আনিকা জীনাত

সব সময় যে আপনাকে অনেক দাম দিয়ে মোবাইল ফোন কিনতে হবে, তার কোনো মানে নেই। উদ্দেশ্য যদি হয় কথা বলা আর অন্যান্য কাজে হালকা ব্যবহার, তাহলে আপনার বাজেটের মধ্যেও কিনতে পারবেন মনের মতো মোবাইল ফোন। জানাচ্ছেন আনিকা জীনাত।
শাওমি রেডমি নোট ৯এ
এক বছর আগে বাজারে আসা ফোনটির দাম সাড়ে ১০ হাজার টাকা। অ্যান্ড্রয়েড ১০ ওএসচালিত ফোনটির র্যাম ২ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০×১৬০০ পিক্সেল। মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসরসংবলিত ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি বেশ শক্তিশালী। ৫ হাজার এমএএইচের ব্যাটারিটি সাপোর্ট করবে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং।
ভিভো ওয়াই১এস
দেশে তৈরি ফোনটির অফিশিয়াল দাম ৯ হাজার ৯৯০ টাকা। ছবি তোলার জন্য রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১০। ব্যাটারির শক্তি ৪ হাজার ৩০ এমএএইচ। ৬.২২ ইঞ্চির ফোনটি পাওয়া যাবে দুটি ভিন্ন রঙে।
ওয়ালটন প্রিমো এন৪
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বেশ কয়েকটি বাজেট ফোন এনেছে। এর মধ্যে অন্যতম হলো প্রিমোএন৪। অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ফোনটির র্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। পেছনে আছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির শক্তি ৪ হাজার এমএএইচ। ফোনটিতে ফুল এইচডি রেজল্যুশনে ভিডিও করা যাবে।
রিয়েলমি সি১১
সাড়ে ৬ ইঞ্চি ফোনটির ব্যাটারি অনেক শক্তিশালী। ৫ হাজার এমএএইচ ব্যাটারিটি সাপোর্ট করে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। ২০২০ সালে ফোনটির আগের সংস্করণ বাজারে আসে। ২০২১ সালে ফোনটির ক্যামেরা ও প্রসেসর আপগ্রেড করা হয়েছে। ডুয়েল ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এমজিরো২
সাড়ে ৬ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিনের ফোনটিতে আছে ওয়াটার ড্রপ নচ। পেছনে থাকা ডুয়েল ক্যামেরা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। ব্যাটারির শক্তি ৫ হাজার এমএএইচ। ফেস আনলক ফিচার থাকায় কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। অ্যান্ড্রয়েড ১০ চালিত ফোনটির র্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। কিনতে চাইলে খরচ পড়বে ১০ হাজার টাকা।
অপো এ১২
৯ হাজার ৯৯০ টাকা দামের ফোনটিতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজের সংস্করণ কিনতে চাইলে আরও ৪ হাজার টাকা খরচ করতে হবে। ডুয়েল ক্যামেরার ফোনটিতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৬.২২ ইঞ্চির ফোনটিতে আছে আইপিএস এলসিডি স্ক্রিন। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। নিরাপত্তার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ব্যাটারির শক্তি ৪ হাজার ২৩০ এমএএইচ।
একটি বিষয় স্বীকার করে নিতে হবে, সাশ্রয়ী দামের ফোন কিনলে কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে। বাজেট মোবাইল ফোনগুলোতে স্ক্রিনের রেজল্যুশন, গতি, ক্যামেরার মান, র্যাম, বডি ম্যাটেরিয়াল ও ব্যাটারির স্থায়িত্ব কম হবে। এগুলোই বাজেট ফোনের সঙ্গে দামি ফোনের পার্থক্য গড়ে দেয়। বিষয়টা মেনে নিতে সমস্যা না থাকলে, তবেই এন্ট্রি লেভেলের ফোন কিনতে পারেন।
কেন কিনবেন বাজেট ফোন
অনেক প্রয়োজনেই বাজেট ফোন কিনতে পারেন অনেকে।
কেনার সময় সতর্কতা

সব সময় যে আপনাকে অনেক দাম দিয়ে মোবাইল ফোন কিনতে হবে, তার কোনো মানে নেই। উদ্দেশ্য যদি হয় কথা বলা আর অন্যান্য কাজে হালকা ব্যবহার, তাহলে আপনার বাজেটের মধ্যেও কিনতে পারবেন মনের মতো মোবাইল ফোন। জানাচ্ছেন আনিকা জীনাত।
শাওমি রেডমি নোট ৯এ
এক বছর আগে বাজারে আসা ফোনটির দাম সাড়ে ১০ হাজার টাকা। অ্যান্ড্রয়েড ১০ ওএসচালিত ফোনটির র্যাম ২ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০×১৬০০ পিক্সেল। মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসরসংবলিত ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি বেশ শক্তিশালী। ৫ হাজার এমএএইচের ব্যাটারিটি সাপোর্ট করবে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং।
ভিভো ওয়াই১এস
দেশে তৈরি ফোনটির অফিশিয়াল দাম ৯ হাজার ৯৯০ টাকা। ছবি তোলার জন্য রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১০। ব্যাটারির শক্তি ৪ হাজার ৩০ এমএএইচ। ৬.২২ ইঞ্চির ফোনটি পাওয়া যাবে দুটি ভিন্ন রঙে।
ওয়ালটন প্রিমো এন৪
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বেশ কয়েকটি বাজেট ফোন এনেছে। এর মধ্যে অন্যতম হলো প্রিমোএন৪। অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ফোনটির র্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। পেছনে আছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির শক্তি ৪ হাজার এমএএইচ। ফোনটিতে ফুল এইচডি রেজল্যুশনে ভিডিও করা যাবে।
রিয়েলমি সি১১
সাড়ে ৬ ইঞ্চি ফোনটির ব্যাটারি অনেক শক্তিশালী। ৫ হাজার এমএএইচ ব্যাটারিটি সাপোর্ট করে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। ২০২০ সালে ফোনটির আগের সংস্করণ বাজারে আসে। ২০২১ সালে ফোনটির ক্যামেরা ও প্রসেসর আপগ্রেড করা হয়েছে। ডুয়েল ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এমজিরো২
সাড়ে ৬ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিনের ফোনটিতে আছে ওয়াটার ড্রপ নচ। পেছনে থাকা ডুয়েল ক্যামেরা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। ব্যাটারির শক্তি ৫ হাজার এমএএইচ। ফেস আনলক ফিচার থাকায় কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। অ্যান্ড্রয়েড ১০ চালিত ফোনটির র্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। কিনতে চাইলে খরচ পড়বে ১০ হাজার টাকা।
অপো এ১২
৯ হাজার ৯৯০ টাকা দামের ফোনটিতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজের সংস্করণ কিনতে চাইলে আরও ৪ হাজার টাকা খরচ করতে হবে। ডুয়েল ক্যামেরার ফোনটিতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৬.২২ ইঞ্চির ফোনটিতে আছে আইপিএস এলসিডি স্ক্রিন। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। নিরাপত্তার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ব্যাটারির শক্তি ৪ হাজার ২৩০ এমএএইচ।
একটি বিষয় স্বীকার করে নিতে হবে, সাশ্রয়ী দামের ফোন কিনলে কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে। বাজেট মোবাইল ফোনগুলোতে স্ক্রিনের রেজল্যুশন, গতি, ক্যামেরার মান, র্যাম, বডি ম্যাটেরিয়াল ও ব্যাটারির স্থায়িত্ব কম হবে। এগুলোই বাজেট ফোনের সঙ্গে দামি ফোনের পার্থক্য গড়ে দেয়। বিষয়টা মেনে নিতে সমস্যা না থাকলে, তবেই এন্ট্রি লেভেলের ফোন কিনতে পারেন।
কেন কিনবেন বাজেট ফোন
অনেক প্রয়োজনেই বাজেট ফোন কিনতে পারেন অনেকে।
কেনার সময় সতর্কতা

বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
আজ নিজেকে মার্ভেল কমিকসের হিরো মনে হতে পারে। সকালে ব্রাশ করার সময় আয়নায় নিজেকে দেখে মনে হবে—পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। বিকেল ৫টার মধ্যে কোনো অসমাপ্ত প্রজেক্ট শেষ হবে। তবে নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে বসের মুডটা বুঝে নিন।
৪ ঘণ্টা আগে