মোশারফ হোসেন

বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।

বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।

আপনার চুল কি শুষ্ক, কোঁকড়া ও প্রাণহীন হয়ে পড়ছে? তাহলে নারকেল দুধ ব্যবহার করে দেখতে পারে। এটি ভিটামিন, খনিজ ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর। অ্যালোভেরা, ডিম এবং দইয়ের মতো অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে নিলে নারকেল দুধ আপনার চুলের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে। এতে চুল হবে রেশমি ও তরতাজা।
৬ ঘণ্টা আগে
জেন-জি প্রজন্মের কাছে অর্থ উপার্জনের সংজ্ঞা বদলে গেছে। তারা এখন আর ৯ টা-৫টার নিয়ম বেঁধে চাকরি করতে চান না; বিশেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজের সুযোগ বাড়ায় এই মনোভাব দিন দিন আরও দৃঢ় হচ্ছে। এই প্রজন্ম মূলত একাডেমিক জীবনের শেষে করোনা মহামারির সময় কর্মক্ষেত্রে প্রবেশ করে। অর্থাৎ, এই প্রজন্মের প্রথম
৮ ঘণ্টা আগে
এই মৌসুমে আমাদের অনেকের হাতের আঙুলের ডগা, কিউটিকল এবং নখের চারপাশের ত্বক থেকে চামড়া ওঠে। সাধারণত কয়েক দিনের মধ্যে এগুলো নিজে থেকে সেরে যায়। তবে কারও কারও ক্ষেত্রে এটি মৌসুমি নয়, বরং দীর্ঘমেয়াদি সমস্যা। চামড়া উঠতে উঠতে একেবারে রক্তও বের হয় অনেক সময়। কিন্তু সহজে সারে না।
৯ ঘণ্টা আগে
আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে রোদে পোড়া বা ‘সানবার্ন’ খুবই পরিচিত সমস্যা। তবে আমরা অনেকে জানি না যে সাধারণ এই রোদে পোড়া দাগ যখন চরমে পৌঁছায়, তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সান পয়জনিং’ বলা হয়।
১২ ঘণ্টা আগে