নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরা আর ইমন। উফ্, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।
সেদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে এসে বললেন, ইরা-ইমন এসো, আমরা এখন মজার একটা খেলা খেলব। দুই ভাইবোনই বলল, কী খেলা? মা বললেন, বাবাকে নিয়ে এসো ও ঘর থেকে। চারটা খাতা আর কলমও আনবে। এবার বসার ঘরের মেঝেতে মা, বাবা, ইরা আর ইমন বসল। মা বললেন, সবাই স্কেল দিয়ে এক ইঞ্চি জায়গা বাদে বাদে চারটা দাগ কাটো। সবাই তা-ই করল।
বাবা বললেন, চারটা দাগ কেটে যে ঘরগুলো হলো, সেগুলোর ওপরে লেখ নাম, দেশ, ফুল, ফল। লেখা হলে মা বললেন, এখন আমি একটা অক্ষর বলব, সবাই সেই অক্ষর দিয়ে একটা নাম, একটা দেশের নাম, ফল ও ফুলের নাম লিখবে, কেমন? ইরা বলল, মা, আমি আগে অক্ষর বলব! মা হেসে বললেন, আচ্ছা। ইরা বলল, ই। সবাই ঠিকঠাক লিখলেও বাবা আর ইমন একই দেশের নাম লিখে ফেলল, ইন্দোনেশিয়া।
মা বললেন, উঁহু, একই দেশের নাম যদি একের বেশি কেউ লিখে ফেলে, তাহলে পয়েন্ট কাটা যাবে। আর যদি আলাদাভাবে সবকিছুর নাম লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়া যাবে। ইমন বলল, এই খেলা খেললে কী হয় মা? মা বললেন, এতে করে অনেক দেশ, ফুল ও ফলের নাম তোমরা জানবে। বাড়বে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধিও।

ইরা আর ইমন। উফ্, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।
সেদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে এসে বললেন, ইরা-ইমন এসো, আমরা এখন মজার একটা খেলা খেলব। দুই ভাইবোনই বলল, কী খেলা? মা বললেন, বাবাকে নিয়ে এসো ও ঘর থেকে। চারটা খাতা আর কলমও আনবে। এবার বসার ঘরের মেঝেতে মা, বাবা, ইরা আর ইমন বসল। মা বললেন, সবাই স্কেল দিয়ে এক ইঞ্চি জায়গা বাদে বাদে চারটা দাগ কাটো। সবাই তা-ই করল।
বাবা বললেন, চারটা দাগ কেটে যে ঘরগুলো হলো, সেগুলোর ওপরে লেখ নাম, দেশ, ফুল, ফল। লেখা হলে মা বললেন, এখন আমি একটা অক্ষর বলব, সবাই সেই অক্ষর দিয়ে একটা নাম, একটা দেশের নাম, ফল ও ফুলের নাম লিখবে, কেমন? ইরা বলল, মা, আমি আগে অক্ষর বলব! মা হেসে বললেন, আচ্ছা। ইরা বলল, ই। সবাই ঠিকঠাক লিখলেও বাবা আর ইমন একই দেশের নাম লিখে ফেলল, ইন্দোনেশিয়া।
মা বললেন, উঁহু, একই দেশের নাম যদি একের বেশি কেউ লিখে ফেলে, তাহলে পয়েন্ট কাটা যাবে। আর যদি আলাদাভাবে সবকিছুর নাম লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়া যাবে। ইমন বলল, এই খেলা খেললে কী হয় মা? মা বললেন, এতে করে অনেক দেশ, ফুল ও ফলের নাম তোমরা জানবে। বাড়বে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধিও।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
৬ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
৮ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১০ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে