ফিচার ডেস্ক

গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স

গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১০ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে