আজকের পত্রিকা ডেস্ক

আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!
একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’
আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।
চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—
-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।
-ত্বক হবে মসৃণ ও দাগহীন।
-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।
-দূর করবে রোদে পোড়া ভাবও।

আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!
একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’
আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।
চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—
-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।
-ত্বক হবে মসৃণ ও দাগহীন।
-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।
-দূর করবে রোদে পোড়া ভাবও।

১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
৭ ঘণ্টা আগে
আজ আপনার জেদ বুর্জ খলিফার চেয়েও উঁচুতে থাকবে। পুরোনো কোনো চাচা বা খালু হুট করে এসে হাজির হতে পারেন। সাবধান, আজকের দিনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লোন বা টাকা নিয়ে কথা বলতে যাবেন না, ইজ্জত এবং মানিব্যাগ দুটোই পাংচার হতে পারে।
৭ ঘণ্টা আগে