নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।

বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৩ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৪ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৫ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৫ ঘণ্টা আগে