
‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’

‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
২ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৩ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৩ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৪ ঘণ্টা আগে