
সিম্পল কাটিং কাপড়ের মিনিমালে ঝুঁকছেন এ সময়ের তরুণীরা। পাশাপাশি ঝলমলে রং, দারুণ সব প্রিন্ট ও ব্যতিক্রমী আনুষঙ্গিকে পরিপূর্ণ স্টাইল ভান্ডার কোয়ার্কিতেও না নেই তাঁদের। জামাকাপড়ে এখন পলকা ডট, টাইপরাইটারস, সেলবোট, জিগজাগ, বাইসাইকেল, স্ট্রাইপ, ফ্লোরাল, অ্যানিমেল ইত্যাদি প্রিন্টের বাহার দেখা যায়। ফলে কোয়ার্কি ফলোয়ারেরা জম্পেশ চলছেন এখন। ওদিকে মিনিমালের মূল কথা, ‘প্রয়োজনের বাইরে আর কিছু নয়’ ব্যাপারটাও গচ্চা যাচ্ছে না এসব প্রিন্টের সিঙ্গেল কামিজে।
সিঙ্গেল কামিজ ফ্যাশনের নতুন ধারা। বর্তমানে ফ্যাশনসচেতন টিনএজার থেকে শুরু করে তরুণীদের কাছে থ্রি-পিসের চেয়ে সিঙ্গেল কামিজের আবেদন বাড়ছে। শ্রাবণের গরম দুপুরে বের হওয়ার সময় আরাম ও সৌন্দর্য দুটোই পাওয়া যাবে যদি ওয়ার্ডরোবে থাকে রংচঙা প্রিন্টের কিছু সিঙ্গেল কামিজ।
একরঙা প্যান্ট, পালাজ্জো বা লেগিংসের সঙ্গে দারুণ মানানসই হালকা রঙের সুতি, লিলেন, খাদি আর তাঁতের কাপড়ে তৈরি ছাপা সিঙ্গেল কামিজ। এগুলো তৈরি হচ্ছে সিল্ক, মসলিন, তসর, জর্জেট, নেটের মতো কাপড়গুলোতেও। এসব কাপড়ের ওপর কারচুপি, স্প্রে, লেস, প্যাচওয়ার্কসহ নানা ধরনের মাধ্যম ব্যবহার করা হচ্ছে।
এখন ঢিলেঢালা কাপড়ের দিকে ঝুঁকছেন সবাই। ফ্যাশন হাউস ও বুটিকগুলোও ক্রেতাদের এই পছন্দকে গুরুত্ব দিয়ে কাটিং করে পোশাক তৈরি করছে।
কামিজের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। ফুরফুরে আরামদায়ক কামিজগুলো অনায়াসে জায়গা করে নিচ্ছে তরুণীদের আলমারিতে।
আরামের জন্য সুতির ছাপা কাপড়ে তৈরি হচ্ছে সিঙ্গেল কামিজ। এসব কামিজ সারা বছর পরা যায়। ছাপা কামিজে রঙের মেলবন্ধনে রয়েছে ম্যাট সি ব্লু কাপড়ের ওপর সাদা রঙের ফুলেল ছাপা। হাঁটু পর্যন্ত লম্বা এমন ছাপা কামিজের সঙ্গে সাদা বা বেইজ রঙের প্যান্ট দারুণ মানিয়ে যাবে। প্যান্টের গোড়ালির অংশে কুশিকাঁটার লেইস লাগালে ভালো দেখাবে।
স্নিগ্ধ রঙের পাশাপাশি তরুণীদের অন্যতম পছন্দ উষ্ণ রং। কামিজে লাল, মেরুন, কমলা, মেজেন্টা রঙের ব্যবহার চোখে পড়ার মতো। এমন রঙের কামিজের সঙ্গে কনট্রাস্টে পরা যেতে পারে ক্রিম কালারের স্ট্রেইট পায়জামা।
এখন কামিজে পাঞ্জাবি গলার ব্যবহার দেখা যায়। লুজ বডি ফিটিংয়ের এসব কামিজ হাঁটু অবধি লম্বা হয়। হাতার ক্ষেত্রে থ্রি কোয়ার্টারই প্রাধান্য পাচ্ছে।
জিনস কিংবা লেগিংস ছাড়াও এই সিঙ্গেল কামিজ পরতে পারেন ধুতি, চুড়িদার ও স্লিপটেড ভ্যারিয়েশনের সালোয়ারের সঙ্গে। এসব কামিজের সঙ্গে রং ম্যাচিং করে ওড়না পরতে পারেন।
তবে একেবারে বিপরীত রংও মানিয়ে যাবে বেশ।
কোথায় পাবেন
দেশের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যাবে এই কামিজগুলো। এ ছাড়া হালুম ক্র্যাফটসহ বিভিন্ন ফেসবুক পেজে পাওয়া যাবে এ ধরনের কামিজ। ঢাকার বাইরের বড় শহরগুলোর সুপার মার্কেটে খুঁজলেই পাওয়া যাবে এ ধরনের কামিজ।

সিম্পল কাটিং কাপড়ের মিনিমালে ঝুঁকছেন এ সময়ের তরুণীরা। পাশাপাশি ঝলমলে রং, দারুণ সব প্রিন্ট ও ব্যতিক্রমী আনুষঙ্গিকে পরিপূর্ণ স্টাইল ভান্ডার কোয়ার্কিতেও না নেই তাঁদের। জামাকাপড়ে এখন পলকা ডট, টাইপরাইটারস, সেলবোট, জিগজাগ, বাইসাইকেল, স্ট্রাইপ, ফ্লোরাল, অ্যানিমেল ইত্যাদি প্রিন্টের বাহার দেখা যায়। ফলে কোয়ার্কি ফলোয়ারেরা জম্পেশ চলছেন এখন। ওদিকে মিনিমালের মূল কথা, ‘প্রয়োজনের বাইরে আর কিছু নয়’ ব্যাপারটাও গচ্চা যাচ্ছে না এসব প্রিন্টের সিঙ্গেল কামিজে।
সিঙ্গেল কামিজ ফ্যাশনের নতুন ধারা। বর্তমানে ফ্যাশনসচেতন টিনএজার থেকে শুরু করে তরুণীদের কাছে থ্রি-পিসের চেয়ে সিঙ্গেল কামিজের আবেদন বাড়ছে। শ্রাবণের গরম দুপুরে বের হওয়ার সময় আরাম ও সৌন্দর্য দুটোই পাওয়া যাবে যদি ওয়ার্ডরোবে থাকে রংচঙা প্রিন্টের কিছু সিঙ্গেল কামিজ।
একরঙা প্যান্ট, পালাজ্জো বা লেগিংসের সঙ্গে দারুণ মানানসই হালকা রঙের সুতি, লিলেন, খাদি আর তাঁতের কাপড়ে তৈরি ছাপা সিঙ্গেল কামিজ। এগুলো তৈরি হচ্ছে সিল্ক, মসলিন, তসর, জর্জেট, নেটের মতো কাপড়গুলোতেও। এসব কাপড়ের ওপর কারচুপি, স্প্রে, লেস, প্যাচওয়ার্কসহ নানা ধরনের মাধ্যম ব্যবহার করা হচ্ছে।
এখন ঢিলেঢালা কাপড়ের দিকে ঝুঁকছেন সবাই। ফ্যাশন হাউস ও বুটিকগুলোও ক্রেতাদের এই পছন্দকে গুরুত্ব দিয়ে কাটিং করে পোশাক তৈরি করছে।
কামিজের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। ফুরফুরে আরামদায়ক কামিজগুলো অনায়াসে জায়গা করে নিচ্ছে তরুণীদের আলমারিতে।
আরামের জন্য সুতির ছাপা কাপড়ে তৈরি হচ্ছে সিঙ্গেল কামিজ। এসব কামিজ সারা বছর পরা যায়। ছাপা কামিজে রঙের মেলবন্ধনে রয়েছে ম্যাট সি ব্লু কাপড়ের ওপর সাদা রঙের ফুলেল ছাপা। হাঁটু পর্যন্ত লম্বা এমন ছাপা কামিজের সঙ্গে সাদা বা বেইজ রঙের প্যান্ট দারুণ মানিয়ে যাবে। প্যান্টের গোড়ালির অংশে কুশিকাঁটার লেইস লাগালে ভালো দেখাবে।
স্নিগ্ধ রঙের পাশাপাশি তরুণীদের অন্যতম পছন্দ উষ্ণ রং। কামিজে লাল, মেরুন, কমলা, মেজেন্টা রঙের ব্যবহার চোখে পড়ার মতো। এমন রঙের কামিজের সঙ্গে কনট্রাস্টে পরা যেতে পারে ক্রিম কালারের স্ট্রেইট পায়জামা।
এখন কামিজে পাঞ্জাবি গলার ব্যবহার দেখা যায়। লুজ বডি ফিটিংয়ের এসব কামিজ হাঁটু অবধি লম্বা হয়। হাতার ক্ষেত্রে থ্রি কোয়ার্টারই প্রাধান্য পাচ্ছে।
জিনস কিংবা লেগিংস ছাড়াও এই সিঙ্গেল কামিজ পরতে পারেন ধুতি, চুড়িদার ও স্লিপটেড ভ্যারিয়েশনের সালোয়ারের সঙ্গে। এসব কামিজের সঙ্গে রং ম্যাচিং করে ওড়না পরতে পারেন।
তবে একেবারে বিপরীত রংও মানিয়ে যাবে বেশ।
কোথায় পাবেন
দেশের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যাবে এই কামিজগুলো। এ ছাড়া হালুম ক্র্যাফটসহ বিভিন্ন ফেসবুক পেজে পাওয়া যাবে এ ধরনের কামিজ। ঢাকার বাইরের বড় শহরগুলোর সুপার মার্কেটে খুঁজলেই পাওয়া যাবে এ ধরনের কামিজ।

বিয়ে করে ফেললেই তো হলো না। ঠিক করে ফেলতে হবে হানিমুন গন্তব্য। সেটাও কিন্তু পুরো অনুষ্ঠান আয়োজনের চেয়ে কম কিছু নয়। অনেক দম্পতির হানিমুন নিয়ে থাকে পছন্দের গন্তব্য। সেসব মিলতে হয়। মিলতে হয় বাজেট ও সময়। ফলে বিষয়টা যতটা সহজে হওয়ার কথা, ততটা সহজে নাও হতে পারে। এ ভাবনাকে সামনে রেখে জনপ্রিয় ভ্রমণভিত্তিক...
১ ঘণ্টা আগে
কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৯ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
২১ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১ দিন আগে