ফিচার ডেস্ক

বর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
গত বছরের ডিসেম্বরে পর্যটকদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম অ্যাটলেইস। প্রতিবেদনে তারা উল্লেখ করে, ২০২৪ সালে একক ভিসা আবেদনকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিলেন নারী। ২০২৫ সালে তা ৩৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আটটি সূচকের ওপর ভিত্তি করে ১০টি দেশকে নারীদের একক ভ্রমণের জন্য নিরাপদ বলে উল্লেখ করা হয়।
দেশগুলো হলো যথাক্রমে:
১. স্পেন
২. সিঙ্গাপুর
৩. আয়ারল্যান্ড
৪. অস্ট্রিয়া
৫. সুইজারল্যান্ড
৬. নরওয়ে
৭. পর্তুগাল
৮. ক্রোয়েশিয়া
৯. কানাডা
১০. পোল্যান্ড
নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে প্রথমে আছে স্পেন। সূচকের সব ক্ষেত্রে দেশটি উতরে গেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ এশীয় দেশ সিঙ্গাপুর। এখানে ৯২ শতাংশ নারী রাতের বেলা একা হাঁটার সময় নিরাপদ বোধ করেন। দেশটি এই তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে। আয়ারল্যান্ডে যৌন সহিংসতা এবং আইনি বৈষম্য, লৈঙ্গিক বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতার মনোভাবের স্তর তুলনামূলকভাবে কম। তাই দেশটি আছে তৃতীয় অবস্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রিয়া। দেশটিতে সবচেয়ে কম যৌন সহিংসতা এবং লৈঙ্গিক বৈষম্যের ঘটনা ঘটে।
সুইজারল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। রাস্তার নিরাপত্তা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পরিমাণ কম হয় দেশটিতে। তালিকায় স্থান পাওয়া একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। দেশটি আছে ষষ্ঠ অবস্থানে। নরওয়েতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড কম এবং রাতের বেলা একা হাঁটার সময় নারীরা নিরাপদ বোধ করেন। পর্তুগাল নারীদের একক ভ্রমণের জন্য সপ্তম নিরাপদ দেশ হিসেবে জায়গা পেয়েছে। যৌন সহিংসতা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত সহিংসতা কম হওয়ার ভিত্তিতে অষ্টম অবস্থানে আছে ক্রোয়েশিয়া। এর পরেই আছে কানাডা।
দেশটিতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড তুলনামূলক কম এবং সঙ্গী সম্পর্কের সহিংসতাও কম। দেশটি লৈঙ্গিক বৈষম্য সূচকে ভালো এবং নারীদের প্রতি সহিংসতার মনোভাবও কম। নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারীদের প্রতি সহিংসতা কম হওয়ায় তালিকায় দশম নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে পোল্যান্ড।
সূত্র: এমএসএন, ফোর্বস
আরও খবর পড়ুন:

বর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
গত বছরের ডিসেম্বরে পর্যটকদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম অ্যাটলেইস। প্রতিবেদনে তারা উল্লেখ করে, ২০২৪ সালে একক ভিসা আবেদনকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিলেন নারী। ২০২৫ সালে তা ৩৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আটটি সূচকের ওপর ভিত্তি করে ১০টি দেশকে নারীদের একক ভ্রমণের জন্য নিরাপদ বলে উল্লেখ করা হয়।
দেশগুলো হলো যথাক্রমে:
১. স্পেন
২. সিঙ্গাপুর
৩. আয়ারল্যান্ড
৪. অস্ট্রিয়া
৫. সুইজারল্যান্ড
৬. নরওয়ে
৭. পর্তুগাল
৮. ক্রোয়েশিয়া
৯. কানাডা
১০. পোল্যান্ড
নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে প্রথমে আছে স্পেন। সূচকের সব ক্ষেত্রে দেশটি উতরে গেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ এশীয় দেশ সিঙ্গাপুর। এখানে ৯২ শতাংশ নারী রাতের বেলা একা হাঁটার সময় নিরাপদ বোধ করেন। দেশটি এই তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে। আয়ারল্যান্ডে যৌন সহিংসতা এবং আইনি বৈষম্য, লৈঙ্গিক বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতার মনোভাবের স্তর তুলনামূলকভাবে কম। তাই দেশটি আছে তৃতীয় অবস্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রিয়া। দেশটিতে সবচেয়ে কম যৌন সহিংসতা এবং লৈঙ্গিক বৈষম্যের ঘটনা ঘটে।
সুইজারল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। রাস্তার নিরাপত্তা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পরিমাণ কম হয় দেশটিতে। তালিকায় স্থান পাওয়া একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। দেশটি আছে ষষ্ঠ অবস্থানে। নরওয়েতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড কম এবং রাতের বেলা একা হাঁটার সময় নারীরা নিরাপদ বোধ করেন। পর্তুগাল নারীদের একক ভ্রমণের জন্য সপ্তম নিরাপদ দেশ হিসেবে জায়গা পেয়েছে। যৌন সহিংসতা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত সহিংসতা কম হওয়ার ভিত্তিতে অষ্টম অবস্থানে আছে ক্রোয়েশিয়া। এর পরেই আছে কানাডা।
দেশটিতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড তুলনামূলক কম এবং সঙ্গী সম্পর্কের সহিংসতাও কম। দেশটি লৈঙ্গিক বৈষম্য সূচকে ভালো এবং নারীদের প্রতি সহিংসতার মনোভাবও কম। নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারীদের প্রতি সহিংসতা কম হওয়ায় তালিকায় দশম নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে পোল্যান্ড।
সূত্র: এমএসএন, ফোর্বস
আরও খবর পড়ুন:

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৩ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৫ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
৭ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৯ ঘণ্টা আগে