রিক্তা রিচি, ঢাকা

পুরোনো ভেঙে যাওয়া বুকশেলফ কিন্তু ফেলনা নয়। এগুলো দিয়ে বানাতে পারেন শিশুদের খেলনা রাখার কাভার্ড, পড়ার টেবিল, জুতার র্যাক, টিভি রাখার স্ট্যান্ড, কফি টেবিল কিংবা গাছ লাগানোর র্যাক বা টব।
একসঙ্গে বাহারি গাছ
পুরোনো বুকশেলফ সমান্তরালভাবে রেখে বারান্দায় কিংবা ছাদে গাছ লাগাতে পারেন। বুকশেলফের বিভিন্ন ভাগে লাগাতে পারেন বাহারি গাছ। প্রতিটি ভাগ প্রথমে মাটি ও সার দিয়ে পূর্ণ করুন। তারপর ভিন্ন ভিন্ন ভাগে ভিন্ন বীজ বপন করে দিন। সূর্যের আলো, পর্যাপ্ত বাতাস আর একটুখানি যত্ন পেলে আপনা-আপনি বেড়ে উঠবে গাছ। বুকশেলফ সমান্তরালভাবে রেখে বিভিন্ন তাকে সবজি ও ফল রাখতে পারেন।
শিশুদের পড়ার টেবিল
ভেঙে যাওয়া বুকশেলফ দিয়ে নতুনভাবে শিশুদের পড়ার টেবিল বানাতে পারেন। এ জন্য বুকশেলফকে উল্টে ফেলতে হবে। উল্টো পাশে একটি সুন্দর টেবিল ক্লথ বিছিয়ে নিতে পারেন। আপনার সন্তানের ঘরে এ আসবাবটি আলাদা শোভাবর্ধন করবে।
খেলনা ও পোশাক রাখতে
শিশুদের ছোট ছোট খেলনা থাকে। থাকে বড় খেলনাও। বিভিন্ন ধরনের খেলনা রাখার কাজেও ব্যবহার করতে পারবেন বুকশেলফ। পুরোনো বুকশেলফের ভাঙা অংশ ফেলে দিন। ভালো অংশে খেলনা, শিশুদের জুতা কিংবা পোশাক-টুপি গুছিয়ে রাখতে পারেন। এতে ঘর কম অগোছালো হবে।
রান্নার সরঞ্জামাদি রাখতে
রান্নাঘরে যদি বেশি জায়গা থাকে তাহলে পুরোনো বুকশেলফ ফেলে দেবেন না। রান্নাঘরের সরঞ্জাম রাখতে বুকশেলফ কাজে লাগান। এ জন্য বুকশেলফে পছন্দ অনুযায়ী রং করে নিতে পারেন। তারপর মসলার বাটি, বিস্কুট-মুড়ির কৌটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখুন।
শোপিস রাখার স্ট্যান্ড
ফেলনা বুকশেলফ দিয়ে শোপিস রাখার স্ট্যান্ড বানাতে পারেন। ঘরের কোন কোণে স্ট্যান্ড রাখবেন, তা ঠিক করুন। তারপর সেখানে কতটুকু উচ্চতার স্ট্যান্ড রাখলে অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্য রক্ষা হবে, তা ঠিক করুন। বুকশেলফের বিভিন্ন তাক বিভিন্ন রঙে রাঙিয়ে নিয়ে বিভিন্ন শোপিস রাখুন।

পুরোনো ভেঙে যাওয়া বুকশেলফ কিন্তু ফেলনা নয়। এগুলো দিয়ে বানাতে পারেন শিশুদের খেলনা রাখার কাভার্ড, পড়ার টেবিল, জুতার র্যাক, টিভি রাখার স্ট্যান্ড, কফি টেবিল কিংবা গাছ লাগানোর র্যাক বা টব।
একসঙ্গে বাহারি গাছ
পুরোনো বুকশেলফ সমান্তরালভাবে রেখে বারান্দায় কিংবা ছাদে গাছ লাগাতে পারেন। বুকশেলফের বিভিন্ন ভাগে লাগাতে পারেন বাহারি গাছ। প্রতিটি ভাগ প্রথমে মাটি ও সার দিয়ে পূর্ণ করুন। তারপর ভিন্ন ভিন্ন ভাগে ভিন্ন বীজ বপন করে দিন। সূর্যের আলো, পর্যাপ্ত বাতাস আর একটুখানি যত্ন পেলে আপনা-আপনি বেড়ে উঠবে গাছ। বুকশেলফ সমান্তরালভাবে রেখে বিভিন্ন তাকে সবজি ও ফল রাখতে পারেন।
শিশুদের পড়ার টেবিল
ভেঙে যাওয়া বুকশেলফ দিয়ে নতুনভাবে শিশুদের পড়ার টেবিল বানাতে পারেন। এ জন্য বুকশেলফকে উল্টে ফেলতে হবে। উল্টো পাশে একটি সুন্দর টেবিল ক্লথ বিছিয়ে নিতে পারেন। আপনার সন্তানের ঘরে এ আসবাবটি আলাদা শোভাবর্ধন করবে।
খেলনা ও পোশাক রাখতে
শিশুদের ছোট ছোট খেলনা থাকে। থাকে বড় খেলনাও। বিভিন্ন ধরনের খেলনা রাখার কাজেও ব্যবহার করতে পারবেন বুকশেলফ। পুরোনো বুকশেলফের ভাঙা অংশ ফেলে দিন। ভালো অংশে খেলনা, শিশুদের জুতা কিংবা পোশাক-টুপি গুছিয়ে রাখতে পারেন। এতে ঘর কম অগোছালো হবে।
রান্নার সরঞ্জামাদি রাখতে
রান্নাঘরে যদি বেশি জায়গা থাকে তাহলে পুরোনো বুকশেলফ ফেলে দেবেন না। রান্নাঘরের সরঞ্জাম রাখতে বুকশেলফ কাজে লাগান। এ জন্য বুকশেলফে পছন্দ অনুযায়ী রং করে নিতে পারেন। তারপর মসলার বাটি, বিস্কুট-মুড়ির কৌটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস গুছিয়ে রাখুন।
শোপিস রাখার স্ট্যান্ড
ফেলনা বুকশেলফ দিয়ে শোপিস রাখার স্ট্যান্ড বানাতে পারেন। ঘরের কোন কোণে স্ট্যান্ড রাখবেন, তা ঠিক করুন। তারপর সেখানে কতটুকু উচ্চতার স্ট্যান্ড রাখলে অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্য রক্ষা হবে, তা ঠিক করুন। বুকশেলফের বিভিন্ন তাক বিভিন্ন রঙে রাঙিয়ে নিয়ে বিভিন্ন শোপিস রাখুন।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১০ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে