
অবশেষে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুম। ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকেরা দেবতাখুম ভ্রমণে যাচ্ছেন। গত ১০ জানুয়ারি রাতে জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশি-বিদেশি সব পর্যটকের জন্য দেবতাখুম উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে এখনো ভ্রমণ নিষিদ্ধের তালিকায় আছে রুমা ও থানচি।
জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি চিঠির আলোকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান। সে কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে পরিস্থিতি উন্নতি হওয়া এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় এখন থেকে শুধু দেবতাখুমে সব পর্যটক ভ্রমণ করতে পারবেন।
২০২২ সালের সেপ্টেম্বর মাসের দিকে বান্দরবান জেলার দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েক দফায় জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। তবে দেবতাখুম উন্মুক্ত হলেও রুমা ও থানচি উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।
এদিকে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জানিয়েছে, এফসিডিও ব্রিটিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের দূরবর্তী এলাকায় নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম ঘটে বলে সতর্ক করা হয়েছে; বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা জারি করার পর বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা কমে আসতে পারে।

বিজ্ঞান বলছে, পাখির গান বা ‘ডন কোরাস’ কেবল শোনার জন্য মনোরম, তা নয়—এটি আমাদের মস্তিষ্কের জন্য এক অনন্য মহৌষধ। ভোরের পাখির মিষ্টি সুর আমাদের মন থেকে দুশ্চিন্তা, বিষণ্নতা এবং মানসিক ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে। যখন মানুষ পাখির ডাক শোনে বা পাখি দেখে, তখন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি কয়েক...
৯ ঘণ্টা আগে
একসময় ছিল যখন পাড়ার মোড়ের আড্ডায় কিংবা চায়ের কাপে ঝড় তোলার মূল রসদ ছিল বই। কোনো এক নতুন রহস্য উপন্যাসের রোমাঞ্চ অথবা দস্তয়েভস্কি-রবীন্দ্রনাথের কোনো জটিল দর্শন নিয়ে আলোচনা চলে যেত তুঙ্গে। কে কোন বই পড়ল, কার কোন চরিত্রের প্রতি মায়া জন্মাল সেসব আলোচনা না থাকলে যেন আড্ডাটাই জমত না।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার তাসমানিয়া ভ্রমণে গিয়ে অনেক পর্যটকই খুঁজছিল শান্ত, নিরিবিলি এক উষ্ণ ঝরনা। অনলাইনে পড়েছিল, বনঘেরা ওয়েল্ডবরো এলাকায় আছে ‘ওয়েল্ডবরো হট স্প্রিংস’, যা নাকি হাইকিংপ্রেমীদের প্রিয় জায়গা। কিন্তু সেখানে পৌঁছে তারা জানল, এমন কোনো উষ্ণ ঝরনা আদৌ নেই।
১০ ঘণ্টা আগে
লেনি নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ও মনোরম রামেলটন শহরের ফুটবল ক্লাব ‘সুইলি রোভার্স’ ১৯৬০-এর দশকে বড় দুটি শিরোপা জেতে। তখন বিজয় উদ্যাপনে ট্রফির ভেতর মদ ঢেলে সবাই মিলে পান করার রীতি ছিল। কিন্তু ম্যাকডেইড পরিবারের সদস্যরা চেয়েছিলেন খেলোয়াড়রা যেন মদ না খেয়েও উদ্যাপন করতে পারেন।
১০ ঘণ্টা আগে