অর্চি হক, ঢাকা

শহুরে জীবনে বেশির ভাগ মানুষই বাজার থেকে মাছ-মাংস কেটে আনেন। সময়ের সঙ্গে সঙ্গে বা প্রয়োজনের তাগিদে এই চর্চাটাও এখন একটু একটু করে বদলে যাচ্ছে।
রান্নার জন্য বাজার থেকে মাছ-মাংস কিনে আনার বদলে ঘরে বসে রেডি টু কুক ফুড, অর্থাৎ কেটে-ধুয়ে পরিষ্কার করা রান্নার জন্য প্রস্তুত খাদ্য উপকরণ কেনার প্রবণতা বাড়ছে। ফ্রেশ টুডে, প্রোটিন মার্কেট, গ্রিন মার্ট, গরিলামুভসহ বেশ কিছু অনলাইন শপ এখন দ্রুততম সময়ের মধ্যে রেডি টু কুক খাবার পৌঁছে দিতে কাজ করছে।
প্রোটিন মার্কেটের উদ্যোক্তা শারমিন সুলতানা জানান, এক বছরের মধ্যে তাঁদের কাছে আসা অর্ডারের পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে। এই অনলাইন শপ বিভিন্ন রকম প্রোটিনজাতীয় পণ্য, যেমন গরু, খাসি, ভেড়া, মুরগির মাংসসহ নদী, ঘের ও সামুদ্রিক মাছ সরবরাহ করে। প্রোটিন মার্কেটের যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়ের যাত্রায় প্রতিষ্ঠানটি প্রায় ২০ হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ সরবরাহ করে ফিশ মার্ট।
গত ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি শাকসবজিসহ সব ধরনের বাটা মসলা সরবরাহের কাজও শুরু করেছে। ফিশ মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মানুষ এখন কেটে-ধুয়ে পরিষ্কার করা মাছ-মাংসই বেশি পছন্দ করছে। এর পেছনের অন্যতম কারণ হলো, বেশির ভাগ পরিবারের সব সদস্যই কর্মজীবী। যাঁদের বাসায় এসে খাবার কেটে-ধুয়ে পরিষ্কার করার মতো সময় বা ইচ্ছা থাকে না বললেই চলে। তাই মানুষ রেডি টু কুক খাদ্য উপকরণের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছে।
রেডি টু কুক ফুডের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। এ বিষয়গুলো কীভাবে নিশ্চিত করেন? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা জানিয়েছেন, তাঁরা যে মাছ-মাংস সরবরাহ করেন, তার খাদ্যমান ও স্বাদ নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেন। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেন। মাছ-মাংস বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা, নিরাপদে ড্রেসিং করে এয়ারটাইট প্যাকেজিং করার সব ধাপ মেনে চলেন তাঁরা। গুণগত মান রক্ষার জন্য নিজস্ব ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ডেলিভারি করা হয়।
প্রোটিন মার্কেট, ফিশ মার্ট, ফ্রেশ টুডেসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেয়। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও অর্ডার করা যায়।

শহুরে জীবনে বেশির ভাগ মানুষই বাজার থেকে মাছ-মাংস কেটে আনেন। সময়ের সঙ্গে সঙ্গে বা প্রয়োজনের তাগিদে এই চর্চাটাও এখন একটু একটু করে বদলে যাচ্ছে।
রান্নার জন্য বাজার থেকে মাছ-মাংস কিনে আনার বদলে ঘরে বসে রেডি টু কুক ফুড, অর্থাৎ কেটে-ধুয়ে পরিষ্কার করা রান্নার জন্য প্রস্তুত খাদ্য উপকরণ কেনার প্রবণতা বাড়ছে। ফ্রেশ টুডে, প্রোটিন মার্কেট, গ্রিন মার্ট, গরিলামুভসহ বেশ কিছু অনলাইন শপ এখন দ্রুততম সময়ের মধ্যে রেডি টু কুক খাবার পৌঁছে দিতে কাজ করছে।
প্রোটিন মার্কেটের উদ্যোক্তা শারমিন সুলতানা জানান, এক বছরের মধ্যে তাঁদের কাছে আসা অর্ডারের পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে। এই অনলাইন শপ বিভিন্ন রকম প্রোটিনজাতীয় পণ্য, যেমন গরু, খাসি, ভেড়া, মুরগির মাংসসহ নদী, ঘের ও সামুদ্রিক মাছ সরবরাহ করে। প্রোটিন মার্কেটের যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়ের যাত্রায় প্রতিষ্ঠানটি প্রায় ২০ হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ সরবরাহ করে ফিশ মার্ট।
গত ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি শাকসবজিসহ সব ধরনের বাটা মসলা সরবরাহের কাজও শুরু করেছে। ফিশ মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মানুষ এখন কেটে-ধুয়ে পরিষ্কার করা মাছ-মাংসই বেশি পছন্দ করছে। এর পেছনের অন্যতম কারণ হলো, বেশির ভাগ পরিবারের সব সদস্যই কর্মজীবী। যাঁদের বাসায় এসে খাবার কেটে-ধুয়ে পরিষ্কার করার মতো সময় বা ইচ্ছা থাকে না বললেই চলে। তাই মানুষ রেডি টু কুক খাদ্য উপকরণের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছে।
রেডি টু কুক ফুডের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। এ বিষয়গুলো কীভাবে নিশ্চিত করেন? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা জানিয়েছেন, তাঁরা যে মাছ-মাংস সরবরাহ করেন, তার খাদ্যমান ও স্বাদ নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেন। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেন। মাছ-মাংস বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা, নিরাপদে ড্রেসিং করে এয়ারটাইট প্যাকেজিং করার সব ধাপ মেনে চলেন তাঁরা। গুণগত মান রক্ষার জন্য নিজস্ব ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ডেলিভারি করা হয়।
প্রোটিন মার্কেট, ফিশ মার্ট, ফ্রেশ টুডেসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেয়। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও অর্ডার করা যায়।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৭ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
৮ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
৯ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১১ ঘণ্টা আগে