অর্চি হক, ঢাকা

শহুরে জীবনে বেশির ভাগ মানুষই বাজার থেকে মাছ-মাংস কেটে আনেন। সময়ের সঙ্গে সঙ্গে বা প্রয়োজনের তাগিদে এই চর্চাটাও এখন একটু একটু করে বদলে যাচ্ছে।
রান্নার জন্য বাজার থেকে মাছ-মাংস কিনে আনার বদলে ঘরে বসে রেডি টু কুক ফুড, অর্থাৎ কেটে-ধুয়ে পরিষ্কার করা রান্নার জন্য প্রস্তুত খাদ্য উপকরণ কেনার প্রবণতা বাড়ছে। ফ্রেশ টুডে, প্রোটিন মার্কেট, গ্রিন মার্ট, গরিলামুভসহ বেশ কিছু অনলাইন শপ এখন দ্রুততম সময়ের মধ্যে রেডি টু কুক খাবার পৌঁছে দিতে কাজ করছে।
প্রোটিন মার্কেটের উদ্যোক্তা শারমিন সুলতানা জানান, এক বছরের মধ্যে তাঁদের কাছে আসা অর্ডারের পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে। এই অনলাইন শপ বিভিন্ন রকম প্রোটিনজাতীয় পণ্য, যেমন গরু, খাসি, ভেড়া, মুরগির মাংসসহ নদী, ঘের ও সামুদ্রিক মাছ সরবরাহ করে। প্রোটিন মার্কেটের যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়ের যাত্রায় প্রতিষ্ঠানটি প্রায় ২০ হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ সরবরাহ করে ফিশ মার্ট।
গত ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি শাকসবজিসহ সব ধরনের বাটা মসলা সরবরাহের কাজও শুরু করেছে। ফিশ মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মানুষ এখন কেটে-ধুয়ে পরিষ্কার করা মাছ-মাংসই বেশি পছন্দ করছে। এর পেছনের অন্যতম কারণ হলো, বেশির ভাগ পরিবারের সব সদস্যই কর্মজীবী। যাঁদের বাসায় এসে খাবার কেটে-ধুয়ে পরিষ্কার করার মতো সময় বা ইচ্ছা থাকে না বললেই চলে। তাই মানুষ রেডি টু কুক খাদ্য উপকরণের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছে।
রেডি টু কুক ফুডের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। এ বিষয়গুলো কীভাবে নিশ্চিত করেন? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা জানিয়েছেন, তাঁরা যে মাছ-মাংস সরবরাহ করেন, তার খাদ্যমান ও স্বাদ নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেন। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেন। মাছ-মাংস বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা, নিরাপদে ড্রেসিং করে এয়ারটাইট প্যাকেজিং করার সব ধাপ মেনে চলেন তাঁরা। গুণগত মান রক্ষার জন্য নিজস্ব ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ডেলিভারি করা হয়।
প্রোটিন মার্কেট, ফিশ মার্ট, ফ্রেশ টুডেসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেয়। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও অর্ডার করা যায়।

শহুরে জীবনে বেশির ভাগ মানুষই বাজার থেকে মাছ-মাংস কেটে আনেন। সময়ের সঙ্গে সঙ্গে বা প্রয়োজনের তাগিদে এই চর্চাটাও এখন একটু একটু করে বদলে যাচ্ছে।
রান্নার জন্য বাজার থেকে মাছ-মাংস কিনে আনার বদলে ঘরে বসে রেডি টু কুক ফুড, অর্থাৎ কেটে-ধুয়ে পরিষ্কার করা রান্নার জন্য প্রস্তুত খাদ্য উপকরণ কেনার প্রবণতা বাড়ছে। ফ্রেশ টুডে, প্রোটিন মার্কেট, গ্রিন মার্ট, গরিলামুভসহ বেশ কিছু অনলাইন শপ এখন দ্রুততম সময়ের মধ্যে রেডি টু কুক খাবার পৌঁছে দিতে কাজ করছে।
প্রোটিন মার্কেটের উদ্যোক্তা শারমিন সুলতানা জানান, এক বছরের মধ্যে তাঁদের কাছে আসা অর্ডারের পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে। এই অনলাইন শপ বিভিন্ন রকম প্রোটিনজাতীয় পণ্য, যেমন গরু, খাসি, ভেড়া, মুরগির মাংসসহ নদী, ঘের ও সামুদ্রিক মাছ সরবরাহ করে। প্রোটিন মার্কেটের যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়ের যাত্রায় প্রতিষ্ঠানটি প্রায় ২০ হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ সরবরাহ করে ফিশ মার্ট।
গত ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি শাকসবজিসহ সব ধরনের বাটা মসলা সরবরাহের কাজও শুরু করেছে। ফিশ মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মানুষ এখন কেটে-ধুয়ে পরিষ্কার করা মাছ-মাংসই বেশি পছন্দ করছে। এর পেছনের অন্যতম কারণ হলো, বেশির ভাগ পরিবারের সব সদস্যই কর্মজীবী। যাঁদের বাসায় এসে খাবার কেটে-ধুয়ে পরিষ্কার করার মতো সময় বা ইচ্ছা থাকে না বললেই চলে। তাই মানুষ রেডি টু কুক খাদ্য উপকরণের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছে।
রেডি টু কুক ফুডের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। এ বিষয়গুলো কীভাবে নিশ্চিত করেন? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা জানিয়েছেন, তাঁরা যে মাছ-মাংস সরবরাহ করেন, তার খাদ্যমান ও স্বাদ নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেন। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেন। মাছ-মাংস বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা, নিরাপদে ড্রেসিং করে এয়ারটাইট প্যাকেজিং করার সব ধাপ মেনে চলেন তাঁরা। গুণগত মান রক্ষার জন্য নিজস্ব ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ডেলিভারি করা হয়।
প্রোটিন মার্কেট, ফিশ মার্ট, ফ্রেশ টুডেসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেয়। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও অর্ডার করা যায়।

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৭ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
৯ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১১ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১৩ ঘণ্টা আগে