পারে অনুষ্ঠানে পরার আদর্শ পোশাক।
কটি
হাল ফ্যাশনে কটি এখন বেশ জনপ্রিয়। আধুনিক কটিতে রয়েছে অনেক বৈচিত্র্য, আছে বিভিন্ন ধরনের নকশা—হাই নেক, লং কটি, শর্ট কটি, বোতাম দেওয়া বা ফিতে বাঁধা ইত্যাদি। শীতের পোশাক হিসেবে মোটা সুতির কাপড় দিয়ে সাধারণত কটি তৈরি করা হয়। এ ছাড়া হাফসিল্ক ও কোটা কাপড়ের কটিও রয়েছে। এর মধ্যে বৈচিত্র্য আনার জন্য জামদানি মোটিফের নকশা কিংবা কাতান কাপড়ের কটিও তৈরি করা হচ্ছে এখন। যেকোনো বিয়ের দাওয়াতে খুব সহজে এগুলো পরা যায়। এ ছাড়া নানান ধরনের কারুকাজ করা জর্জেট কাপড়ের পাওয়া যায়। আরও মিলছে খাদি ও ভেলভেট কাপড়ের কটি। তবে শীতে ফুলহাতা কটিই বেছে নেওয়া উচিত। শাড়ি, কামিজ ও যেকোনো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এটি পরা যায়। বিভিন্ন ফ্যাশন হাউসে এসব বাহারি কটির কালেকশন থাকলেও চাইলে নিজের পছন্দ অনুযায়ী কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে।
ব্লেজার
এখন মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি কুর্তি এমনকি শাড়ির সঙ্গেও মেয়েরা ব্লেজার ব্যবহার করছেন। এই শীতে বেছে নেওয়া যেতে পারে হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের ব্লেজার। এতে সাজে বেশ ট্রেন্ডি ভাব আসবে। তবে কোন ধরনের ব্লেজার পরবেন, তা নির্ভর করবে কোন ধরনের পোশাকের সঙ্গে সেটি পরছেন তার ওপর। শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন প্যাচওয়ার্ক করা ব্লেজার। এ ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য পাথর, পুঁতি বসানো কিংবা কারুকাজ করা যেকোনো ব্লেজার বেছে নিতে পারেন।
বিয়ের অনুষ্ঠানে পরার জন্য হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন। তবে কোন ধরনের শীতপোশাক পরবেন, তা নির্ভর করবে মূল পোশাক ও অনুষঙ্গের রঙের ওপর।
ওভারকোট ও সোয়েটার
শাড়ির ওপরে সোয়েটার পরলে যেন শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তাই শাড়ি পরলে ব্লাউজের পরিবর্তে বেছে নিতে পারেন শর্ট লেন্থের সোয়েটার। এ ছাড়া হাইনেক কিংবা ফুল হাতার নিট ফ্যাব্রিকসের ব্লাউজও ব্যবহার করতে পারেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে নানান রঙের ফ্যাশনেবল ওভারকোট। সেগুলো যেকোনো পোশাকের ওপর খুব সহজে পরা যায়। তা ছাড়া এখন শীতকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন ফ্যাশনেবল ওভারকোট ও সোয়েটারের কালেকশন রাখছে।
শাল বা চাদর
শীতের জন্য যত ধরনের পোশাকই থাকুক না কেন, শাল বা চাদরের কদর কখনো কমবে না। একঘেয়ে নকশার শাল থেকে বের হয়ে এখন করা হচ্ছে বাহারি নকশার শাল, যেমন প্যাচওয়ার্ক করা শাল, কাতান কাপড়ের, নকশিকাঁথা ইত্যাদি। এ ছাড়া পাওয়া যাচ্ছে ভেলভেট কাপড়ের শাল, যা যেকোনো অনুষ্ঠানে পরা যায়। শাড়ির পাশাপাশি যেকোনো পশ্চিমি পোশাকের সঙ্গেও শাল বা চাদর পরা যায়। পার্টির জন্য বেছে নিতে পারেন পাথরের কাজ করা বিভিন্ন শাল। সঙ্গে বেছে নিতে পারেন পোশাকের বিপরীত রঙের শালও। পোশাক যদি কিছুটা সাদামাটা হয়, তাহলে উজ্জ্বল রঙের পাথরের কাজ করা বিভিন্ন শাল বেছে নিতে পারেন।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৩ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৫ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
৭ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৯ ঘণ্টা আগে