নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজকার ফ্যাশনে ব্যাগ অন্যতম অনুষঙ্গ। শুধু ফ্যাশন নয়, এটি প্রয়োজনীয় সামগ্রীও বটে। অফিস, ক্লাস কিংবা বেড়ানো সব সময় সঙ্গে ব্যাগ থাকা চাই। রোজ ব্যবহার করতে করতে ব্যাগের সৌন্দর্য ও মান নষ্ট হয়। ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করতে এবং এর সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন একটু যত্ন নেওয়া প্রয়োজন।
কাপড়ের ব্যাগের যত্ন
কাপড়ের ব্যাগের যত্ন নেওয়া খুব সহজ। এই ব্যাগ অন্যান্য জামা-কাপড়ের মতো ধোয়া যায়। ডিটারজেন্ট-পানিতে ডুবানো যায়। কাপড়ের ব্যাগ ময়লা হয়ে গেলে সাবান-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। তবে নিংড়াবেন না। এতে ব্যাগ কুঁচকে যাবে।
চামড়ার ব্যাগের যত্ন
চামড়ার ব্যাগ টেকসই বলে অধিকাংশ নারী এ ব্যাগ ব্যবহার করেন। যেসব চামড়ার ব্যাগ কম ব্যবহার করা হয়, সেগুলো পলিথিনে পেঁচিয়ে তুলে রাখতে পারেন শুকনো জায়গায়। তবে দীর্ঘদিন তুলে রাখলে নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে ব্যাগ রোদে দিলে ভালো থাকবে। সহজে ফাঙাশ ধরবে না।
রোজ যে ব্যাগ ব্যবহার করেন, সে ব্যাগ স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না।
চামড়ার ব্যাগ পরিষ্কারের জন্য কুসুম গরম পানিতে সাবান গুলে নিন। তরল সাবান হলে ভালো হয়। নরম সুতি কাপড় সাবান-পানিতে ভিজিয়ে, পানি হালকা ঝরিয়ে ব্যাগ মুছে নিন। এরপর অন্য একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ব্যাগ পরিষ্কার হয়ে যাবে।
পাটের ব্যাগের যত্ন
বুননের সব কটি খাঁজের মধ্যে ধুলা জমা হয় বলে পাটের ব্যাগ খুব দ্রুত নোংরা হয়। পাটের ব্যাগ পরিষ্কার রাখতে নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ব্যাগে খাবারের দাগ কিংবা অন্য কোনো দাগ লেগে গেলে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে ব্যাগ পরিষ্কার করুন। দাগ হালকা হয়ে যাবে।

রোজকার ফ্যাশনে ব্যাগ অন্যতম অনুষঙ্গ। শুধু ফ্যাশন নয়, এটি প্রয়োজনীয় সামগ্রীও বটে। অফিস, ক্লাস কিংবা বেড়ানো সব সময় সঙ্গে ব্যাগ থাকা চাই। রোজ ব্যবহার করতে করতে ব্যাগের সৌন্দর্য ও মান নষ্ট হয়। ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করতে এবং এর সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন একটু যত্ন নেওয়া প্রয়োজন।
কাপড়ের ব্যাগের যত্ন
কাপড়ের ব্যাগের যত্ন নেওয়া খুব সহজ। এই ব্যাগ অন্যান্য জামা-কাপড়ের মতো ধোয়া যায়। ডিটারজেন্ট-পানিতে ডুবানো যায়। কাপড়ের ব্যাগ ময়লা হয়ে গেলে সাবান-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। তবে নিংড়াবেন না। এতে ব্যাগ কুঁচকে যাবে।
চামড়ার ব্যাগের যত্ন
চামড়ার ব্যাগ টেকসই বলে অধিকাংশ নারী এ ব্যাগ ব্যবহার করেন। যেসব চামড়ার ব্যাগ কম ব্যবহার করা হয়, সেগুলো পলিথিনে পেঁচিয়ে তুলে রাখতে পারেন শুকনো জায়গায়। তবে দীর্ঘদিন তুলে রাখলে নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে ব্যাগ রোদে দিলে ভালো থাকবে। সহজে ফাঙাশ ধরবে না।
রোজ যে ব্যাগ ব্যবহার করেন, সে ব্যাগ স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না।
চামড়ার ব্যাগ পরিষ্কারের জন্য কুসুম গরম পানিতে সাবান গুলে নিন। তরল সাবান হলে ভালো হয়। নরম সুতি কাপড় সাবান-পানিতে ভিজিয়ে, পানি হালকা ঝরিয়ে ব্যাগ মুছে নিন। এরপর অন্য একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ব্যাগ পরিষ্কার হয়ে যাবে।
পাটের ব্যাগের যত্ন
বুননের সব কটি খাঁজের মধ্যে ধুলা জমা হয় বলে পাটের ব্যাগ খুব দ্রুত নোংরা হয়। পাটের ব্যাগ পরিষ্কার রাখতে নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ব্যাগে খাবারের দাগ কিংবা অন্য কোনো দাগ লেগে গেলে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে ব্যাগ পরিষ্কার করুন। দাগ হালকা হয়ে যাবে।

বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
আজ নিজেকে মার্ভেল কমিকসের হিরো মনে হতে পারে। সকালে ব্রাশ করার সময় আয়নায় নিজেকে দেখে মনে হবে—পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। বিকেল ৫টার মধ্যে কোনো অসমাপ্ত প্রজেক্ট শেষ হবে। তবে নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে বসের মুডটা বুঝে নিন।
৪ ঘণ্টা আগে