নাদিয়া নাতাশা

নাদিয়া নাতাশা, ‘সিম্পল কুকিং বাই নাতাশা’র স্বত্বাধিকারী। এ ছাড়া জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে রয়েছেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, খুলনায়। মাছরাঙা টেলিভিশনের ‘সেরা রাঁধুনী ১৪২৭’ (বঙ্গাব্দ)-এ প্রথম রানারআপ হন তিনি। ১৪২৯ বঙ্গাব্দে সেরা রাঁধুনীতে মেন্টর হিসেবে কাজ করেন। বেকিং ও রান্নার পাশাপাশি ফল এবং সবজি কার্ভিং—সবই করতে পছন্দ করেন নাতাশা। এবারের ঈদে রেসিপি দিয়েছেন তিনি।
ঈদের সকালে বিফ মোগলাই
উপকরণ: গরুর মাংস ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, কাজু ১৫ থেকে ২০টি, নারকেল কোরানো ২
টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনাপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কুকিং ক্রিম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, তেল পরিমাণমতো।
প্রণালি: প্যানে আদা রসুন, হলুদ, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মাংস ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। এবার কাজুবাদাম, নারকেলবাটা, টক দই, ক্রিম, কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, লেবুর রস ব্লেন্ড করে নিন। প্যানে তেল নিন ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। তেলে পেঁয়াজকুচি দিয়ে মাংস একটু ভেজে ব্লেন্ডারে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিন। তাতে ধনেগুঁড়া, গরমমসলা, জিরার গুঁড়া দিয়ে দিন। প্রয়োজনে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। ওপরে ক্রিম ও ধনেপাতার কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পোলাও, পরোটা কিংবা লুচির সঙ্গে।
দুপুরে হায়দরাবাদি মাটন পাক্কি বিরিয়ানি
উপকরণ: মেরিনেশনের জন্য মাটন ১ কেজি, লবণ পরিমাণমতো, শাহি জিরা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, হলুদগুঁড়া ২ চা-চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জয়ত্রী পাউডার ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, বেরেস্তা ১ কাপ, দই আধা কাপ, পুদিনাপাতা ১ কাপ, তেল আধা কাপ।
চালের জন্য: বাসমতি চাল ৫০০ গ্রাম, ১ লিটারের ৩ ভাগের ২ ভাগ পানি, দারুচিনি ১ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, লবণ পরিমাণমতো, জাফরান সামান্য, ঘি ২ টেবিল চামচ, ময়দা ১ কেজি।
প্রণালি: মেরিনেশনের সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে মাংস অল্প আঁচে রান্না করুন। ৯০ শতাংশ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার বাসমতি চাল পানিতে ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। প্যানে পানি গরম করে নিয়ে দারুচিনি, এলাচি, কাঁচা মরিচ, লবণ দিয়ে দিন। গরম হলে চাল ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। জাফরান হালকা গরম ১ কাপ দুধে ভিজিয়ে রাখুন। এবার গরম চাল মাংসের ওপর দিয়ে ঘি, জাফরান, সব দুধ, কাজুবাদাম, পুদিনাপাতা দিয়ে পাত্রের মুখ ভালো করে বন্ধ করে দিন। ময়দা পানিতে গুলে ডো বানিয়ে পাত্রের মুখ ভালো করে সিল করে দিন। এবার অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। ১০-১৫ মিনিট পরে পাত্রের মুখ খুলে লেবু ও পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ডেজার্টে থাকুক কালাকান্দ
উপকরণ
ছানার জন্য ৪ কাপ দুধ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, কুচানো পেস্তা ও কাঠবাদাম গার্নিশের জন্য।
প্রণালি
৪ কাপ দুধ ফুটিয়ে নিন। এবার এতে লেবুর রস দিন। যখন দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে, তখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিন। ছানা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাব চলে যায়। এখন আলাদা হাঁড়িতে আরও ৪ কাপ দুধ ফুটিয়ে তা জ্বাল দিয়ে অর্ধেক কমিয়ে নিতে হবে এবং তৈরি করে রাখা ছানা দিয়ে অনবরত নাড়তে হবে। এবার চিনি ও এলাচির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই দুধ ও ছানার মিশ্রণটি সামান্য ঘন অবস্থায় এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এখন একটি ট্রেতে ঘি মেখে তাতে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে এবং তার ওপর ছড়িয়ে দিতে হবে কুচানো বাদাম। এই মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা করে ধারালো ছুরি দিয়ে চার কোনা করে কেটে নিতে হবে।

নাদিয়া নাতাশা, ‘সিম্পল কুকিং বাই নাতাশা’র স্বত্বাধিকারী। এ ছাড়া জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে রয়েছেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, খুলনায়। মাছরাঙা টেলিভিশনের ‘সেরা রাঁধুনী ১৪২৭’ (বঙ্গাব্দ)-এ প্রথম রানারআপ হন তিনি। ১৪২৯ বঙ্গাব্দে সেরা রাঁধুনীতে মেন্টর হিসেবে কাজ করেন। বেকিং ও রান্নার পাশাপাশি ফল এবং সবজি কার্ভিং—সবই করতে পছন্দ করেন নাতাশা। এবারের ঈদে রেসিপি দিয়েছেন তিনি।
ঈদের সকালে বিফ মোগলাই
উপকরণ: গরুর মাংস ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, কাজু ১৫ থেকে ২০টি, নারকেল কোরানো ২
টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনাপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কুকিং ক্রিম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, তেল পরিমাণমতো।
প্রণালি: প্যানে আদা রসুন, হলুদ, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মাংস ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। এবার কাজুবাদাম, নারকেলবাটা, টক দই, ক্রিম, কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, লেবুর রস ব্লেন্ড করে নিন। প্যানে তেল নিন ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। তেলে পেঁয়াজকুচি দিয়ে মাংস একটু ভেজে ব্লেন্ডারে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিন। তাতে ধনেগুঁড়া, গরমমসলা, জিরার গুঁড়া দিয়ে দিন। প্রয়োজনে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। ওপরে ক্রিম ও ধনেপাতার কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পোলাও, পরোটা কিংবা লুচির সঙ্গে।
দুপুরে হায়দরাবাদি মাটন পাক্কি বিরিয়ানি
উপকরণ: মেরিনেশনের জন্য মাটন ১ কেজি, লবণ পরিমাণমতো, শাহি জিরা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, হলুদগুঁড়া ২ চা-চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জয়ত্রী পাউডার ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, বেরেস্তা ১ কাপ, দই আধা কাপ, পুদিনাপাতা ১ কাপ, তেল আধা কাপ।
চালের জন্য: বাসমতি চাল ৫০০ গ্রাম, ১ লিটারের ৩ ভাগের ২ ভাগ পানি, দারুচিনি ১ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, লবণ পরিমাণমতো, জাফরান সামান্য, ঘি ২ টেবিল চামচ, ময়দা ১ কেজি।
প্রণালি: মেরিনেশনের সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে মাংস অল্প আঁচে রান্না করুন। ৯০ শতাংশ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার বাসমতি চাল পানিতে ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। প্যানে পানি গরম করে নিয়ে দারুচিনি, এলাচি, কাঁচা মরিচ, লবণ দিয়ে দিন। গরম হলে চাল ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। জাফরান হালকা গরম ১ কাপ দুধে ভিজিয়ে রাখুন। এবার গরম চাল মাংসের ওপর দিয়ে ঘি, জাফরান, সব দুধ, কাজুবাদাম, পুদিনাপাতা দিয়ে পাত্রের মুখ ভালো করে বন্ধ করে দিন। ময়দা পানিতে গুলে ডো বানিয়ে পাত্রের মুখ ভালো করে সিল করে দিন। এবার অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। ১০-১৫ মিনিট পরে পাত্রের মুখ খুলে লেবু ও পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ডেজার্টে থাকুক কালাকান্দ
উপকরণ
ছানার জন্য ৪ কাপ দুধ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, কুচানো পেস্তা ও কাঠবাদাম গার্নিশের জন্য।
প্রণালি
৪ কাপ দুধ ফুটিয়ে নিন। এবার এতে লেবুর রস দিন। যখন দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে, তখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিন। ছানা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাব চলে যায়। এখন আলাদা হাঁড়িতে আরও ৪ কাপ দুধ ফুটিয়ে তা জ্বাল দিয়ে অর্ধেক কমিয়ে নিতে হবে এবং তৈরি করে রাখা ছানা দিয়ে অনবরত নাড়তে হবে। এবার চিনি ও এলাচির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই দুধ ও ছানার মিশ্রণটি সামান্য ঘন অবস্থায় এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এখন একটি ট্রেতে ঘি মেখে তাতে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে এবং তার ওপর ছড়িয়ে দিতে হবে কুচানো বাদাম। এই মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা করে ধারালো ছুরি দিয়ে চার কোনা করে কেটে নিতে হবে।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৬ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৮ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১০ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে