
ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এখন বিভিন্ন ধরনের দূষণ যেভাবে বেড়েছে, তাতে এর বিরূপ প্রভাব ত্বকে পড়বে এটাই স্বাভাবিক। এ ছাড়া মেকআপ, ধুলোবালি, তেল, মরা কোষ ও ব্যাকটেরিয়া ত্বকে জমে রোমকূপ বন্ধ করে দেয়। ফলে দিনে দিনে ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে, দেখা দেয় ব্রণ, র্যাশসহ অন্যান্য সমস্যা। যদি ত্বককে খুব বেশি নিষ্প্রভ দেখায়, অতিরিক্ত ব্রণ দেখা দেয় ও কোমলতা হারিয়ে যায়, তাহলে বুঝতে হবে এখনই সময় ত্বককে ডিটক্স করার।
ত্বক ডিটক্স করা মানে হচ্ছে আমাদের ত্বকে যেসব ক্ষতিকর উপাদান, দূষণ ও মরা কোষ জমে আছে, সেগুলো যতটা সম্ভব গভীর থেকে অপসারণ করা। ত্বক ডিটক্স বা বিষমুক্তকরণকে রোজকার অভ্যাসে রূপান্তর করতে পারলে ত্বকের হারানো জৌলুশ ফিরে পাওয়া সম্ভব।
স্নান
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘শরীর ডিটক্স বা বিষমুক্ত করার সবচেয়ে সহজ উপায় নিয়মিত স্নান করা। অনেকে শীতের সময় প্রতিদিন স্নান করতে অনীহা প্রকাশ করেন। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এ সময়ে অনেক ধুলোবালি থাকে।’
হালকা গরম পানিতে একটুখানি এপসম লবণ বা স্নানের উপযোগী যেকোনো লবণ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল মেশান। এবার সেই পানিতে গোসল সেরে নিন। খুব ঝরঝরে লাগবে। জানান শারমিন কচি।
জেনে রাখা ভালো
মুখে বারবার হাত দেওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন। এতে করে তেল, ধুলো, ময়লা ও জীবাণু ত্বকের সংস্পর্শে আসতে পারে।
ডিটক্স পানি
‘ত্বককে বিষমুক্ত করতে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এর মাধ্যমে শরীরে জমা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর ত্বকে স্বাভাবিক জেল্লা ফুটে ওঠে। শরীর ও ত্বককে বিষমুক্ত করতে ডিটক্স পানি পান করা যায়। ঘরোয়া উপায়ে এই পানি বানানো যায়। এক গ্লাস পানিতে লেবু ও শসা গোল গোল করে কেটে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এর মধ্য়ে একটু আদাকুচিও দেওয়া যায়। সকালে খালি পেটে এই পানি পান করুন।’
ডিটক্স প্যাক উজ্জ্বল, সজীব ত্বকের গোপন রহস্য।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ
ত্বক থেকে সহজে বিষাক্ত উপাদান অপসারণ করতে প্রাকৃতিক উপকরণে তৈরি প্যাক ব্যবহার করা যেতে পারে।
কয়েকটি প্যাক:
একটা বাটিতে ১ চামচ নিমপাতাবাটা, ১ চামচ বেসন, গোলাপজল ও ১ চা-চামচ দই মিশিয়ে নিন। এ মিশ্রণটি ১০ মিনিট মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও উজ্জ্বল হবে।
২ চা-চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আধা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো শরীরে ম্যাসাজ করে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ছোট তোয়ালে দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে স্নান করে নিন। ত্বক বিষমুক্ত করার জন্য এটা খুব ভালো ও সহজ উপায়।
কোকো পাউডার, কফি, মধু আর টক দই পরিমাণমতো মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। আধা শুকনো হলে ম্যাসাজ করে স্নান করে ফেলুন। চটজলদি ত্বক গভীরভাবে পরিচ্ছন্ন করতে এই প্যাকটির জুড়ি নেই।
সপ্তাহে দুই দিন পানিতে নিমপাতা সেদ্ধ করে সেই পানির ভাপ নিন ৫-৭ মিনিট। এতে মুখ থেকে জীবাণু সব বেরিয়ে আসবে। তবে ভাপ নেওয়ার আগে মুখ ভালোভাবে ডিপ ক্লিনজিং ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। ভাপ নেওয়ার পর কাপড়ে বরফ পেঁচিয়ে পুরো মুখে ঘষে নিন। এতে রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। ধুলোবালি প্রবেশ করবে না।
আরও পড়ুন:

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এখন বিভিন্ন ধরনের দূষণ যেভাবে বেড়েছে, তাতে এর বিরূপ প্রভাব ত্বকে পড়বে এটাই স্বাভাবিক। এ ছাড়া মেকআপ, ধুলোবালি, তেল, মরা কোষ ও ব্যাকটেরিয়া ত্বকে জমে রোমকূপ বন্ধ করে দেয়। ফলে দিনে দিনে ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে, দেখা দেয় ব্রণ, র্যাশসহ অন্যান্য সমস্যা। যদি ত্বককে খুব বেশি নিষ্প্রভ দেখায়, অতিরিক্ত ব্রণ দেখা দেয় ও কোমলতা হারিয়ে যায়, তাহলে বুঝতে হবে এখনই সময় ত্বককে ডিটক্স করার।
ত্বক ডিটক্স করা মানে হচ্ছে আমাদের ত্বকে যেসব ক্ষতিকর উপাদান, দূষণ ও মরা কোষ জমে আছে, সেগুলো যতটা সম্ভব গভীর থেকে অপসারণ করা। ত্বক ডিটক্স বা বিষমুক্তকরণকে রোজকার অভ্যাসে রূপান্তর করতে পারলে ত্বকের হারানো জৌলুশ ফিরে পাওয়া সম্ভব।
স্নান
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘শরীর ডিটক্স বা বিষমুক্ত করার সবচেয়ে সহজ উপায় নিয়মিত স্নান করা। অনেকে শীতের সময় প্রতিদিন স্নান করতে অনীহা প্রকাশ করেন। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এ সময়ে অনেক ধুলোবালি থাকে।’
হালকা গরম পানিতে একটুখানি এপসম লবণ বা স্নানের উপযোগী যেকোনো লবণ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল মেশান। এবার সেই পানিতে গোসল সেরে নিন। খুব ঝরঝরে লাগবে। জানান শারমিন কচি।
জেনে রাখা ভালো
মুখে বারবার হাত দেওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন। এতে করে তেল, ধুলো, ময়লা ও জীবাণু ত্বকের সংস্পর্শে আসতে পারে।
ডিটক্স পানি
‘ত্বককে বিষমুক্ত করতে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এর মাধ্যমে শরীরে জমা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর ত্বকে স্বাভাবিক জেল্লা ফুটে ওঠে। শরীর ও ত্বককে বিষমুক্ত করতে ডিটক্স পানি পান করা যায়। ঘরোয়া উপায়ে এই পানি বানানো যায়। এক গ্লাস পানিতে লেবু ও শসা গোল গোল করে কেটে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এর মধ্য়ে একটু আদাকুচিও দেওয়া যায়। সকালে খালি পেটে এই পানি পান করুন।’
ডিটক্স প্যাক উজ্জ্বল, সজীব ত্বকের গোপন রহস্য।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ
ত্বক থেকে সহজে বিষাক্ত উপাদান অপসারণ করতে প্রাকৃতিক উপকরণে তৈরি প্যাক ব্যবহার করা যেতে পারে।
কয়েকটি প্যাক:
একটা বাটিতে ১ চামচ নিমপাতাবাটা, ১ চামচ বেসন, গোলাপজল ও ১ চা-চামচ দই মিশিয়ে নিন। এ মিশ্রণটি ১০ মিনিট মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও উজ্জ্বল হবে।
২ চা-চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আধা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো শরীরে ম্যাসাজ করে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ছোট তোয়ালে দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে স্নান করে নিন। ত্বক বিষমুক্ত করার জন্য এটা খুব ভালো ও সহজ উপায়।
কোকো পাউডার, কফি, মধু আর টক দই পরিমাণমতো মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। আধা শুকনো হলে ম্যাসাজ করে স্নান করে ফেলুন। চটজলদি ত্বক গভীরভাবে পরিচ্ছন্ন করতে এই প্যাকটির জুড়ি নেই।
সপ্তাহে দুই দিন পানিতে নিমপাতা সেদ্ধ করে সেই পানির ভাপ নিন ৫-৭ মিনিট। এতে মুখ থেকে জীবাণু সব বেরিয়ে আসবে। তবে ভাপ নেওয়ার আগে মুখ ভালোভাবে ডিপ ক্লিনজিং ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। ভাপ নেওয়ার পর কাপড়ে বরফ পেঁচিয়ে পুরো মুখে ঘষে নিন। এতে রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। ধুলোবালি প্রবেশ করবে না।
আরও পড়ুন:

হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
২ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
৮ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
৮ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
১০ ঘণ্টা আগে