Ajker Patrika

সুতি কাপড়ের যত্নে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১: ৪৬
সুতি কাপড়ের যত্নে

প্রকৃতিতে এসেছে শরৎ। একটু ঠান্ডা একটু গরমের এ সময়টাতে অনেকেই পছন্দের সুতি কাপড়ের পোশাক কিনবেন। তবে কয়েক দিন পরার পর দেখবেন, নতুন পোশাকের রংটা কেমন জানি ফিকে হয়ে গেছে। অফিসে বা বাইরে ঘুরতে গেলে আর সেই পোশাক বেছে নেওয়া যাচ্ছে না।বে কিছু বিষয়ে যত্নবান হলেই আপনি পোশাকটি পরতে পারবেন দীর্ঘদিন।

যেভাবে কাচবেন
সুতি কাপড় কিছুটা নরম প্রকৃতির হয়। তাই বেশি জোর দিয়ে এ কাপড় কাচবেন না। প্রথমে ডিটারজেন্টের গুঁড়ো দিয়ে ঠান্ডা পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আস্তে আস্তে সে কাপড় কেচে নিন। তবে সুতি কাপড় বেশি ময়লা না করাই ভালো। কয়েক দিন পরপর কাপড় ধুয়ে নিন। সুতি কাপড় ধোয়ার সময় আরও একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো, বগলে ও ঘাড়ের দিকে ঘামের গন্ধ থাকে বলে সে অংশ একটু ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। এতে ধোয়ার পর কাপড়টা পরে ফুরফুরে একটা ভাব পাবেন।

যেভাবে শুকাবেন
সুতি কাপড়ে মাড় দিয়ে পরলে আরাম পাবেন। তবে মাড় দেওয়া কাপড় এলোমেলোভাবে রোদে শুকাতে দেবেন না। এতে আপনার পছন্দের পোশাক বাঁকা বা কুঁচকে যাবে। প্রথমে মাড় দেওয়া কাপড়ের পানি হালকাভাবে ঝরিয়ে নিন। এরপর ক্লিপ দিয়ে সে কাপড় হালকা রোদে শুকাতে দেবেন। এতে কাপড়ের রং জ্বলে যাবে না।

যেভাবে ইস্ত্রি করবেন
যেহেতু কাপড় সুতির। তাই পরার আগে ইস্ত্রি করে নিলে ভালো। প্রথমে কাপড় উল্টিয়ে, পরে সোজা দিকে ইস্ত্রি করবেন। এতে আপনার পোশাক পরার সময় তেমন কোনো অসুবিধে হবে না। সম্ভব হলে ইস্ত্রি করার সময় হালকা করে পানি ছিটিয়ে নিতে পারেন।
এ ছাড়া বাইরে থেকে আসার পর অবশ্যই আপনার ব্যবহৃত পোশাক রোদে শুকাতে দেবেন। তা না হলে ঘামের গন্ধ জমে পোশাক নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি কাপড় আলমারি বা ড্রয়ারে রাখার সময় কর্পূর দিয়ে রাখতে পারেন।  এতে আপনার পোশাক বহুদিন ভালো থাকবে।

বিষয়:

জীবনধারা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত