শারমিন কচি

যাঁরা নিয়মিত সাজেন, তাঁদের জন্য ঈদের দিনের সাজগোজ করা কোনো সমস্যা নয়। কিন্তু যাঁদের সাজার অভ্যাস নেই, তাঁদের একটু চিন্তা আছে বৈকি। যত ব্যস্তই থাকুন না কেন দিনশেষে নিজেকে সাজাতে কার না ভালো লাগে! ঘরে বসে ঈদের সাজের যে বিষয়গুলো মাথায় রাখবেন–
মেকআপ হবে ঘামমুক্ত
গরমে হালকা সাজলেও অতিরিক্ত ঘামের কারণে পুরো মেকআপ নষ্ট হওয়ার একটা আশঙ্খা থেকে যায়। এ জন্য সাজ হওয়া চাই সুয়েটিংপ্রুফ বা ঘামমুক্ত।
প্রথমেই ভালো মানের
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর মুখে এক টুকরো বরফ সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন। বরফ ব্যবহারের ফলে ত্বক ঠান্ডা হবে এবং অতিরিক্ত ঘাম হবে না। ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন পুরো মুখে। এতে ত্বক আর্দ্র থাকবে।
সানস্ক্রিন ব্যবহার করুন
এসপিএফ ৩০-৫০–এর মধ্যে যেকোনো ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন।
ব্যবহার করুন প্রাইমার
প্রাইমার ব্যবহারের ফলে মেকআপের বেইজটা ভালোভাবে বসে। ত্বক তৈলাক্ত হলে ম্যাট প্রাইমার ব্যবহার
করতে হবে।
ত্বকের শেড অনুযায়ী ফাউন্ডেশন ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিন। অতিরিক্ত সাদা বা গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ভারী ক্রিমযুক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে পাতলা ফুল কাভারেজ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন । এরপর মুখে, নাকে ও ডাবল চিনে কন্টোরিং করে নিতে পারেন। এরপর গালে ব্লাশ ব্যবহার করুন।
এ ক্ষেত্রে হালকা রঙের ব্লাশঅন ব্যবহার করতে পারেন। চিক বোনে হাইলাইটার ব্যবহার করুন। নাকে ও ঠোঁটের ওপরেও হালকা হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।
চোখের সাজ
আইব্রো পমেড দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর আইশ্যাডো ব্যবহার করুন। আইশ্যাডো ব্রাশ ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন। এতে আইশ্যাডো দীর্ঘস্থায়ী হবে। ঘামলেও নষ্ট হবে না
চোখের সাজ।
লিপস্টিক
গরমে অবশ্যই ম্যাট ফিনিশিং দেয় এমন লিপস্টিক ব্যবহার করবেন। এ ক্ষেত্রে একটু হালকা বা ন্যুড রং বেছে নিতে পারেন। এতে মেকআপ লুকে স্নিগ্ধ ও ফ্রেশ ভাব আসবে। রাতের মেকআপের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে লুক পুরো পাল্টে যাবে আর সৌন্দর্যও বাড়বে অনেক।
চুলের সাজ
যেহেতু গরম তাই চুলের সাজও হবে হালকা। দিনের বেলায় চুল বেঁধে রাখাই ভালো। এ ক্ষেত্রে শাড়ি পরলে চুল খোঁপা করতে পারেন। রাতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে নিতে পারেন। আবার চাইলে চুলটা হালকা কার্ল করে নিতে পারেন।
পোশাক
ঋতুর কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। এ সময় জর্জেটের কাপড় কিংবা শরীরে অ্যালার্জি হয় এমন পোশাক ব্যবহার না করাই ভালো। শাড়ি কিংবা সালোয়ার–কামিজ যে পোশাকই পরুন না কেন, আরামের কথা বিবেচনা করে নির্বাচন করুন।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ

যাঁরা নিয়মিত সাজেন, তাঁদের জন্য ঈদের দিনের সাজগোজ করা কোনো সমস্যা নয়। কিন্তু যাঁদের সাজার অভ্যাস নেই, তাঁদের একটু চিন্তা আছে বৈকি। যত ব্যস্তই থাকুন না কেন দিনশেষে নিজেকে সাজাতে কার না ভালো লাগে! ঘরে বসে ঈদের সাজের যে বিষয়গুলো মাথায় রাখবেন–
মেকআপ হবে ঘামমুক্ত
গরমে হালকা সাজলেও অতিরিক্ত ঘামের কারণে পুরো মেকআপ নষ্ট হওয়ার একটা আশঙ্খা থেকে যায়। এ জন্য সাজ হওয়া চাই সুয়েটিংপ্রুফ বা ঘামমুক্ত।
প্রথমেই ভালো মানের
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর মুখে এক টুকরো বরফ সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন। বরফ ব্যবহারের ফলে ত্বক ঠান্ডা হবে এবং অতিরিক্ত ঘাম হবে না। ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন পুরো মুখে। এতে ত্বক আর্দ্র থাকবে।
সানস্ক্রিন ব্যবহার করুন
এসপিএফ ৩০-৫০–এর মধ্যে যেকোনো ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন।
ব্যবহার করুন প্রাইমার
প্রাইমার ব্যবহারের ফলে মেকআপের বেইজটা ভালোভাবে বসে। ত্বক তৈলাক্ত হলে ম্যাট প্রাইমার ব্যবহার
করতে হবে।
ত্বকের শেড অনুযায়ী ফাউন্ডেশন ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিন। অতিরিক্ত সাদা বা গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ভারী ক্রিমযুক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে পাতলা ফুল কাভারেজ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন । এরপর মুখে, নাকে ও ডাবল চিনে কন্টোরিং করে নিতে পারেন। এরপর গালে ব্লাশ ব্যবহার করুন।
এ ক্ষেত্রে হালকা রঙের ব্লাশঅন ব্যবহার করতে পারেন। চিক বোনে হাইলাইটার ব্যবহার করুন। নাকে ও ঠোঁটের ওপরেও হালকা হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।
চোখের সাজ
আইব্রো পমেড দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর আইশ্যাডো ব্যবহার করুন। আইশ্যাডো ব্রাশ ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন। এতে আইশ্যাডো দীর্ঘস্থায়ী হবে। ঘামলেও নষ্ট হবে না
চোখের সাজ।
লিপস্টিক
গরমে অবশ্যই ম্যাট ফিনিশিং দেয় এমন লিপস্টিক ব্যবহার করবেন। এ ক্ষেত্রে একটু হালকা বা ন্যুড রং বেছে নিতে পারেন। এতে মেকআপ লুকে স্নিগ্ধ ও ফ্রেশ ভাব আসবে। রাতের মেকআপের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে লুক পুরো পাল্টে যাবে আর সৌন্দর্যও বাড়বে অনেক।
চুলের সাজ
যেহেতু গরম তাই চুলের সাজও হবে হালকা। দিনের বেলায় চুল বেঁধে রাখাই ভালো। এ ক্ষেত্রে শাড়ি পরলে চুল খোঁপা করতে পারেন। রাতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে নিতে পারেন। আবার চাইলে চুলটা হালকা কার্ল করে নিতে পারেন।
পোশাক
ঋতুর কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। এ সময় জর্জেটের কাপড় কিংবা শরীরে অ্যালার্জি হয় এমন পোশাক ব্যবহার না করাই ভালো। শাড়ি কিংবা সালোয়ার–কামিজ যে পোশাকই পরুন না কেন, আরামের কথা বিবেচনা করে নির্বাচন করুন।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ

দীপিকা পাড়ুকোনের এয়ারপোর্ট লুক দেখলে বোঝা যায়, তিনি ব্যক্তিজীবনে কতটা সাদামাটা থাকতে ভালোবাসেন। মুখে তেমন মেকআপ নেই বললেই চলে। চুলে মেসি বান, চোখে সানগ্লাস। ঠোঁটে ন্য়ুডরঙা কোনো লিপস্টিক; ব্যস—এই হলো তাঁর ফাইনাল লুক। স্ক্রিনেও কি তাঁকে জমকালো সাজে দেখা যায়? মোটেও না। চরিত্রের প্রয়োজনে ভারী গয়না...
৯ ঘণ্টা আগে
বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?...
১৩ ঘণ্টা আগে
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কোনো ভাজা খেতে কার না ইচ্ছা হয়? আলু তো সব সময় রান্নাঘরে থাকে। সঙ্গে সহজলভ্য আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে
সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
১৭ ঘণ্টা আগে