
রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।
যা যা লাগবে
⦁ ৫ লিটারের তেলের বোতল
⦁ হলুদ এনামেল রং
⦁ লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁ সাদা আর্ট পেপার
⦁ কালো মার্কার পেন
⦁ কাঁচি
⦁ আইকা
⦁ তুলি
যেভাবে তৈরি করবেন
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন।
⦁ এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁ শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন।
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁ এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁ লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁ এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন।
⦁ রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।

রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।
যা যা লাগবে
⦁ ৫ লিটারের তেলের বোতল
⦁ হলুদ এনামেল রং
⦁ লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁ সাদা আর্ট পেপার
⦁ কালো মার্কার পেন
⦁ কাঁচি
⦁ আইকা
⦁ তুলি
যেভাবে তৈরি করবেন
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন।
⦁ এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁ শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন।
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁ এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁ লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁ এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন।
⦁ রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১০ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে